মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায়। অনড় অন্ধকারে আমাদের দম বন্ধ হয়ে আসে। মোমবাতির খোঁজ পড়ে। অপাংক্তেয় দেয়াশলাই। নেই। হারানো কিছুই হাতে ওঠেনা আর।
জানালার স্থির স্বভাব। ওপারে আকাশ। আকাশের ওপারেও আরো কত আকাশের সারি। সারি সারি ছায়াপথ। এবং নক্ষত্র। কেউ কেউ মৃত। কেউ অপসৃত। আমাদের চোখে স্মৃতি সরোবর। অগুণিত অতীত প্রহর।
মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায়। ফেরে না দীর্ঘযুগ। অন্ধকার যেন নিশ্চুপ শুয়ে থাকা রাতের পুনর্ভবা। দুএকবার আমরা নিঃশ্বাস নিতে ভুলে যাই। দেহের ভেতর টের পাই মৃতদেহের অস্তিত্ব।
আমাদের দুঃখবোধ প্রবল হয়। যারা কোনোদিন আমাদের আপন হয়নি, তাদের হারিয়ে ফেলার কী এক অদ্ভুত আশঙ্কা। দুর্বোধ্য, দুরারোগ্য বেদনা। আমরা ভিজে যাই। অদৃশ্য অশ্রুপাতে। অজান্তে। নীরবে। শীতের শিশিরে।
ছবি: সংগৃহীত
১৪টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
বহুদিন পর এলেন কবিতা নিয়ে।
কিন্তু সেই একইরকম তুলনাহীন লেখা।
পুনর্ভবা নদী দেখেছি আমি। আপনি দেখেছেন?
দীপংকর চন্দ
পুনর্ভবা দেখেছি বহুবার। জল ছুঁয়েছি কাজে, অকাজে।
কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।
জানবেন শুভকামনা। অনেক।
ভালো থাকবেন। সবসময়।
নীলাঞ্জনা নীলা
আপনিও ভালো থাকবেন।
ইঞ্জা
অনন্য লেখা, মুগ্ধ হলাম।
দীপংকর চন্দ
অনেক অনেক কৃতজ্ঞতা।
আপনি অনেক বড়ো পরিসরে লিখছেন এবং ভালো লিখছেন অনেক।
ধারাবাহিকভাবে পড়া না হবার কারণে মন্তব্য করা হয় না যদিও।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
ইঞ্জা
ধন্যবাদ ও শুভকামনা
রুম্পা রুমানা
“আমরা ভিজে যাই। অদৃশ্য অশ্রুপাতে। অজান্তে। নীরবে। শীতের শিশিরে।”
আহ ! মন খারাপ হয়ে গেলো ।
দীপংকর চন্দ
ধন্যবাদ অনেক।
অনেক কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন সবসময়। অনেক।
আবু খায়ের আনিছ
যারা কোনোদিন আমাদের আপন হয়নি, তাদের হারিয়ে ফেলার কী এক অদ্ভুত আশঙ্কা। দুর্বোধ্য, দুরারোগ্য বেদনা।
দীপংকর চন্দ
আপনাদের সান্নিধ্য আমার জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায় ভাই।
কৃতজ্ঞতা জানবেন।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দারুণ লেখার শব্দ চয়ণ।শুভ কামনা -{@
দীপংকর চন্দ
কৃতজ্ঞতা ভাই। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
মৌনতা রিতু
দেহের ভিতরে মৃত দেহের অস্তিত্ব।
সত্যি চমৎকার অনুভূতি। আমি ভাবি কখনো কখনো, যখন মনের সব অনুভূতি নষ্ট হয়। অসাঢ় হয় সব চিন্তা। তখন তো আসলেই এক মৃত দেহের অস্তিত্ব টের পাই।
আপনি অসাধারন লেখেন এটা তো বলার অপেক্ষা রাখে না।
দীপংকর চন্দ
মনোযোগী পাঠে কৃতজ্ঞতা। অনেক কৃতজ্ঞতা।
অসাধারণ আসলে আপনাদের মন, যে মন সাধারণ লেখাকেও গ্রহণ করে নিবিড় আন্তরিকতায়।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।