রঙ ছিলো নীল
খামের ভেতর ছিলো মেঘের মিছিল
সাথে পোড়া মন
এবং দুচোখে ছিলো ঘন বরষণ
এবং দীর্ঘশ্বাস ছিলো রাশি রাশি
তুমি তো জানতে সব দুঃখবিলাসী
এবং জানতে বেশ লেখার ধরণ
খোলা চিঠি শব্দের রক্তক্ষরণ
ব্যর্থতা এলো তারপর
জলে মুছে গেলো অক্ষর
অতএব চিঠি হলো বর্ণবিহীন
শেষ হলো দিন
নেমে এলো রাত
হয়তো হঠাৎ
তখন আঁধার চারদিক
অথবা এটাই ছিলো ঠিক
মৃত বিশ্বাস
মেঘে ঢাকা ক্লান্ত আকাশ
সেখানে জ্বলে না কোনো তারা মিটিমিটি
মরে যায় চিঠি
রোজ
যেহেতু রাখে না কেউ সে চিঠির খোঁজ
শূন্যতা নিয়ে শুয়ে থাকে নীল খাম
যেখানে হয়নি লেখা প্রাপকের নাম
ছবি: সংগৃহীত
৯টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
বিষণ্ণতা শুয়ে আছে খামের ভেতর। নাকি চিঠির অক্ষরে?
ভালো লেগেছে কবিতা।
দীপংকর চন্দ
অনেক অনেক ধন্যবাদ নীলাঞ্জনা নীলা।
শুভকামনা অনেক।
এই লেখাটি সোনেলা ব্লগের চিঠি প্রতিযোগিতার মতো সুন্দর উদ্যোগের প্রতি আমার মতো সামান্য মানুষের সমর্থন।
উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক।
অনেক অনেক ভালো থাকবেন আপনি। এবং ব্লগ সংশ্লিষ্ট সকলে।
নীলাঞ্জনা নীলা
কিন্তু আপনি ক্যাপশনের পাশে (প্রতিযোগিতা) লিখে দেননি তো। প্রতিযোগিতা না লিখে দিলে লেখা গ্রহণযোগ্য হবে না কিন্তু।
মৌনতা রিতু
বর্ণবিহীন চিঠি। সে চিঠিতে চেনা গন্ধ হলেও মন্দ কি!
ভাল লাগল কবিতা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শূন্যতা নিয়ে শুয়ে থাকে নীল খাম
যেখানে হয়নি লেখা প্রাপকের নাম
মন ছুয়েঁ গেল। -{@
মেহেরী তাজ
লেখা হওয়া উচিৎ এমন। যা সব স্তরের পাঠরা বুঝতে পারবে।
ভাইয়া লেখা বুঝতে পেরেছি তাই পছন্দ ও হয়েছে।
চাটিগাঁ থেকে বাহার
কাব্যিক চিঠি ভালো লেগেছে। -{@
শুন্য শুন্যালয়
এরকম রক্তক্ষরণে কতো চিঠির বর্ণ মুছে যায়, কতো চিঠি বুকেই মিশে যায়। কে রাখে তার খোঁজ! অসম্ভব ভালো লেগেছে দীপংকর দা।
প্রহেলিকা
ভাল লাগল কবিতা।