কাচের এক স্বচ্ছ পাত্র হাতে, শিশির বিন্দুর খোঁজে চললাম দুর্গম সব অরণ্য পেরিয়ে।
খুঁজতে খুঁজতে তোমার দুয়ারে এসে দাঁড়াই।
তোমার দুয়ারে মরুভূমির ক্যাকটাস দলের সশস্ত্র প্রহরির টহল গর্জন
হুঁশিয়ারির সরঞ্জাম এবার ব্যপক তাদের।
তোমার দুয়ার খোলা, তবু তা পাঁচিল ছাড়া এক কয়দখানা।
আমি তবু সূক্ষ কাটাতারের বেষ্টনী ডিঙ্গিয়ে যাই।
আমার শরীর ঢাকা এ মসলিন ওড়না পেচিয়ে নেয় সূক্ষ কাটাতার তোমার।
আমি হোঁচটেও কাচের পাত্রটি সামলে চলি, শিশির বিন্দুর খোঁজে।
দু’কদম চলি দু’কদম পিছাই,
সূর্যের আলো উত্তাপ ছড়ায়, শিশির বিন্দু হাওয়ায় মিলায়।
আমি ও আমার আপন গৃহের পথ ভুলি
যে পথে এসেছি জোর কদমে তোমার দুয়ার অবধি,
সে পথেও এখন জোয়ারের বেগ শেষ হয়েছে
দেখা দিয়েছে ভাটার টান।
তোমার দুয়ারে আসতে, ভরা জোয়ারেও মাঝ দরিয়াতে তরী ভাসিয়েছিলাম।
কোনো ঝড় ঝঞ্জার ভ্রূকুটিকে গ্রাহ্য না করে। আমার মন ছিল ব্যাকুল
তোমার ঘাসবুকের ঐ শিশির বিন্দুর তরে।
কাচের খালি পাত্র হাতে ঘরে ফিরব
আবারো এক শিশির ভেজা ভোরের অপেক্ষায়
দীর্ঘ এ পথ পরিভ্রমণের ফলে
আমার আপন গৃহের রূপও ঝাপসা হয়ে আসে।
আজ এ দেহ ক্লান্ত, মন অবসন্ন, মেজাজ রুক্ষ
ফিরতি এ পথে অসহিষ্ণু, বাগযুদ্ধ যতো, অহেতুক সব দলাদলি।
,,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,,
,,,,,,,,,,,,,,১৬/১/১৭,,,,,,,,,,,,
২৫টি মন্তব্য
নিহারীকা জান্নাত
শিশির বিন্দুর খোঁজে এত পরিশ্রম? না ভাই আমি হলে কখনোই পারতাম না 🙂
মৌনতা রিতু
সত্যি কঠিন।
হা হা হা।
অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
ছাইরাছ হেলাল
যত ক্লান্তিই আসুক পরিভ্রমণে, খোঁজাখুঁজি চালু থাকবে জীবনভর,
জীবনের নিয়ম মেনেই, শিশির বিন্দু আমাদের চাই ই,
মৌনতা রিতু
ঠিক তাই, কুবি ভাই।
শুভেচ্ছা রইল।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শিশির বিন্দু একটি স্বাভাবিক ভাবে বেচে থাকার একটি উপমা মাত্র।দেশে কিংবা সীমান্তবর্তী যত হত্যাকান্ড জীবনের স্বাভাবিক মৃত্যুকে ব্যাহত করে।লেখা ভালো লাগা রেখে গেলাম। -{@
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
নাসির সারওয়ার
লাভ নাই লাভ নাই। এই খোঁজাখুঁজির ক্ষেমা দেন। কারন শিশির বিন্দু নামে কিচ্ছু নাই। হেইডা মরীচিকা আর মরীচিকা পাওন যায়না।
মৌনতা রিতু
শিশির বিন্দু আছে আছে। তাই তো এতো খোঁজাখুঁজি চলতাছে। দেখি যদি কোনোদিন পাই।
দোয়া কইরেন। পাইলেও তো পাইতে পারি। দোয়াতেই মুশকিল আসান।
রুম্পা রুমানা
সামান্য শিশির বিন্দুরও মন ভালো করার ক্ষমতা অসীম। একটা দিন শিশিরময় হোক আপনার।
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ। শুভকামনা রইল। নতুন লেখা কৈ?
নীলাঞ্জনা নীলা
“দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।”
শান্ত-সুন্দরী আমি এতোটাই মুগ্ধ যে কি বলবো! তোমার এই কবিতাটাকে এক নম্বর অবস্থানে রাখলাম। -{@
মৌনতা রিতু
ওগো মিশরকন্যা আপু, অনেক ভালবাসা নিও। সত্যি ভাল হইছে!
ধন্যবাদ। (3 -{@
নীলাঞ্জনা নীলা
আসলেই ভালো হয়েছে। আমার মন ছুঁয়েছে। -{@ 🙂
মারজানা ফেরদৌস রুবা
আমি হোঁচটও কাচের পাত্রটি সামলে চলি, শিশির বিন্দুর খোঁজে। (y)
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ আপু। ভাল থেকো সব সময়। -{@
শুন্য শুন্যালয়
তাহলে কী দাঁড়ালো? তুমি কোথায়?
যাওয়া হয়না আসলে, হয়না আগের জায়গাতেও ফিরে আসা।
কাঁচের পাত্রটি যত্নে রেখো, অন্তত নিজের ঘাসবুকে শিশিরকণায় ভরে উঠুক।
ভালো লিখেছ ভাবীজান। যাও বেতন ছাড়াই তোমারে সব শিখায় দিলাম। :p
মৌনতা রিতু
হুম, ঠিক ধরেছো। অন্তত প্রেমে আর ভাসানো যায় না।
ভাল থেকো। অনেক আদর নিও। ভালবাসি তাই ভাল থেকো আমাদের জন্য।
ব্লগার সজীব
আপু শেষ পর্যন্ত আপনিও কবি হয়ে গেলেন? আমার কি হপে? আমি কি কবি হতে পারবো না? ;(
ভাটি না আসুক কখনো জীবনে। খুব সুন্দর লিখেছেন।
মৌনতা রিতু
আমাদের সজু ভাই এর হাসির পোষ্ট থেকে বঞ্চিত করলে কিছুই হবে না, এটা নিশ্চিত।
এইডা কুবিতা হইছে! বাহ! তাইলে তো মুই কুবি \|/
যাইহোক, অনেক ধন্যবাদ। এতোদিন পরে কেন ভাই?
ইঞ্জা
দলাদলি আসলেই ভালো নয় আর শিশির বিন্দু আমাকে সবসময় মুগ্ধ করে যেমন মুগ্ধ করলো আপনার কবিতা। 🙂
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ, ভাউজু।
শুভেচ্ছা রইল।
জিসান শা ইকরাম
অতৃপ্তি, আকাংখা আমাদের বাঁচিয়ে রাখে,
সব পাওয়া যদি হাতের নাগালে চলে আসে, তবে না পাবার বেদনায় কিন্তু আমরা অতৃপ্ত হবো।
ইদানিং বেশ ভাল লিখছেন আপনি,
লেখা চলুক…………
শুভ কামনা।
মৌনতা রিতু
ও ভাইয়া, তার মানে আগে আমি পঁচা লিখতাম ;( তাও আপনি ভাল বলতেন 🙂
আবু খায়ের আনিছ
লক্ষ্য যত কঠিনই হোক জয় তাকে করতেই হবে।
মৌনতা রিতু
একদম ঠিক কথা।
ধন্যবাদ ভাইটু।