উড়ে এসে জুড়ে যাওয়া

ছাইরাছ হেলাল ৩০ অক্টোবর ২০১৬, রবিবার, ০৪:৪৬:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

শুরু

বাকরুদ্ধ হয়েছি, লেখারুদ্ধ হইনি,
নাহ্‌, লিখতে অনুরুদ্ধ হইনি,

শেষ

আর নয় নির্বাসন
সোনেলা হোক
সোনাদের আপন ভুবন।

লেখার শুরু ও শেষ সেরেছি সেই কখন, কিন্তু মাঝেরটুকুই ঝুলে আছে জুল জুল করে তাকিয়ে, হয় এসপার নাহয় ওসপার করে ফেলব ভাবি, ভাবি কী লিখি কী না লিখি ! কতটুকু লেখাই বা লিখব! অথবা না লেখালেখিটুকুই  লিখে ফেলব ভাবতে ভাবতে কয়েকটুকরো মেঘ বৃষ্টি না হয়েই হিমের পরশ এনে দিল হৃদ জুড়ে,

picsart_10-30-07-16-33
হবে কী হবে না, হলে কী ভাবে হবে ভাবতে ভাবতেই সিদ্ধান্ত বাস্তবায়নের পালা এসে গেল, সোনাদের সহযোগিতা ছাড়া যা কিছুতেই সম্ভব ছিল না,
যা আগেও পেয়েছি। এবারে ব্যতিক্রম হয়নি মোটেই, সোনেলার সোনাদের অবশ্যই সোনা সোনা মেলা,

picsart_10-30-07-17-19
একদম শেষ মুহূর্তেও কেউ কেউ এসে পৌছেছেন, কথা দিয়েও নানান হ্যাপায় কেউ কেউ না আসতে পেরে হম্বিতম্বি করেছেন,
করাই উচিৎ। দূরপ্রবাস ও দূরে থেকেও আনন্দ চিত্তে কয়েকজন যোগ দিয়েছেন,  মেতেছেন হাসি-আনন্দে সমান সমান তালে ক্ষণিকের জন্য হলে,

দারুণ মোহন ব্যস্ততার অনাত্মীয় শহরে প্রথম দেখাতেও সবাই সবাই ছিল জন্ম জন্মান্তরের পরিচিত আত্মীয়তায় বন্ধনে,
খেই হারিয়ে যেন জুতসই কথাই খুঁজে পাচ্ছিল না, এ যেন বিস্ময়ের বিস্ময়!
কিছুতেই প্রথমবার নয়, এই যে দেখা হওয়া,
picsart_10-30-06-28-38
কিসের মধ্যে কী?
ব্লগের একমাত্র টেকো কুবির জন্মদিন, বলিহারি, কী সব কারবার! এ বয়সে আবার কেক্কুক
কেটে সবিস্তারে সোনাবেষ্টিত হয়ে জন্মোৎসব! কলি কালে কত কী দেখতে হবে কে জানে!
তীব্র নিন্দা কুবিকে!

ক্যামেরা যে ক্যামেরাম্যানের থেকেও বড় থাকে এই ই প্রথম দেখলাম!

উড়ে এসে
উড়ে গেলন,
বোধ করি আরও বেশি করে
জুড়েও গেলেন;
সোল্লাস নীরবতায়,

বিদ্রঃ উহ, দাঁতের ব্যাথায় আর লিখতে পারছি না,
তবে দেখা হবে আবারও কোন সোনা মেলায়,

৪৫৪জন ৪৫৪জন

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ