সোনেলায় আমি তখন বেশ নতুন। প্রথম দিকে শুধু লুকিয়ে লুকিয়ে পড়তাম, এরপর দু’একটা মন্তব্য। তারপর অনেক সাহস করে দু’একটা লেখা লিখেই ফেলি, যা আমার কম্ম না। অনেক উঁচু মানের লিখিয়েরা আছেন এখানে। দু’চার জনের লেখা তো বোঝার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়। মাঝে মাঝে বলতে হয়, “বাহ বেশ হয়েছে, ওই অংশটা এমন, সেই অংশটা তেমন, তবে আমি কিছুই বুজি নাই”। কী বুঝি নাই, মাঝে মাঝে তাও বলতে পারিনা। এখন ভাবছি, লেখা লিখি আমাকে দিয়ে হবেনা। তাই বলে থেমে থাকবো! নাহ, তাও হবেনা।
এখানকার অনেক লেখার ভাঁজে অনেক অনেক মন্তব্য পড়েছি যা অনেক ভালো লাগা দেয় আমাকে। একটা মন্তব্য তৈরি করে আরও অনেকগুলো মন্তব্যকে। কয়েকজন তো আবার মন্তব্য কন্যা বা গুরু হিসাবে ব্যাপক পরিচি্তি। যদিও কয়েকজনকে ইদানীং দেখা যাচ্ছে না। কেন তা হচ্ছে! ব্যাপারটা আমার মত অকর্মণ্যের মাথায় আসে না। হয়ত ব্যস্ততা নয়তো অভিমান। কী জানি ওসব। তবে আমি কিন্তু ভীষণ মিস করি। আহা কী প্রাণ তাদের লেখায় এবং মন্তব্যে।
তাই এখন থেকে আমি মজার মজার মন্তব্য গুলো নিয়ে আসব এখানে। শুরু করি নিজের একটা দিয়ে।
“জীবন তরী” নামের একটা কবিতা, যেখানে কবি তার ভালোবাসার মানুষকে নিয়ে পূর্ণিমার রাতে নদীর মাঝে জ্যোৎস্না স্নানে গেছেন। তার ভয় হচ্ছে মাঝি যদি তাকে পানিতে ফেলে দেয়, কারণ সে সাতার জানেনা। সেই কবিকে সাহস দেয়ার জন্য আমার মন্তব্য চেষ্টা
নাসির সরওয়ার বলছেন;
ডিসেম্বর ১০, ২০১৫, ৫:২৭ অপরাহ্ন
অথৈ সাগরে, কোলাহল থেকে দূরে
ঢেউ গুনে গুনে, যাকনা ক্ষণ মধুর সুরে
মাঝি আছে পাশে, ফেলবে না জলে (কারণ আমি সাতার জানিনা!)
রাখিবে মোরে, ভালবাসার তলে। (সন্দেহ আছে)
মোর নাও চলে, জোছনা রাতে (ছবিটা বেশ)
মাঝি শুধু বলে, আর পারবো নারে (বেটা ভয় পেয়েছে)
দুজনে মিলে, করি জলকেলি
ফোটাবো মোরা, ফুলের কলি (ডাহা সত্য নয়)
আমি বলি তাকে, থাকো মোর সাথে (বললেই যদি থাকতো !)
নিয়ে যাবো তোমায়, ভালবাসা পথে। (এমন পথটি কোথায়???)
৫২টি মন্তব্য
আবু খায়ের আনিছ
ভাইয়া, শুন্য আপু কি বলেছিলো মনে আছে? আপনি ত ঘামটি মেরে বসে থেকে কবিতা চালিয়ে দিয়েছেন। মন্তব্য আর পোষ্ট দুই যেন এক।
নাসির সারওয়ার
সবই ভুয়া ভাইরে। লেখার কোন মেধাই আমার নাই। লিখতে হলে পড়তে হয় অনেক যা এখন হয়ে ওঠেনা। সোনেলার লেখা পড়ি যখন তখন।
একদিন কবি হবো।।।
আবু খায়ের আনিছ
অবশ্যই কবি হবেন নয়, কবি হয়েছেন।
নাসির সারওয়ার
হে হে হে। আমি কবি হয়ে গেছি।।
আমি কি এখন হাততালি দেবো?
অনেক শুভেচ্ছা রইলো।।
ছাইরাছ হেলাল
যাক, এতদিনে আপনার অবতীর্ণ হওয়ার শানেনজুল আমাদের জানার সৌভাগ্য হলো,
আপনার চমৎকার তরীখানিও আবার দেখতে পেলাম।
মন্তব্য কন্যা কথাটি তার অর্জিত, কেউ ইচ্ছে করলেই এমন হয়ে যাবেন ব্যাপারটি এমন না।
এই স্কুলে পড়ে আপনার কোন শ্রীবৃদ্ধি হয়েছে তা কিন্তু ভাবতে চাইলেও পারছিনা।
কোবতে কোবতে ভান নিয়ে এসেছেন!
প্রহেলিকাকে কথা দিয়েছি, তাই হাসতে পারলাম না।
কবিদের দেখলেই হাসি চেপে রাখি।
নাসির সারওয়ার
জী, আমি একটু ভীতু কিছিমের তা জানাইয়া রাখার ভালো সুবিধা আছে।
আমার তরীখানা আপনার দর্শনে ধন্য। (আমি নিজে কিন্তু দেখিনি এখনো!!)
কে জানি কার জন্য যেন মন্তব্য কন্যা তকমা দিলো। আর আমি, কিছুইতো অর্জন করতে পারলাম না এখনো!
এই ইস্কুলের মাস্টররা খুব কঠিন পড়া দেয় যা বুঝিনা। শিখবো কেমন করে! অবশ্য আমার আবার বুদ্দিশুদ্দি একটু কম।
শুনেছি পশ্চিমা দেশে লোকজন টিকেট কেটে কমেডি ক্লাবে যায় শুধু হাসবার জন্য। আর আমি তা বিনামূল্যে দিচ্ছি। হাসুন হাসুন, গলা ঝেড়ে হাসুন।
ছাইরাছ হেলাল
আহারে খুব আক্ষেপ,
কুবির তকমা তো অর্জন করেছেন!! এও বা কম কী!
মন দিয়ে নেখাপড়া করেন, অনেক বড় কুবি হওয়া কেউ আটকাইয়া রাকতে পারবে না।
নাসির সারওয়ার
আপনাকে বিনীত ভাবে আবারও মনে করিয়ে দিতে চাই, এখানে একজনই কবি এবং সেটা আমি আয় করেই নিয়েছি। আপনি ইচ্ছে করলেই এই তকমা লাগাতে পারবেন না……।
জিসান শা ইকরাম
সোনেলায় আপনার অবতীর্ন হবার প্রথম দিকের ইতিহাস আমাদের জানা,
সোনেলা মন্তব্য -১ মানে আপনি এমন পোষ্ট আরো দিচ্ছেন,
এ দ্বারা আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে, আপনি মেধাবী এবং আপনার স্মরণশক্তি বেশ ভালো 🙂
আমি আপনার উল্টো, গতকাল কোথায় কি মন্তব্য করেছি তা মনে রাখতে পারিনা,
অবশ্য আপনার মত এমন কাব্যিক মন্তব্য করতে পারলে মনে রাখার একটি ব্যার্থ চেষ্টা করতাম।
নতুন ধরনের পোষ্ট,
এ প্রচেষ্টা অব্যাহত থাকুক।
নাসির সারওয়ার
জী জনাব। আপনাদের স্কুলে থেকে কিছুই অর্জন হয়নি আমার। তাই এই বিকল্প ব্যবস্থা। শিগ্রই সোনেলা মন্তব্য -২ নিয়ে হাজির হবো। ততদিন অন্যদের চমৎকার চমৎকার লেখাগুলো পড়তে থাকুন।
আপনার মগজ সামান্য ভাইরাসে আক্রান্ত। নো চিন্তা, অচিরেই এর ভ্যাকসিন আসছে। তখন আপনি ভুলতে চাইলেও তাহা পারবেননা।
আমরন এই চেষ্টা চলতে থাকবে। একদিন কিছু না কিছু তৈরী হবেই হবে।
অরুনি মায়া
কোথাকার কোন কবির কবিতা নিয়ে আপনি পোস্ট দিলেন এটা কি ঠিক হল ভাইজান! এর চেয়ে ঢের ভাল হয়েছে আপনার মন্তব্য।
আর মন্তব্য কন্যারা কন্যারা করছেন কেন বলুনতো। মন্তব্য কন্যা আর সোনেলার রানী এই দুই উপাধি বহু আগেই আমার হয়েছে। শুধু আমার কিন্তু।
আর ওইসব অভিমান ব্যস্ততা ওইগুলো আপনার মাথায় ঢুকবেনা। তারচে ভাল কবিতা লিখুন মন দিয়ে।বুঝেছেন ভাইজান?????? 🙂
নাসির সারওয়ার
আরে আপুনিয়া, কি বলেন এসব! কবিতা দেখলেন কোথায়!!
আচ্ছা আচ্ছা, সামান্য ভ্রান্তি করার অধিকার সবারই আছে। এখন থেকে শুধু “মন্তব্য কন্যা” পড়তে হবে।
তা ঠিক, ছোটদের এসব বুঝতে নেই। আমি বরং আর একটা মন্তব্য খুঁজি।
অরুনি মায়া
এসব বললে হবেনা কিন্ত, এতদিন পরে আসলাম এখন আপনার লেখা সুন্দর একটি কবিতা পড়তে চাই | তাড়াতাড়ি পোস্ট চাই | কবিতার পোস্ট |
নাসির সারওয়ার
যতটুকু জানি আপনি বন্দুক বা রামদা নিয়ে হাটেন না। কিন্তু তারপরও যে ডর পাইলাম!
তবে কোবতা আমি আপনাকে একদিন খাওয়াবোই খাওয়াবো।
নীলাঞ্জনা নীলা
সোনেলা মন্তব্য – ১! তার মানে আরোও আসবে ;?
যাক অন্তত এখন পোষ্ট তো পাবো। 🙂
কেমন হলো? পোষ্ট দিয়ে মন্তব্য যদি এমন হয়, তাহলে প্রতি-মন্তব্য কি করে লিখবো, সেটা শিখিয়ে দিন প্লিজ।
নাসির সারওয়ার
লেখাতো শিখাবেন না তা বুঝতে পেরেছি। এই রকম অখাদ্য বেড়ে দেবো সোনেলার প্লেটে, না খেয়ে যাবেন কোথায়!!
সজীব কে খুঁজে পাই কিনা দেখি। রেডিমেড মন্তব্যে কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে।
নীলাঞ্জনা নীলা
অখাদ্য যদি হয় এই পোষ্ট, তাহলে খাদ্য কোনটা? ;?
নাসির সারওয়ার
টুনা ফিস ফ্রম কুয়াকাটা।।।
ও আরো আছে বড়, রুপ চাঁদা, কাকড়া, বড় চিংড়ি, আলু ভর্তা। আরো ভর্তা আছে, সুটকি (ইইইইওওও), চিংরি, মরিচ, মাছের ডিম ( ইয়ামি) এবং আরো অনেক। ইশিশ এর কথা কি বলতে হবে!!!!!
প্রহেলিকা
কাহিনী কি বুঝলাম না। মাথা এতো মোটা হইলে যা হয় আর কি না বুঝাইলে কেউ বুঝিই না।
নাসির সারওয়ার
আমি নিজে কি কিছু বুঝে লিখেছি যে আপনি তা বুঝবেন! তবে কোন কাহিনী যে নেই, এব্যপারে ১০০% নিশ্চিন্ত থাকুন। দেখুন, সোনেলাতে কত লেখক লেখা দেয়। আমারও একটু ইচ্ছে হয়। তাই আর কি।
উপরে “ছাইরাছ হেলাল” এর মন্তব্য পড়লেই বুঝবেন কত উচু মাপের লেখা এটা যা সবার জন্য নয়।
মৌনতা রিতু
কবিতা তো সব সময়ই আমার দুর্বলতা। কোন কোন মস্তব্য কন্যা অভিমানি খুইলা কন। অভিমান এক জিনিস আর অন্যসব ব্যাপার স্যাপার এক জিনিস।
চমৎকার। দুই এর অপেক্ষায়।
নাসির সারওয়ার
কবিতা পেলেন কোথায় আপনি! কবি তো তার মনের কথা লেখে। এখানেতো তার মনে এক আর লেখায় অন্য কিছু। সোনেলাতে একজনই মন্তব্য কন্যা। আপনি আমার মতই নতুন। একটু সময় দিলেই চিনিয়ে দেবো।
অভিমান এক জিনিস তা মনে হয় জানি। কিন্তু “অন্যসব ব্যাপার স্যাপার” কি জিনিস তাতো জানিনা। একটু যদি সদয় হতেন…।।
মনে হয় এই সিরিয়াল এখানে ভাত পাবেনা।
মিষ্টি জিন
সোনেলায় আমিও নতুন ভাইয়া । কিছুই বুঝিনা।
কবিতা দিয়ে মন্তব্য অসাধারন।
নাসির সারওয়ার
কি যে যন্ত্রনা! মন্তব্য ভুল জায়গায় লেগে গেছে। আপনার জন্য উপরের টা (মৌনতা রিতু) লেখা। এডিট করতে পারলে ভাল হোতো।
আপনার সাথে আমিও আছি। এখানে কিসব লেখে তাহারা, কিছুই বুঝিনা।
ভালো থাকুন।
ইঞ্জা
কবিতাটি অসাধারণ হয়েছে, লিখুন আরো বেশি বেশি, অপেক্ষায় রইলাম।
নাসির সারওয়ার
আমি ঠিক পড়ছিতো!!
তবে আপনার অবগতির জন্য বিনয়ের সাথে বলছি – সোনেলাতে একজনই কবি এবং সেই জন হোল “কবি নাসির সারওয়ার”।
আপনাকে এত্তো গুলো শুভেচ্ছা।।।
ইঞ্জা
:D)
নাসির সারওয়ার
আমি ইমো বা কোন সাইন বুঝিনা। আমার বুদ্বি কম। তাতে কিন্তু আমার লজ্জা নাই।
ভালো থাকুন।
মুহাম্মদ আরিফ হোসেইন
সব সিক্রেট ফাঁস করে দিলেন!! :p
আপনার ভিতরে দেখি কিছুই থাকে না।
কবিতা ভালো হইছে।
নাসির সারওয়ার
জী, আমার অনেক বুদ্বি। তাই কিছু আটকে রাখতে পারিনা।
আপনিও কবিতা দেখতে পেলেন!!
অনেক শুভেচ্ছা রইলো।
ইলিয়াস মাসুদ
শানেনজুল বুঝলাম,বড় বড় কবিরা আর থোরাই লেখে?
যখন দু চার লাইন লেখে তখন তার হেতু বুঝতে আরো কত কবির ধন্যে ধরা লাগে,
যেমন অহন মাথার উপ্রে দিয়ে গেল
নাসির সারওয়ার
আমার মতো বিশিষ্ট কবি এই সোনেলাতে, ভেবেছেন এটা সোনেলার কত বড় ভাগ্য! আর এটা শুধু আপনিই বুজলেন!!
তা মাথার উপ্রে দিয়া যাওয়েনের সময় কি কিছু চুল টুল নিয়া যেতে পেড়েছেতো!!!!
শুন্য শুন্যালয়
কবিদের কেউ কেউ বলে মিথ্যেবাদী, আবার কেউ কেউ বলে অসুস্থ। এইখানে এই সোনেলায় আমরা একজন সত্যবাদী কবিকে পেয়েছি, যেখানে সে প্রত্যেক কাব্যের সাথে হাছা কথা প্রকাশ করে দিয়েছেন। আপনার কবি এবং মন্তব্য জীবনের তারুণ্য কামনা করি 🙂
নাসির সারওয়ার
জী, সত্যি বলতে এত বালতি সাহসের দরকার। আমার একটা মগ অন্তত আছে হে। কি সব আউল ফাউল লেখা লিখেই কবি কবি ভাব নেয়। আরে ভাই, কবি হওয়া কি এত্ত সোজা! আপনি কবি হতে চাইলে বলবেন, কিছু টিপস দিয়ে দেবো গ্যারান্টি সহ।
এই সোনেলার ভবিষ্যৎ এবং সম্ভাব্য দ্বিতীয় কবির জন্য আগাম শুভেচ্ছা!!!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনি ভিতু!ঠিকই বলেছেন ভাইয়া না হলে কি এমন কবিতার বিপরিত উত্তর দিয়ে পোষ্ট করতে পারে।লীলাবতীকে এখন দেখছি না। -{@
নাসির সারওয়ার
ডরান ভালো। হার্ট ভালো থাকে।
তাইতো, লীলাবতীকে দেখছিনা কেন?
অনেক অনেক শুভেচ্ছা নেবেন!
অনিকেত নন্দিনী
বাহ! বেশ হয়েছে তবে আমি ভাল কইরা কিছুই বুজি নাই। ;(
নবিশ, আপ্নের তো বহুত বুদ্ধি! মন্তব্যের ছলে কোবতে পড়াইয়া ছাড়লেন। যাক, দেরিতে হইলেও আপ্নের সোনেলায় আসার উদ্দেশ্য সিদ্ধ হইছে। 😀
নাসির সারওয়ার
কি যে মজা লাগতাছে, আমার টিচারকেও ভরকাইতে পারছি। এই আনন্দ কোতায় রাখি!!
এই বুদ্ধিই তো আমার সবগুন চুল লইয়া গেলো। বুদ্ধি বেটার কুনু মায়াদয়া নাই।
তবে আপনার দেহি এত্তু বেশিই আছে, নইলে আমার উদ্দেশ্যটা আপ্নে দইরালাইছেন কেমতে!!!
অনিকেত নন্দিনী
সব নবিশ তার টিচারকে ছাড়াইয়া যাইতে পারেনা, আপ্নেও পারেন্নাই। লাইগ্যা থাকেন, ঝুইল্ল্যা থাকেন। বলা তো যায়না, যদি লাইগ্যা যায়!
নাসির সারওয়ার
টিচাররা নবিশদের চাইতে একটু বেশীই জানে তা আমরা সবাই জানি। আপ্নের ভাব লইতে অইবো না। লাইগ্যা এবং ঝুইল্ল্যাই আছি। একদিন ঠিকই লাইগ্যা যাইবো…।
গাজী বুরহান
ভালো লিখেছেন। (কিছুই বুঝি নাই!! ;? )
নাসির সারওয়ার
ভালো হয়েছে বলছেন অথচ বোঝেন নি।।
এতো মহা মু্সকিল।
লেখক হিসাবে আমার কি করতে হবে বলুন প্লিজ।।।
গাজী বুরহান
কি বুঝি নাই তাও বলতে পারছিনা, হাহা।
ভাইয়া, এই পিচ্চি ভাইটির জন্য দোয়া করতে পারেন।
নাসির সারওয়ার
আচ্ছা পিচ্চি ভাই। অনেক দোয়া রইলো। বড় হইলেই সব ফকফকা হয়ে যাবে।
মেহেরী তাজ
এটা কার লেখা? লেখকের নাম নাসির সারওয়ার দেখায় কেন?? ;?
উনি নাকি লেখা পারেন না? আমার তো মনে হচ্ছে এই লেখা উনার ভূতের…..
নাসির সারওয়ার
পূরা নামটা পড়তে কি কষ্ট হ্যাঁ! কবি নাসির সারওয়ার বলতে সমস্যা কি!!
তবে এইসিব আমি লিখিনাই। লিখতে পারিনা বলেই যত সমস্যা।
আমি কখনোই ভুত ছিলাম না। আমি ভুত হবোনা।। পাখি হতে খুব মন চায়!!!
মোঃ মজিবর রহমান
সুন্দর নাসির ভাইয়া।
ধপ্ন্যবাদ।
নাসির সারওয়ার
ভালোতো। আরো এত্তু কন!!!
আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।
মোঃ মজিবর রহমান
আছি ভাল ভাই আপনিও থাকেন।
নাসির সারওয়ার
সবাই মিলেমিশে ভালো থাকা বেশ মজার।
নিরব সাগর
আমিও ওতো শত না বুঝে বলে ফেললাম ভাল হয়েছে।
নাসির সারওয়ার
পূরানো লেখা পড়েছেন, অনেক অনেক ধন্যবাদ।
মাঝে মাঝে না বোজাতেও লাভ আছে। কেউ কিছু ভালো-মন্দ বলতে পারবে না !