ভোরের আততায়ী

ছাইরাছ হেলাল ২০ জুলাই ২০১৬, বুধবার, ০৬:১০:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

খুঁজছি একটি সুবেশী আততায়ী
নিঃশব্দ মৌনতার কাছে বর্ষামাদলে,
জানলা দিয়ে হামলে পড়বে শিলাবৃষ্টির বেশে
বয়ে যাবে কেয়ামত তাজা রক্তের স্রোত শেষে;

ধোয়া ওঠা হিম হিম বরফে খুন হতে হতে
ভালোবাসার মেঘজল বর্ষা হয়ে ছুঁয়ে যাবে
সকাল, বিকেল ও রাতে,

বন্ধক প্রাণে খুনের তালিম নিয়েছে কে কবে কোত্থেকে?
ভোর যে এসে গেল আততায়ীর ভুতুড়ে বিষণ্ণ চিৎকারে
সোনারোদ হেসে হেসে হানা দেয় নূতনের মায়াভোরে,

৪৩১জন ৪৩০জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ