গুঞ্জরন

নীলাঞ্জনা নীলা ১০ জুন ২০১৬, শুক্রবার, ১১:২৯:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২০ মন্তব্য
গুঞ্জরন...
গুঞ্জরন…

ভেঁজা ঠোঁট ছুঁয়ে দিলে এসে আলতো
তোমার ঠোঁটের মাঝে এতো বিষ,
চুমুকেই ফুলে লালচে বিন্দু।
শুধু একরাতের জীবনে কয়েক
ফোঁটা রক্তপান,
চুষে নিতে জানো ভালোই।
তোমার চুম্বনে যদি মিটতো আকন্ঠ তৃষ্ণা আমার,
ভালোবেসে ফেলতাম তোমাকেই।
গানের সাথে চুম্বন তুমি ছাড়া আর কেউ কি শোনায়?
ওহে মশকী কি ভাগ্য তোমার,
তোমাকে নিয়েও প্রেমের লেখা হয়!!!

হ্যামিল্টন, কানাডা
২৫ সেপ্টেম্বর, ২০১৫ ইং।

**একটি মশার গান শুনে ভাবনা জন্মেছিলো দেশে থাকার সময়। আর লেখাটি লেখা হলো কানাডায় এসে। ভাবনা আর লেখা সংযোগ করলো আমাদের সোনেলা নীড়।

৬৩৫জন ৬৩৫জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ