ভেঁজা ঠোঁট ছুঁয়ে দিলে এসে আলতো
তোমার ঠোঁটের মাঝে এতো বিষ,
চুমুকেই ফুলে লালচে বিন্দু।
শুধু একরাতের জীবনে কয়েক
ফোঁটা রক্তপান,
চুষে নিতে জানো ভালোই।
তোমার চুম্বনে যদি মিটতো আকন্ঠ তৃষ্ণা আমার,
ভালোবেসে ফেলতাম তোমাকেই।
গানের সাথে চুম্বন তুমি ছাড়া আর কেউ কি শোনায়?
ওহে মশকী কি ভাগ্য তোমার,
তোমাকে নিয়েও প্রেমের লেখা হয়!!!
হ্যামিল্টন, কানাডা
২৫ সেপ্টেম্বর, ২০১৫ ইং।
**একটি মশার গান শুনে ভাবনা জন্মেছিলো দেশে থাকার সময়। আর লেখাটি লেখা হলো কানাডায় এসে। ভাবনা আর লেখা সংযোগ করলো আমাদের সোনেলা নীড়।
২০টি মন্তব্য
ইনজা
বাহ মশা তুমিই মন কেঁড়ে নিলে গান শুনিয়ে রক্ত চুষে আবার তোমায় ভালোবেসে হত্যাও করে দুই হাতের তালিতে। \|/ :c
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহা। :D) আপনার মন্তব্য দারুণ। না হেসে পারলাম না।
মশকী কাব্যকে হার মানিয়ে দিলো আপনার মন্তব্য। 😀
ইনজা
-{@
নীলাঞ্জনা নীলা
-{@ 🙂
জিসান শা ইকরাম
মশকী কাব্য ভাল হয়েছে 🙂 মশকীর কত ভাগ্য!
নীলাঞ্জনা নীলা
হুম মশকীর মারাত্মক ভাগ্য। কিন্তু জানো নানা আমাকে মশকী কামড় দেয়না। বন্ধুরা বলে আমার রক্ত নাকি নিমপাতার রস। 😀 :D)
আবু খায়ের আনিছ
বাহ! মশক কাব্য। কি কপাল মশাকেও নিয়ে কবিরা ভাবে।
নীলাঞ্জনা নীলা
কবিরা ভাবে না আনিছ ভাই। সাধারণ মানুষেরা ভাবে। আমি একজন সাধারণ মানুষ। 🙂
আবু খায়ের আনিছ
আমরা সবাই সাধারণ মানুষ।আর এই সাধারণ মানুষদের মধ্যেই কিছু অসাধারণ মেধা বের হয়ে আসে। যেমন আপনার।
নীলাঞ্জনা নীলা
এবারে লজ্জ্বা পাচ্ছি আনিছ ভাইয়া। 🙂
মোঃ মজিবর রহমান
ভাল না বেসে কি আর থাকা
অন্তর আঘাত তাঁর চুম্বনে জ্বলে ।
কি সোইভাগ্য মশকের হ্রদয়ে নিল
জায়গা করে।
নীলাঞ্জনা নীলা
বাহ! :c মন্তব্য সুপার্ব।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
হা হা হা
ভাল লাগলো আপা কবিতা
(y)
নীলাঞ্জনা নীলা
আমি কৌতুক বলে হাসাতে পারিনা। তবে গল্পে-আড্ডায় নাম্বার ওয়ান।
সবাইকে এভাবে আনন্দ দিতে পেরেছে লেখাটি, অনেক পাওয়া।
হাসাতে চেয়েছিলাম, জয়ী হয়েছি কিনা সে বলবেন আপনারা। 🙂
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মৌনতা রিতু
আহা ! মশকি নিয়েও কবিতা হয় ! হে মশকি কি ভাগ্য নিয়েই না নিলন্জলাকে গান শুনিয়েছ। ধন্য তুমি ধন্য।
নীলাঞ্জনা নীলা
মশকীর ভাগ্য খারাপ গো আপু। আমার রক্ত খেতেই পায়নি। ঈশ্বর জানে কেন যে মশকী আমায় কামড় দেয়না। 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দিদি কবিতাটি দু দেশের ভাবনাকে মশা দিয়ে এক করলেন আচ্ছা দিদি আপনার দেশের মশা দেখতে কেমন ওরাও কি রক্ত খায়। -{@ দিদি আমার ফেবুর রিকো ফাসির কাষ্টে ঝুলিয়ে রেখেছেন কেনো?আমিতো আর রাজাকার না আমি খাটি বাঙ্গালি বাংলাদেশী হু
(y)
নীলাঞ্জনা নীলা
আমার দেশ তো বাংলাদেশ মনির ভাই। এ দেশে মশা এখনও দেখিনি।
ওহ আপনি ফেসবুকে রিক্যুয়েষ্ট পাঠিয়েছেন? আমি তো দেখিনি। আসলে আমি কখনোই ফ্রেন্ড রিক্যু চেক করিনা। কেউ যদি বলে এসে তাও পরিচিত হলে তবেই এড করি। আপনি রাজাকার হলে তো কথাই বলতাম না। 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ দিদি
নীলাঞ্জনা নীলা
🙂 -{@