মৌনতা রিতু মে ১৫, ২০১৬ at ১০:২৫ পূর্বাহ্ন তিনটে শব্দেই সব লেখা। ভাললাগলো এমন এক চিঠি পাওয়ার খবর জানতে পেরে।
রিমি রুম্মান মে ১৫, ২০১৬ at ১২:০৯ অপরাহ্ন বাহ্ ! বেশ দেখতে পাচ্ছি যেন ___ তিনটি শব্দের উপর একটি জোনাক পোকা মিটমিট করছে । 🙂
খসড়া মে ১৬, ২০১৬ at ১২:০০ অপরাহ্ন জোনাকিপোকা কি খামের ভিতর ছিল? প্রেমটা কি প্রভু ভৃত্যের, কর্তাবাবু দিয়ে শুরু। হলুদ খামে প্রেমের চিঠি আর আসে না।
সালমা আক্তার মনি মে ১৬, ২০১৬ at ৯:০৪ অপরাহ্ন দারুন! ভালোবাসি শব্দটাই এমন যে এক শব্দেই সমস্তটা বুঝিয়ে দিলেন নিপুন হাতের ছোঁয়ায়।
মেহেরী তাজ মে ১৭, ২০১৬ at ১০:২৫ পূর্বাহ্ন তিনটি শব্দে পুরো পৃথিবী! সাথের জোনাকিপোকা তো অন্য কোন গ্রহ বোনাস হিসেবে! সুন্দর!
২১টি মন্তব্য
ইকবাল কবীর
খুব ভালো লেগেছে দাদা।
প্রলয় সাহা
ধন্যবাদ।
মৌনতা রিতু
তিনটে শব্দেই সব লেখা।
ভাললাগলো এমন এক চিঠি পাওয়ার খবর জানতে পেরে।
প্রলয় সাহা
ধন্যবাদ আপনাকে।
রিমি রুম্মান
বাহ্ ! বেশ দেখতে পাচ্ছি যেন ___
তিনটি শব্দের উপর একটি জোনাক পোকা মিটমিট করছে । 🙂
প্রলয় সাহা
জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
লীলাবতী
বাহ 🙂
প্রলয় সাহা
ধন্যবাদ। ভালো থাকবেন।
ইনজা
জোনাক পোকা গুলোই সব বলে দিল বাহ, সুন্দর অনুভুতি। 😉
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ আপনাকে
খসড়া
জোনাকিপোকা কি খামের ভিতর ছিল?
প্রেমটা কি প্রভু ভৃত্যের, কর্তাবাবু দিয়ে শুরু। হলুদ খামে প্রেমের চিঠি আর আসে না।
প্রলয় সাহা
আসে এবং যায়। আমি এখনও আমার মায়াকে চিঠি লিখি।
সালমা আক্তার মনি
দারুন! ভালোবাসি শব্দটাই এমন যে এক শব্দেই সমস্তটা বুঝিয়ে দিলেন নিপুন হাতের ছোঁয়ায়।
প্রলয় সাহা
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 🙂
নীলাঞ্জনা নীলা
কি মিষ্টি কবিতাটি।
প্রলয় সাহা
তাই দিদি?
নীলাঞ্জনা নীলা
হুম তাই।
মেহেরী তাজ
তিনটি শব্দে পুরো পৃথিবী! সাথের জোনাকিপোকা তো অন্য কোন গ্রহ বোনাস হিসেবে!
সুন্দর!
প্রলয় সাহা
ধন্যবাদ 🙂
অনিকেত নন্দিনী
হ্যাঁরে, চিঠিটা তো বেশ পরিচিত লাগছে। 🙂
কাহিনী কী? ;?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভালবাসা জিন্দাবাদ 🙂