ঝর্নায় কথা

শুন্য শুন্যালয় ৬ ডিসেম্বর ২০১৫, রবিবার, ০১:৫১:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি, ছবিব্লগ ৯৩ মন্তব্য

জীবনে প্রথমবার সমুদ্র দেখে আমি কেমন ভাবলেশহীন ছিলাম, মনে মনে শুধু বলেছিলাম, এই তাহলে সমুদ্র!! এতো আমাদের পদ্মা নদীর মতই, অদৃশ্য ওপাড়ের কূল। ধীরে ধীরে সম্মোহন। মাত্র কএক ঘণ্টায় কুয়াকাটায় এক গভীর কুয়া খনন করে এলাম। আসবার সময় বারবার তাকিয়েছি, আবার কবে দেখবো!! ————-১৮ বছরেও আর আবার ফিরে আসেনি।
জীবনে প্রথমবার, হ্যাঁ প্রথমবার, ঝর্নার সামনে আমি। কেমন অনুভূতি হচ্ছে ঠিক বুঝতে পারছিনা। ভাঙ্গা ভাঙ্গা উঁচু পাথর, হাতের মুঠিতে ছেলের একটি হাত ধরে আছি, আমার চঞ্চলতা বারবার আঁটকে যাচ্ছে, সিডি হ্যাং হবার মতো। এব্রো থেব্রো পাথর ধরে ধরে এক জায়গায় বসালাম ওকে। একদম নড়া চলবেনা। এরপর কেডস মোজা খুলে আমি আমাতে। এক পা পানিতে একটু ভেজানোর সাথে সাথেই, “শুন্যাপু…”, চমকে এদিক ওদিক তাকালাম, কোথাও কেউ নেই। বোধ হয় ভুল শুনেছি। আবার পানিতে পা ছোঁয়াতেই, “ও শুন্যাপু…”। এখানে কেউ আমায় শূন্য বলে ডাকবে কি করে? আর এই কন্ঠ যে আমি খুব চিনি। মাঝে মাঝে ভ্রমগুলোও সুন্দর হয়। জলের ভেতর থেকে কন্ঠ ভেসে এলো।
দাদাভাই, এ আমার প্রথম ঝর্না ছোঁওয়া। বলো কি!! বিষ্ময়ে বিষ্ময় নিয়ে কথা বলছি গাব্দুগুব্দু দাদাভাই এর সাথে————-

IMG_5909 []– ভীষন পিচ্ছিল বুঝলি? পানিতে পা ভেজানো চলবেনা।
* ইশ!! এত ভয়? কি আছে জীবনে। যাও যাও ভেজো।
– জীবনে প্রথমবারই যদি শেষ বার হয়!!
* সেই-ই তো। ধরে নাও, এই-ই তোমার শেষবার। কোন আক্ষেপ রেখে যেওনা।
– আক্ষেপ ছাড়া যাওয়া কি হয়! চলেই যাব, তাই প্রাপ্তি দিয়ে কিছুই হয়না, কিছুই না।

IMG_5841 []* ধুর ধুর, দেখছো ঝর্না, কথা বলছো আঁটকে থাকা ডোবার মতো
– হুম, অই দেখ দূর থেকে কেমন এক শান্ত ডোবা হয়ে গেছে, ঝর ঝর ঝর্না
* যা কাছ থেকে দেখা যায়, তাকে দুর থেকে দেখোনা, অপরিচিত ঠেকবে
– আমরা সবাই সবার কাছে অপরিচিত, যত কাছ থেকেই দেখি, যতদিন ধরেই দেখি।।

IMG_5887 []* কাঁচের মত রেশমি পানি। শুন্যাপু দেখেছো? আয়নার জন্য সিলভার লাগেনা। নিজেকে কি সুন্দর দেখা যায়।
– জলে নিজেকে দেখা যায়, তবে জল স্থির হতে হয়।
* জল অস্থির হলেও তাতে ডোবা যায়
– তুই ডোব, সাঁতার দে, খাঁদে পড়ে যা, যা ভাগ। ঝর্না দেখতে এসেছি, এসে পটর পটর করছে।

—————————দাদাভাইইইইইই?
চলে গেলি? ইশ বকর বকর করতে ইচ্ছে হলে তোকে ছাড়া আর কাকে খুঁজবো?

IMG_5812 []# কি বললেন? আপনি আর কাউকে চোখেই দেখেন না বুঝি? যান, আর কোনদিন আপনার সাথে কথা নাই।
– ওরে, এতো আমার পিচ্চি ভুতের কন্ঠ। ও তাজাপু, পিচ্চি আপু, কেমন কাঁপছিস জলের ভেতর। আজ আমার মন খুব ভালো। তবে একটু আগে মেজাজ খারাপ হয়েছিল।
# কেন?
– অনেক কষ্টে লাফিয়ে লাফিয়ে একটা ধারা টপকে ওপাড়ে গিয়ে পানিতে পা দিয়ে পোজ মেরে ছবি তুললাম। এরপর ফিরে এসে দেখি সব ছবি ব্লাক, ভুল করে তার হাতে ক্যামেরা দেবার সময় অটো’র জায়গায় বাল্ব মোড দিয়েছি 🙁
# খুব ভালো হয়েছে একা একা আমায় ছেড়ে ঝর্না দেখছেন আবার ছবি তুলছেন।
– 🙁

IMG_5859 []– পিচ্চি এ স্বচ্ছ জল একটা বোতলে ভরে তোর জন্য নিয়ে যাবো, তুই এমন চেয়েছিলি না?
# হ্যাঁ আপু। আমি আপনাকে যখনই মিস করবো তখন এই বোতলটা আমার গালে চেপে ধরবো।
– তুই তো আমাকে সারাক্ষনই মিস করিস, তাহলে বোতল ছাড়া তো থাকতেই পারবিনা
# কে বলেছে আমি আপনাকে সারাক্ষন মিস করি, মোটেও না।
………………… জলের উপর ভেসে যাওয়া একটা গাছের পাতা দেখে মনে মনে বলি, মিথ্যের রূপ ও অনিন্দ্য হতে পারে।

IMG_5835 []* ফিরে যাচ্ছি ভূত
# আমি আপনাকে কত ডাকি আপু, আমার ডাক বুঝি আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর আগেই হারিয়ে যায়।
* দুরত্বের সাধ্য নেই শব্দ কে হারিয়ে ফেলবার। তবে দূরত্বের কিছু সীমা আছে, সময়েরও সীমা আছে। ঝর্না ভালোবাসি, কারন জলের প্রবাহের মত আমরা আমাদের সীমাগুলো অতিক্রমের স্বপ্ন দেখি, স্বপ্ন ছুঁতে পারবো কি পারবোনা, ভাবিও না।

………………… সামনের অনাকাঙ্ক্ষিত আবেগ জমিয়ে জমিয়ে ভরে ফেলছি কোঁচর, পেছন থেকে কিছু খসে পড়ছে পথে। হে ঝর্না, বয়ে চলো, থেমো না।

ছবিঃ উলশেড জলপ্রপাত / ১৪.১১.২০১৫

২০৫৬জন ২০৫৪জন
0 Shares

৯৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ