স্বপ্ন

স্বপ্ন ২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ০৯:২৬:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ৬০ মন্তব্য

ভাবা হয়েছিলো পালক গুলো আকর্ষনীয় রঙিন, অথবা সে নিজে ভেবেছিল সব রঙ এর আঁধার সে
মুগ্ধ আয়োজনে আলোক সজ্জায় ঢাক ঢোল পিটিয়ে পূজো পার্বন, নবান্নের উৎসব।

সুখ এবং আনন্দের নিবিড় কোনো কথা জানাতে, বন্ধুত্বের হলুদ ফুল দেখা গেলো না আর
আত্মবিশ্বাস, সাহস ও জীবনের প্রতি গভীর উচ্চাশা প্রকাশের কমলার পালকটি উধাও,
সতেজতা, সজীবতা, আত্মবিশ্বাস, সাহস, সবলতা বাক্সবন্দী, রুক্ষ্ম প্রকৃতির মঝে সবুজ ক্ষণিকের আগন্তক
শান্তি ও নীরবতা কি ছিল কোনদিন? দুশ্চিন্তা ও আশঙ্কায় নীল হাতের মুঠোয়,
মহত্ত্ব, পবিত্রতা ও উদারতার সাদায় কাকের প্রতিচ্ছবি।
রাজকীয়তা, সম্মান ও অহঙ্কার কোন পাহাড়ের আড়ালে বেগুনী ফুল হয়ে আছে অদৃশ্যমান,
তারুণ্য, উদ্দীপনা ও সুখের গোলাপীরা রূপকথার জীয়ন কাঠির অপেক্ষায় মূলত মৃত
রক্তিম উজ্জ্বল ঝক্‌ঝকে একটি মাত্র রঙ বড় বেমানান ভালোবাসায় বা যুদ্ধে।


যে পথে এসেছিলো তারা
সে পথ এখনো স্বপ্ন তার।

৭৬৬জন ৭৬৪জন
0 Shares

৬০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ