ভাবা হয়েছিলো পালক গুলো আকর্ষনীয় রঙিন, অথবা সে নিজে ভেবেছিল সব রঙ এর আঁধার সে
মুগ্ধ আয়োজনে আলোক সজ্জায় ঢাক ঢোল পিটিয়ে পূজো পার্বন, নবান্নের উৎসব।
সুখ এবং আনন্দের নিবিড় কোনো কথা জানাতে, বন্ধুত্বের হলুদ ফুল দেখা গেলো না আর
আত্মবিশ্বাস, সাহস ও জীবনের প্রতি গভীর উচ্চাশা প্রকাশের কমলার পালকটি উধাও,
সতেজতা, সজীবতা, আত্মবিশ্বাস, সাহস, সবলতা বাক্সবন্দী, রুক্ষ্ম প্রকৃতির মঝে সবুজ ক্ষণিকের আগন্তক
শান্তি ও নীরবতা কি ছিল কোনদিন? দুশ্চিন্তা ও আশঙ্কায় নীল হাতের মুঠোয়,
মহত্ত্ব, পবিত্রতা ও উদারতার সাদায় কাকের প্রতিচ্ছবি।
রাজকীয়তা, সম্মান ও অহঙ্কার কোন পাহাড়ের আড়ালে বেগুনী ফুল হয়ে আছে অদৃশ্যমান,
তারুণ্য, উদ্দীপনা ও সুখের গোলাপীরা রূপকথার জীয়ন কাঠির অপেক্ষায় মূলত মৃত
রক্তিম উজ্জ্বল ঝক্ঝকে একটি মাত্র রঙ বড় বেমানান ভালোবাসায় বা যুদ্ধে।
যে পথে এসেছিলো তারা
সে পথ এখনো স্বপ্ন তার।
৬০টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
খুব ব্যস্ত আছি, মনোযোগ দিতে পারছি না অন্য কোন লেখায়। মনোযোগ দিয়ে পরে অনুভূতি জানাবো নিশ্চিত।
স্বপ্ন
ব্যস্ততা কমুক ভাইয়া 🙂
নীতেশ বড়ুয়া
😀 :v
ছাইরাছ হেলাল
ভালোবাসা ও যুদ্ধে কোন রং ই বেমানান না,
ভালোবাসা আছে বলেই যুদ্ধ হয়
যুদ্ধ আছে বলেই ভালোবাসা হয়।
চালু থাকুক।
স্বপ্ন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া -{@ চলবে আশাকরি।
ছাইরাছ হেলাল
তা যুদ্ধ কি হাওয়ার সাথে করছেন?
অবশ্য এটি খুব নিরাপদ পদ্ধতি, কোন পক্ষের বিজয়ের জখম কেউ দেখতে পাবে না।
স্বপ্ন
যুদ্ধটা আসলে নিজের সাথেই করছি ভাইয়া।প্রতিপক্ষ তো আমিই 🙂
আবু খায়ের আনিছ
কিছু বলার নাই, শব্দ বিন্যাস দেখলাম,পড়লাম বুঝলাম। কয়েকবার পড়লাম।
স্বপ্ন
কয়েকবার পড়ার মত লেখা বুঝি এটি! ধন্যবাদ পড়ার জন্য -{@
আবু খায়ের আনিছ
লেখা ভালো লাগলে মানুষ কি করে?
স্বপ্ন
পাঠকের প্রতিক্রিয়া দেখে লেখক খুশী হয় 🙂
আবু খায়ের আনিছ
পাঠক লেখা ভালো লাগলে বারংবার পড়ে।
স্বপ্ন
বুঝেছি ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
আবু খায়ের আনিছ
শুভেচ্ছা নিবেন।
জিসান শা ইকরাম
ছবিটি থেকে চোখ অন্য কোথাও যাচ্ছেনা স্বপ্ন
কি ছবি দিলেন,হেটে যেতে ইচ্ছে করছে ছবির একজন হয়ে
রঙের বিশ্লেষণ নাকি এটি?
” যে পথে এসেছিলো তারা
সে পথ এখনো স্বপ্ন তার ” স্বপ্নের স্বপ্নেরা বেঁচে থাকুক।
স্বপ্ন
নেটে দেখে আমারো চোখ আটকে গিয়েছিলো ভাইয়া।একারণেই শেয়ার দিলাম এখানে। রঙহীনতায় রঙের বিশ্লেষণ।
স্বপ্নের স্বপ্নেরা বেঁচে থাকুক (y) -{@
লীলাবতী
সব রঙ হারিয়ে কেবল লাল রঙ! ভালোবাসার রঙ এটি।ভালোবাসায় বা যুদ্ধে এই একটি রঙই যথেষ্ট ভাইয়া।স্বপ্ন পূরণ হোক।এই ছবি কিভাবে পেলেন,স্বপ্নের মতই ছবি।
স্বপ্ন
কেবলমাত্র ভালোবাসাই সব না,তা যতো প্রবলই হোক না কেন। এর বাইরেও কিছু বিশেষ গুণাবলী থাকা প্রয়োজন। যেমন খুব স্পীডে মটর সাইকেল চালানো ,কেউ ভালো আবৃত্তি পারেন অথবা গান।এসব আকৃষ্ট করার মত একটি রঙও নেই আমার।যে কারনে আমি অসম্পূর্ন।
শুন্য শুন্যালয়
মটর সাইকেল অবশ্যই চালাতে পারা উচিৎ, নইলে প্রেম করাই ঠিকনা। খুব স্পিডে অবশ্য ডর লাগে। আপনি চালাতে পারেন না?
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু স্বপ্নে দেখেছি আমার সামনের জন্মের রাজপুত্র আমায় নিয়ে ঘুরতে বেড়িয়েছে তাও ঘোড়ায়। :p
স্বপ্ন
ঘোড়ার স্পীড আমার ভালোলাগে নীলাদি 🙂
মেহেরী তাজ
ঘোড়ার পায়ের শব্দটা কিন্তু জব্বর লাগে। কেমন যেনো একটা ছন্দ থাকে.. …
স্বপ্ন
হ্যাঁ তাজ আপু, ঘোড়ার পায়ের শব্দ একটু অন্য রকম,ছন্দে নেশা লাগে 🙂
স্বপ্ন
আমি চালাতে পারি ##শুন্য আপু।কারো কারো স্পীড খুব ভালো লাগে, এই স্পীডটা আমি পারিনা।
ব্লগার সজীব
স্বপ্নের লেখার ধরনও পালটে গেলো?পালটে যাই আমরা।কিছুটা নিজেরা পাল্টাই,কিছুটা অন্যরা পালটে দেয়।
স্বপ্ন
কিছু করার নেই আসলে,এটিকেই মেনে নিতে হয়।মেনে নিতে হবে।
নীতেশ বড়ুয়া
সজু ভাইয়া, লীলাপু আর জিসান ভাইয়ার মতব্য পড়ে আর বলার কিছুই পাচ্ছি না!
রঙ নিয়ে দারুণ খেলেছেন :c
স্বপ্ন
দেখেন আমার প্রফাইল পিকচার। কত রঙ নিয়েছি 🙂 একটি ব্যতীত সব ফিকে হয়ে গিয়েছে।
নীতেশ বড়ুয়া
আমাদের চোখে দেখা রঙের মধ্যে প্রত্যেকটি সঙ্গেই সব রঙ বিদ্যমান, কোনটা কম আবার কোনটা বেশী। অতএব কিছুই ফিকে হয় নি বরং মাধ্যমটি আপনার চোখে দেখার রঙকে কিছুটা বাঁধা দিচ্ছে অন্য সব রঙ নিয়ে হাজিরা দিতে আপনার জীবনে।
-{@
ব্লগার সজীব
নীতেশ দার সাথে স্বপ্নের হয়ে একটু ভাব নেই 🙂 কেউ দেখে আবার কেউ দেখেনা,এই যেমন আপনি দেখছেন।অন্য কেউ তো নাও দেখতে পারেন 🙂 বা আমার রঙ এর চেয়ে উজ্জ্বল আর আকর্ষনীয় অন্য কারো রঙ এর দিকে ছুটে যেতে পারেন।
নীতেশ বড়ুয়া
সজু বাইয়া-পারফেক্টো 😀 -{@
স্বপ্ন
সজীব ভাইয়া আপনি এত ভালো কেন? কিভাবে বুঝলেন যে আমি এমনই জবাব দেবো? -{@
শুন্য শুন্যালয়
সজীব ভাইয়া সোনেলা ব্লগের বিশেষ প্রতিভাবান একজন, তিনি না বুঝেই যান না।
ভাবতেছি আকর্ষন করবার জন্য কি মেকাপ করতে হবে নাকি রঙ্গিন রঙ্গিন জামা?
নীতেশ বড়ুয়া
মেকাপ-সেকাপ বা জামা ফামা নয়, মনটাকে শুন্যের মতো রাঙাতে হবে :p
স্বপ্ন
#শুন্য আপু,আকর্ষন করবার জন্য মেকাপ,রঙ্গিন রঙ্গিন জামা নিয়ে লাভ নেই।আমি নিয়েছিলাম,চলে গিয়েছে রঙ। এসব ভিতরে আনতে হবে -{@
স্বপ্ন
নীতেশ ভাইয়ার সাথে একমত 🙂
নাসির সারওয়ার
ভালোবাসায় রঙের দরকার কি? বসিয়ে দিলেইতো হলো, যখন যেটা ভালো লাগবে। ছবিটা মনে লেগেছে।
স্বপ্ন
ভাইয়া এখানে কতগুলো রঙের কথা আছে,যা মানুষের মাঝে থাকে।ভালোবাসার রঙ লাল।শুধু এই রঙটিই যথেষ্ট নয় মানুষকে আটকে রাখার জন্য।অন্য রঙের অভাবে বা বিবর্নতায় প্রিয় মানুষ চলেও যেতে পারে।এটিই বলা এই লেখায়।হয়ত ঠিক ভাবে বুঝাতে পারিনি।ধন্যবাদ ভাইয়া।
অরুনি মায়া
ভালবাসা কে রং এর অনুভূতি দিয়ে প্রকাশ | আসলেই উত্থান পতনের এই ভালবাসায় অনুভূতির সব রং ই ফুটে উঠে সময়ে সময়ে | প্রতিটি পদে পদেই দেখা মেলে ভালবাসার নানান বর্ণের | সুন্দর লেখা -{@
আর ছবি টি ভয়ংকর সুন্দর (3
স্বপ্ন
এমন সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। রঙ নিয়ে আপনার লেখা দেখে একটি লেখার ইচ্ছে হয়েছিল,তাই এই লেখা -{@
অরুনি মায়া
তোমার টি অনেক বেশি ভাল হয়েছে 🙂
স্বপ্ন
কি যে বলেন আপু,আপনি কত ভালো লেখেন। আপনার লেখা আর আমার লেখার মানে আকাশ পাতাল ব্যবধান।আপনি আপনার লেখার স্তরে পৌছুতে পারবো না কোনদিন। তবে আপনার প্রশংসা শুনতে ভালোই লাগে 🙂
শুন্য শুন্যালয়
রং এ রংময়, সব রং ফ্যাকাশে হয়ে গিয়েছে কি বলছেন?আমার তো চোখ ঝলসে যাবার অবস্থা।
মায়াপু নাকি রং নিয়ে পড়াশোনা করেছে ,এখন তো দেখি আপনি আমাদের পড়িয়ে ছেড়েছেন। যাক, আমি একটা আইডিয়া পেয়ে গেলাম পোস্টের। আপনাকে থাংকু।
একজন মানুষের ভেতর কতো রং আছে তা তার নিজেরই অজানা। সে রং অন্য কারো স্পর্শে জেগে ওঠে। এইযে দেখুন না, আগে কতো পঁচা লিখতেন এখন তার স্পর্শে লেখা ধারালো যেন কেঁটে কেঁটে যায় ভেতর। সে আসলে আপনার খবরই আছে 🙂
ছবিটা ভীষন সুন্দর, তবে এই পথ আমি স্বপ্নে নয়, বাস্তবে দেখেছি। আপনার স্বপ্ন পূর্ন হোক, শুভকামনা জানবেন।
লাল রং আমার খুব প্রিয়। এর ভেতর অনেক রং এর মিশ্রণ, স্বপ্নের রং লাল।
স্বপ্ন
চোখ ঝলসানো ঠিক না,ঝলসে গেলে তো সবকিছু আবার অন্ধকার দেখবেন,অথবা কিছুই দেখা যাবে না।মায়াপুর লেখাটি পড়েই এই পোষ্টের সিদ্ধান্ত।আমার পোষ্ট দেখে আপনার আইডিয়া,লজ্জায় লুকাতে ইচ্ছে করছে।
আমার একটি রঙ এরই আধিক্য।এই একটি নিয়েই পথ চলে জয় করতে চাই সব।অন্য সব রঙ আসলে নেই।এটি আমার সীমাবদ্ধতা।অকপটে স্বীকার করি তা।আগে পঁচা লিখতাম নাকি?লিখতেই তো পারিনা,শিখছি অমনোযোগী ছাত্র হয়ে।কে আসবে আপু? আপনি কার কথা বললেন?দস্যু রানী হলে পালাই আগে ভাগেই 🙂
ছবিটা আপনি বাস্তবে দেখেছেন?আপনার অনেক ভাগ্য বলতে হবে।
লাল আমারো প্রিয় খুব,এটিতেই আটকে আছি।
ধন্যবাদ আপনাকে।প্রেরণা দিতে জানেন আপনি -{@
শুন্য শুন্যালয়
আপনি সবসময়ই ভালো লেখেন, নিজেকে ভেঙ্গে লেখাগুলো একটু বেশি ভালো, আর এই লেখাটি অনেক বেশি ভালো। আবার রিপিট করছি, কার মাঝে কি রঙ আছে তা সে নিজেই জানেনা। আমরা সবাই সীমাবদ্ধ, স্বীকার করিনা সবাই এটাই।
দস্যু রানী কিনা তা আপনি জানেন, আমরা ত তার খোঁজই পাচ্ছিনা। সোনেলা কে ভুলে কি করে থাকছে কে জানে? আপনি একটু বলে দেবেন তাকে মিস করি আমরা।
লাল আমারও প্রিয়। 🙂
স্বপ্ন
এটি আমার সরল স্বীকারোক্তি আপু,কিছু রঙের ঘাটতি আছে আমার।এই সীমাবদ্ধতা নিয়েই আমি এই স্বপ্ন।কিছু রঙ ফিকে হয়ে যায় সময়ে অসময়ে।কিছু করার নেই।তবে লাল রঙটি প্রবল আমার মাঝে।চেষ্টা করি লাল রঙ দিয়ে অন্য রঙের ঘাটতি পূরণ করতে।কখনো সফল হই,কখনো হই না।
অসফল হলেও তা মেনে নেয়ার অভ্যাস আয়ত্বে আনার চেষ্টা করছি।ধন্যবাদ আপনাকে।
দস্যু রানী কেনো লুকিয়েছে কে জানে।সোনেলায় তাকে আমিও মিস করি।আচ্ছা জানাবো তাকে আমি, আশাকরি আমাদের সবার মিস করাকে গুরুত্ব দেবে সে।
লাল আমারও প্রিয়, মিলে গিয়েছে আপনার সাথে 🙂
নীলাঞ্জনা নীলা
স্বপ্নকে এমন স্বপ্নিল পোষ্ট লেখাতেই মানায়। কি মন্তব্য করবো আমি বুঝে পাচ্ছিনা। সবাই যা যা বলে গেছে সেসব দেখি আমারও মনের কথা। উফ কি যে লিখি।
ওখানে স্থির হও,
একটু নেড়েচেড়ে দেখি কোন অন্ধকার থেকে এসেছো!
অন্ধকারের ওই রঙ ছুঁয়ে দিয়ে বলো
কিছু কি অনুভব করছো?
করোনি? করার কথাও তো নেই।
স্বপ্ন কবি, আমিও আজও কবিতার রঙ চিনিনি।
স্বপ্ন
মন্তব্যে কবিতা লিখে দিলেন আপু!! এমন মন্তব্য এ জনমে আমাকে দিয়ে হবে না।কত সহজে মুহূর্তে লিখে ফেলেন কতকিছু।
স্বপ্নিল মানুষ আমি,কি লেখি স্বপ্নের মাঝে তাই বুঝিনা আপু।দোয়া করবেন আমার জন্য।অনেক দোয়া প্রয়োজন আমার -{@
নীলাঞ্জনা নীলা
স্বপ্ন ভাইয়া অবশ্যই আশীর্বাদ আছে। সময় মনকে পথ দেখায়। -{@
স্বপ্ন
*সময় মনকে পথ দেখায়* ছোট একটি বাক্য অনেক তাৎপর্যময়।ধন্যবাদ আপু -{@
মোঃ মজিবর রহমান
বর্ণিল হোক জীবন।
ভালবাসায় পূর্ণ হোক বিশ্ব।
স্বপ্ন
ধন্যবাদ মজিবর রহমান ভাইয়া -{@
আগুন রঙের শিমুল
ভালোবাসার রঙ
কেমন অদ্ভুত রঙ তাইনা স্বপ্ন ?
স্বপ্ন
হ্যাঁ অদ্ভুত ভাইয়া,সব রঙেরা ফিকে হয়ে যায় এর সামনে।
মেহেরী তাজ
এই লেখার কাছে সব রং ফিকে হয়ে গেছে। লেখা নিয়ে কোন কথা হবে না। শুধু বলেন আপনি থাকেন কই?? মাঝে মাঝে ডুব মারেন কেনো???
স্বপ্ন
প্রথমে যা বললেন আপু,এর চেয়ে আর বেশী কিছু বলার আছে নাকি? ধন্যবাদ আপু।এই যে আপু আমি আছি। আর থাকি মানুষের স্বপ্নের মাঝে 🙂
মিথুন
শুধু নিজে কেন? আমিও আপনাকে সব রঙের আঁধার বলে জানি, তবে শুধু লাল রঙ থাকলেই চলবে।
এত ভালো লিখতে পারলে রোজ রোজ লেখা দিতাম আমি। 🙂
ছবিটা তো আপনার মতই, এখনো সে পথ স্বপ্ন? থাক তবে সে স্বপ্ন হয়েই। স্বপ্ন সত্যি হয়ে গেলে, তখন কি থাকবে? আপনার এমন লেখা পড়ে আমার মন খারাপ হয়, তবে লেখাগুলো ভালো হয় বেশি এটা মানি। ভালো থাকবেন আপনি…… -{@ (3
স্বপ্ন
শুধু লাল রঙটাই বেশি উজ্জ্বল আমার মাঝে।শুধু লালেই আপনার চলবে জেনে ভালো লাগলো।সোনেলার সবাই জানেন যে আপনি কত ভালো লিখতে পারেন।আপনি কম লেখা দিয়ে প্রমাণ করলেন যে আপনি একজন কিপটুস 🙂
স্বপ্ন সত্যি হয়ে গেলে দুজনে মিলে নতুন স্বপ্ন দেখবো আমরা -{@ (3
মিথুন
স্বপ্নগুলো অফুরন্ত হয়, তাইনা স্বপ্ন? রক্তিম উজ্জ্বল ঝকঝকে একটিমাত্র রঙ কেন হবে, আপনার প্রো পিকটা দেখুন, ঝলমল করছে রঙের পালকগুলো, স্বপ্নের মতই। (3
স্বপ্ন
অনেক সময় একটি মাত্র রঙ উজ্জ্বল হয়ে অন্য রঙকে ঝাপসা করে দেয়, এটিও তো সত্যি মিথুন। চেষ্টা থাকে স্বপ্নের মতই থাকি সারাক্ষন (3