কতদূরে যাবি তুই………

জিসান শা ইকরাম ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ১০:৪১:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৬০ মন্তব্য

12166745_724439277661153_1763141841_n
 এই চলে যাওয়া কোন ধরনের চলে যাওয়া বুঝতে অক্ষম আমি।এটিকে কি চলে যাওয়া বলে? কতবার চলে গেলি,আবার ফিরে এলি।আবার চলে গেলি?আসলেই কি গিয়েছিস?
তোকে একদিন বলেছিলাম’ বৃথা চেষ্টা কেন করো? যেতে পারবি আমাকে ছেড়ে? জানো না তুই ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত?’
= একদিন আমি মসজিদ অতিক্রম করে চলে যাবো,মসজিদ রয়ে যাবে পিছনে আমার,আমি চলে যাবো দূর বহুদূর।- উত্তরে বলেছিলি তুই।
এরপর অতিক্রান্ত হয়েছে শত শত দিন, বর্ণিল, রঙে পুর্ন বা সাদা কালো সে সব দিন ভোরের শিশির হয়ে ঝরেছে  হৃদয়ের সবুজ জমিনে,ধানের শীষে,কাঠমল্লিকায়।হাড় কাঁপানো শীতকে পোষ মানানো গরম কাপড়ের ওম দেয়া সে সময়।
আবার কখনো মুখ দেখা দেখি বন্ধ,ফোন ব্লক,সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন।দুজনের বসবাস দু মেরুতে, উত্তর মেরু- দক্ষিণ মেরু তো আমাদের জন্যই সৃষ্টি তাইনা?  দূরে কি যেতে পেরেছি আমরা? দূরে কি যাওয়া যায় আসলে? জগতের কোথায় চলে গেলে তুই আমার অস্তিত্ব অনুভব করবিনা নিজের মাঝে শয়তান? চাঁদ কিম্বা মঙ্গল গ্রহে… আমি কি থাকবো না তোর সাথে? এতই সহজ দূরে গিয়ে ভুলে যাওয়া?পলকে কাছে চলে আসি যত দূরেই থাকি,তুইও।

তুই নাকি চলে গিয়েছিস? আমার প্রেশার লো বা হাই তাতে তোর কি? আমি বেঁচে থাকি বা মরে যাই এসব ভাবার তো দরকার ছিলনা কুমির।কেন তবে এসব পাঠাও আমাকে?ভেবেছো কি পার্সেলের উপরে নাম,নাম্বার অস্পষ্ট থাকলে বুঝতে পারবো না কে পাঠিয়েছে এসব ? বন্ধুত্বের ওম,ঘ্রান জানিয়ে দিয়েছে সব আমাকে।

সজারু হয়ে হাঁটাহাঁটি পাশাপাশি,কাটা বিদ্ধ করি একে অপরকে
আবার মায়ের কাঁথা হয়ে শরীর মুরে দেই শুদ্ধ ভালোবাসায়
হারিয়ে যাই দুজনের কাছ থেকে দুজনে তো ফিরে আসবার জন্যই রে পাগল।

আমার বাগানের অমলিন ফুলের একটু তুই
নিজকে মলিন করতে না পারার একজন
নিজকে মলিন করতে পারেনা সবাই।

নে তোর প্রিয় গান শোন, চোখে পানি আনলে খবর আছে তোর।

উৎসর্গ-
সেই খাটাসকে যে আমার কাছ হতে অনেক দূরে চলে গিয়েছে আর আমার প্রেসার লো হয় মাঝে মাঝে এ খবর পেয়ে প্রেসার মাপার সরঞ্জাম পাঠিয়েছে।
— তোর পাঠানো এই সব ব্যবহার করবে কে? যদি সময় হয়,ষ্টেথিসকোপ কানে দিয়ে আমার হৃদয়ের ধক ধক শুনিস, হৃদয়ের কোন প্রকোষ্ঠে নিশ্চিত শুনবি তোর নাম।

৮৭০জন ৮৭০জন

৬০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ