প্রতিদিন এক এক টুকরো ব্যর্থতা আমার মুখোমুখি হয়।
একেকটির একেক নাম,
কিন্তু ওদের মুখাবয়ব একই রকম।
কতোবার যে ভুল নামে ডেকে উঠেছি,
ওরা কিছুই মনে করেনা।
এক অদ্ভূত পরিতৃপ্তি নিয়ে
সমস্ত জীবন পরিক্রমা করে—
গতির চেয়েও দ্রূতবেগে ছোটে;
শেষ কিংবা শুরু বলে কোনো শব্দ
ব্যর্থতার অভিধানের কোথাও নেই।
ইশারায় ফিসফিস করে কথা বলে;
এভাবেই রোজ।
প্রতিদিন এক একটুকরো ব্যর্থতার সাথে দেখা হয়ে যায় আমার।
যেমন চোখ মেললেই ভোরের আকাশ,
পা ফেললেই মাটি কিংবা পাথুরে পথ,
হাত বাড়ালেই নিঃসঙ্গতা,
ঠিক তেমন ভাবেই দেখা হয় ব্যর্থতার সাথে আমার,
(নাকি নিজের সত্ত্বার পরাজিত মুখোশের সাথে?)!
কতোবার ভুল নামে ডেকে উঠেছি,
কিন্তু কখনোই কিছু মনে করেনি।
ব্যর্থতা তো মানুষ নয়, যে ভুল বুঝে দূরে সরে যাবে।
মস্ত বড়ো ভুল দিয়েও,
পরাজিত করেও
মানুষের মতো সরিয়ে নেয় না নিজেকে কখনো।
কারণ ব্যর্থতা তো আর মানুষ নয়।
হ্যামিল্টন, কানাডা
২৩ জুন, ২০১৫ ইং।
**ছবিটি আমার তোলা ব্রাশেলস, বেলজিয়ামে থাকাকালীন সময়ে ২০১০ সালের ১৬ জুন তারিখে।
৩২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
প্রথমে ছবির কথা বলবো। এটি আপনার তোলা? :O কি সাংঘাতিক ছবি হয়েছে এটা জানেন আপনি? আমাকে শেখাবেন এমন এডিটিং?
এক টুকরো ব্যার্থতা থাক পরে কোথাও। বৃত্তের পরিধি এতোটা সফলতায় ঘিরে আছে, টুকরো এক ব্যার্থতা খুবই তুচ্ছ। প্রতিদিন তাদের মুখোমুখি হতে হয় বলেই আপনি মানুষ।
আপুটার কি মন খারাপ? স্বার্থপরের মতো বলবো, মন খারাপের কবিতাই ভালো লাগে বেশি।
নীলাঞ্জনা নীলা
ছবিটি যখন তুলি, তখন ভাবিনি এটা লেখার সাথে মিলে যাবে। আর এডিট করেছি সেলফোনে। আমার সেলফোন পুরোনো মটোরোলা-জি।
আর আমার মন খারাপ কিনা? মোটামুটি সকলেই জানে একটু না, বেশ ভালোই পাগলামী মাথায় ভরা। আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ। গতকাল ফেসবুকে তাঁর কয়েকটি পংক্তি চোখের সামনে চলে এলো, আর একটা ভাইয়ের কথাও মনে হয়ে গেলো, লিখে ফেললাম। আমার মন খারাপ হয় কম, আর হলেও এর তীব্রতা কম। শক্তিহীন মন খারাপ। ;(
রিমি রুম্মান
লেখাটি ছুঁয়ে গেছে যেমন, ছবিটি আরও বেশি। মনে হয় কোন শিল্পীর আঁকা … অদ্ভুত সুন্দর।
নীলাঞ্জনা নীলা
হুম ছবিটি এডিট করেছি নিজস্ব ভাবনায়। মাথা ভরা এলোমেলো ভাবনারা বড়ো জ্বালায়।
আর প্রেরণার জন্যে কৃতজ্ঞতা। -{@
মেহেরী তাজ
আপুর কি কিছু নিয়ে খুব মন খারাপ???
মন খারাপের কবিতা গুলো মারাত্মক ভালো হয়।
এটাই খুব ভালো হয়েছে।
আপনি এতো ভালো লিখে আবার এতো সুন্দর ছবিও তোলেন।
নীলাঞ্জনা নীলা
মারাত্মক মন খারাপ। কি যে করি! ;(
আরে লেখা কি যে অগা-মগা লিখি, তাও ভালো লেগে যায়,
আর ছবি তুলি যা মন চায়, তাও চোখে লেগে যায়!
তার মানে অনেক সুন্দর মনের মানুষ আপনি। -{@
মেহেরী তাজ
নীলা আপু অনেক হয়েছে! একবছর প্রায় হয়ে গেলো আমি এই ব্লগে লিখি। আর আপনি আমার পোষ্টে মন্তব্যও করেন সেই প্রথম থেকেই। আর আপনি আর দয়া করে আমায় ” আপনি” ডাকবন না?
আর মন ভালো করার জন্য আরো অনেক অনেক লেখেন, বাইরে ঘুরে আসেন,প্রিয় কোন মানুষের সাথে কথা বলেন, হাসির কোন বই পড়েন, মুভি দেখেন,বা গান শোনেন ভালো লাগতে পারে।
তারাতারি আপনার মন ভালো হয়ে যাক।
নীলাঞ্জনা নীলা
আমার মন সত্যি ভালো। মন খারাপ আমাকে বেশীক্ষণ গ্রাস করতে পারেনা।
তুমি যখন বললে আরোও লিখতে, ঘুরতে, কমেডি বই-সিনেমা পড়তে এবং দেখতে অবশ্যই সেসব করবো। আর গান? ওটা ছাড়া আমি তো শ্বাসও নিতে পারবো না।
মারজানা ফেরদৌস রুবা
ভালো লেগেছে কবিতাটি।
হতাশ হলে চলবে না। আবার নব উদ্যেমে ব্যর্থতাকে অতিক্রম করে এগুতে হবে।
নীলাঞ্জনা নীলা
“নাই নাই ভয়
হবেই হবে জয়।
খুলেই যাবে এই দ্বার।”
“বিপদে মোরে রক্ষা করো,
এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেনো করি ভয়।”
বুড়োর এ দুটো গান আমার জীবনের মূলমন্ত্র। ব্যর্থতা আমায় পেছাবে, সে তো সম্ভব নয়।
আর অসংখ্য ধন্যবাদ ভালো লেগেছে বলে। -{@
প্রজন্ম ৭১
ব্যার্থতারা মানুষ নয় বলে চলে যায় না- অসাধারন ভাবনা।
নীলাঞ্জনা নীলা
সহজে পিছিয়ে যাইনা, হার মেনে নেইনা। বন্ধুরা বলে, “আচ্ছা তোর কোনো কিছু নিয়ে টেনশন হয়না?” সত্যি বলতে কি হয়, কিন্তু আমি সেটাকে পজিটিভলি নিই। আমার মামনিকে দেখতাম সবসময় পজিটিভ কথা, এমন অভ্যাস হলো যে কি বলবো। পাহাড়ের চূড়ায় দাঁড়ানো, পড়ে যাচ্ছি। কিন্তু অদ্ভূতভাবে নিজেকে বলছি সামনে এগুনোর চেষ্টা কর রে নীলা, পেরে যাবি। হয়ও তাই।
বি পজিটিভ আমার রক্তের গ্রুপও কিন্তু 😀
অনেক ধন্যবাদ এই যে বকবকানি মন্তব্য পড়লেন কষ্ট করে।
ছাইরাছ হেলাল
আপনি ছবি তোলেন তা, এখানে বিভিন্ন সময় আমাদের দেখিয়েছেন।
তবে এমন ছবি ও আপনি তোলেন বা তুলতে পারেন এটি না দেখালে আমাদের জানা হত না।
আপনি বরং মাঝে মাঝে অল্প অল্প করে ছবি পোষ্ট করতে পারেন, অবশ্যই আমাদের জন্য।
একটু ভিন্নধারার বা ভিন্নধরনের লেখা পড়লাম,আপনার উপলব্ধি প্রকাশের প্রবল সক্ষমতা আমরাও বুঝতে পারছি।
নীলাঞ্জনা নীলা
প্রেরণা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, নিজের জীবনে দেখেছি। এতো প্রেরণাদায়ক মন্তব্য লিখিয়ে নেয়।
আর ছবি, ঠিক আছে কিছু ছবি আছে সে নিয়ে পোষ্ট দেবো। আসলে আমি পোষ্ট যে দেই, ব্লগের জন্য বেশ আনাড়ি আমি। একটা ছবি আপলোড করতেই খবর হয়ে যায় কিনা।
তাও চেষ্টার ত্রুটি থাকবে না।
ধন্যবাদ আপনাকে।
ব্লগার সজীব
ব্যার্থতা নিজের সাথেই থাকে যেমনটি আর কিছু থাকেনা। লেখা + ছবিতে প্লাস।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা + পেয়ে বেশ ভালো লাগছে। 🙂
অনিকেত নন্দিনী
সত্যি, ব্যর্থতা তো আর মানুষ নয় যে আমাদের ফেলে চলে যাবে।
চমৎকার লেখায় চমৎকার ছবি।
আপনাকে অনেক শুভকামনা। -{@
নীলাঞ্জনা নীলা
শুভকামনা আপনার জন্যেও। -{@
ব্যর্থতার এই লেখা দেখছি সফলতার সাথে পাশ করে গেলো। ব্যর্থতা আর রইলো না যে!
প্রজন্ম ৭১
মানুষ থাকেনা,ব্যর্থতা থেকে যায় মানুষের সাথে।চিন্তার গভীরতায় মুগ্ধ হলাম।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ জানাচ্ছি। 🙂
লীলাবতী
‘ ব্যর্থতা তো মানুষ নয়, যে ভুল বুঝে দূরে সরে যাবে।
মস্ত বড়ো ভুল দিয়েও,
পরাজিত করেও
মানুষের মতো সরিয়ে নেয় না নিজেকে কখনো।’ …… অসাধারন।নতুন করে ভাবনা মনে স্থান করে নিলো।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ লীলাবতী। -{@
সীমান্ত উন্মাদ
ছবি এবং লিখা যেমন মিলেমিশে একাকার, তেমনি কবিতার ভাষাগুলো আমার হৃদয় প্রবাহে মিশে একাকার হয়ে গেছে তাই কবিতায় অনেক অনেক ভালো লাগা এবং শুভকামনা নিরন্তর।
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। -{@
আদিব আদ্নান
একটি গল্প লিখে দিন সহজ করে।
নীলাঞ্জনা নীলা
সহজ গল্প কাকে বলে? ;?
পারভীন সুলতানা
দারুন লিখেছেন, ঠিক বলেছেন
ব্যর্থতা তো মানুষ নয়, যে ভুল বুঝে দূরে সরে যাবে।
মস্ত বড়ো ভুল দিয়েও,
পরাজিত করেও
মানুষের মতো সরিয়ে নেয় না নিজেকে কখনো।
কারণ ব্যর্থতা তো আর মানুষ নয়।
অনেকদিন পর খুব সুন্দর সাবলীল একটা কবিতা পড়লাম।
নীলাঞ্জনা নীলা
এতো সুন্দর মন্তব্য কিভাবে করেন? অবাক হয়ে রই। 🙂
স্বপ্ন
আপু আপনার তোলা ছবির পোষ্ট চাই।কি ক্যামেরা ব্যবহার করেন আপু?লেখাটি অন্য রকম।
নীলাঞ্জনা নীলা
ছবির পোষ্ট, ঠিক আছে দেবো। অনেক ছবি মুঁছে গেছে। আমার আগের হার্ড ডিস্কটা পুড়ে গিয়ে প্রচুর লেখা এবং ছবি সব শেষ। কিছু ফেসবুকে ছিলো, সেসবই এখন সম্বল। আর আমি কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলিনা। সেলফোনে ছবি তুলি। মটোরোলা-জি আমার ফোন।
খেয়ালী মেয়ে
ছবিটা দারুন হয়েছে—
ব্যর্থতাকে কখনো এই ভাবে ভাবিনি—সত্যিতো এই ব্যর্থতার সাথেতো আমারও প্রতিদিন দেখা হয়, শুধু অনেককিছু সহজে নিজ থেকে বুঝতে পারি না এই যা—কবিতাটা পড়ে ব্যর্থতার কিছু রূপও চিনে নিলাম…
নীলাঞ্জনা নীলা
ব্যর্থতার মধ্যে সার্থকতা সাজাতে যে পারে, সে কখনো একাকী হয়না।
আস্ত ভালোবাসা (3