অদৃশ্য সেই জন

মেহেরী তাজ ২০ মে ২০১৫, বুধবার, ০১:১৫:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আপনি খুব ভালো মানুষ নয় বলেই আমার মনে হচ্ছে।সেই যে ২০১৩ সালে চলে গেলেন তারপর খুঁজেই পালাম না।
কোথায় আছেন?
কেমন আছেন?
কি করছেন?
এতো প্রশ্ন করে উত্তর পাবো না জানি। কেবল মাঝে মাঝে জানতে ইচ্ছা করে আপনি বেঁচে আছেন তো? যদি থেকে থাকেন তবে সেটা কোন পর্যায়ের বেঁচে থাকা?

কিছু কিছু মানুষের পৃথিবীতে থেকেও অদৃশ্য হওয়ার খুব লোভ হয়। আপনি মনে হয় তাদের মধ্যে অন্যতম।

আমি আপনাকে খুঁজে পাওয়ার কোন চেষ্টাই বাদ রাখিনি।
আচ্ছা আপনি বাতাসে মিলিয়ে যাননি তো? যদি তাই হয়ে থাকেন তবে একবার এসে ছুঁয়ে দিয়ে যান প্লিজ। সেটা তো অনেক সহজ তাই না? কারণ বাতাস তো তেপান্তর থেকে তেপান্তরে ছুটে বেড়ায়। আপনিও কি তাই করেন? নাকি বদ্ধ ঘরে বন্ধি হয়ে গেছেন???

11297742_664241110347637_1361768076_nআপনার সাথে বসে গল্প করা সেই বেঞ্চটি এখনও সেখানেই আছে।আমি আমার বেলকনিতে বসি, বন্ধুদের সাথে মাঝে মাঝেই হাসি ঠাট্টায় মেতে উঠি কারণে অকরণে। দূরে তাকিয়ে দেখি বর্তমানের নিস্প্রাণ সেই বেঞ্চ যাতে এক সময় প্রাণ ছিল। শুধু নেই আপনার সাথে পার করা সেই মুহূর্তগুলো আর আপনার মত কিছু পঁচা মানুষ।

আপনাকে মনে রাখার আমার কোন সময় নেই। আমি এখন খুব ব্যস্ত মানুষ।ভালো থাকুন সব সময় অনেক ভালো থাকুন।

৫২১জন ৫২১জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ