আপনি খুব ভালো মানুষ নয় বলেই আমার মনে হচ্ছে।সেই যে ২০১৩ সালে চলে গেলেন তারপর খুঁজেই পালাম না।
কোথায় আছেন?
কেমন আছেন?
কি করছেন?
এতো প্রশ্ন করে উত্তর পাবো না জানি। কেবল মাঝে মাঝে জানতে ইচ্ছা করে আপনি বেঁচে আছেন তো? যদি থেকে থাকেন তবে সেটা কোন পর্যায়ের বেঁচে থাকা?
কিছু কিছু মানুষের পৃথিবীতে থেকেও অদৃশ্য হওয়ার খুব লোভ হয়। আপনি মনে হয় তাদের মধ্যে অন্যতম।
আমি আপনাকে খুঁজে পাওয়ার কোন চেষ্টাই বাদ রাখিনি।
আচ্ছা আপনি বাতাসে মিলিয়ে যাননি তো? যদি তাই হয়ে থাকেন তবে একবার এসে ছুঁয়ে দিয়ে যান প্লিজ। সেটা তো অনেক সহজ তাই না? কারণ বাতাস তো তেপান্তর থেকে তেপান্তরে ছুটে বেড়ায়। আপনিও কি তাই করেন? নাকি বদ্ধ ঘরে বন্ধি হয়ে গেছেন???
আপনার সাথে বসে গল্প করা সেই বেঞ্চটি এখনও সেখানেই আছে।আমি আমার বেলকনিতে বসি, বন্ধুদের সাথে মাঝে মাঝেই হাসি ঠাট্টায় মেতে উঠি কারণে অকরণে। দূরে তাকিয়ে দেখি বর্তমানের নিস্প্রাণ সেই বেঞ্চ যাতে এক সময় প্রাণ ছিল। শুধু নেই আপনার সাথে পার করা সেই মুহূর্তগুলো আর আপনার মত কিছু পঁচা মানুষ।
আপনাকে মনে রাখার আমার কোন সময় নেই। আমি এখন খুব ব্যস্ত মানুষ।ভালো থাকুন সব সময় অনেক ভালো থাকুন।
২৫টি মন্তব্য
আশা জাগানিয়া
লোকটা তো দেখছি একটা নিষ্প্রাণ পাথর।এভাবে চলে যাবার কোন মানে হয়?
আশা জাগানিয়া
লেখাটি আবার পড়লাম। এই লাইনটা আমাকে বারবার টানছে ‘ আচ্ছা আপনি বাতাসে মিলিয়ে যাননি তো? যদি তাই হয়ে থাকেন তবে একবার এসে ছুঁয়ে দিয়ে যান প্লিজ। ‘
আপু এই খুঁজে না পাওয়া ভাইয়াটার আর কোন খবরই পাননি?
মেহেরী তাজ
আমার এই লেখাটার মধ্যে মজার এবং জটিল বেপার হলো আমি এখানে কোন সম্পর্কের উল্লেখ করি নি। উনি আসোলে আমার এক বড় আপু। উনার কোন খোজ পাইনি। উনার ছোট বোন বলেছে এবার আপু বাড়ি আসলে আমায় খবর দেবে যে ভাবে পারে।
শুন্য শুন্যালয়
অদৃশ্য সেইজনকে কিভাবে দৃশ্যমান করে ফেললে!! অনেক ভালো লিখেছ। শেষের লাইনটা সুইট ডিশে এক ফোঁটা লবণ, মিষ্টি বাড়িয়ে দিলো।
কিছু মানুষ কখনোই মিলিয়ে যায়না।
মেহেরী তাজ
শুন্য আপু আপনার কাছে ভালো শুনতে শুনতে মনে হয় আমি বুঝি অনেক ভালো লেখি। কিন্তু জানি না আসোলে কেমন লেখি। আপনাদের কাছে ভালো কথাটা শুনতেই শান্তি লাগে।
কিছু মানুষ মিলিয়ে যায় না কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু ইনার তো কোন খোজই পাইনা কি করবো বলেন।?
জিসান শা ইকরাম
মাঝে মাঝে কিছু মানুষ এমন অদৃশ্য হয়ে যায়
এদেরকে বেঁধে রাখা যায় না
এরা আসলে এই পৃথিবীর জন্য – কোন নর বা নারীর জন্য না।
লেখা ছোট, কিন্তু অনেক ভালো হয়েছে।
মেহেরী তাজ
ভাইয়া বড় বড় মানুষে যদি “ভালো” বলে তবে অন্য রকম এক অনুভূতি হয় যা বলা যায় না। ধন্যবাদ ভাইয়া।
উনাকে আমার হওয়া লাগবে না। শুধু উনার ভালো থাকার খবর জানতে নাই…….
অলিভার
হাজারের মাঝেও হারিয়ে যাওয়া মানুষের শূন্যতা থেকে যায়। ঘুরে ফিরে সেই স্মৃতি গুলিই তাড়া করে ফিরে। আর স্মৃতির এই তাড়না থেকে নিজেকে সান্ত্বনা দেয়া ছাড়া করার তেমন কিছুই থাকে না। যে হারায় সে পুরোটা সময়ের জন্যেই হারায়।
মেহেরী তাজ
সম্ভবত আপনার কথা ঠিক উনি ” পুরাটা সময়ের জন্যই হারায়ে গেছেন”। 🙁
সঞ্জয় কুমার
পৃথিবীতে থেকেও অদৃশ্য আসলেই কি সম্ভব ?
মেহেরী তাজ
আমার মাঝে মাঝে মনে হয় উনি জেরীর মত ইনভেজিবল লিকুইড পাইছেন। তা না হলে এতো কিছু ছেড়ে চলে যাওয়া তো কম কথা না। মনে হয় সেই লিকুইড গায়ে মেখে আমাদের দেখছেন কিন্তু নিজে সামনে আসছেন না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কফি হাউসের সেই আড্ডার মানুষটি নাকি কত দিন পরে এলে মানুষটি।সম্পর্ক ইন্ডিকেট হলে মন্তব্য দিতে সুবিদে হতো।সে যাই হোক সে যেখানে থাক ভালো থাকুক।সুন্দর অনুভূতি কিছু বাক্য মনে রাখার মতো।
মেহেরী তাজ
বলে দিলাম ভাইয়া সে আমার এক বড়া আপু। দোয়া করবেন ভাইয়া উনি যেন সব সময় ভালো থাকেন।
খেয়ালী মেয়ে
বাহ!!!!কী সুন্দর করে অদৃশ্য মানুষটাকে নিয়ে লিখেছেন, যাকে মনে রাখার কোন সময় নেই তাকে নিয়েই সাংঘাতিক সুন্দর লিখা………ভালো লাগলো খুব….
মেহেরী তাজ
না উনার মত পঁচা মানুষ কে মনে রাখার কোন সময় নেই আমার, আমি এখন খুব ব্যস্ত মানুষ। শুধু লিখতে হয় তাই লিখেছি।
আপনাদের মত হেভি ওয়েট ব্লগার দের ভালো লাগাতে পেরে আমি ধন্য।
রাইসুল জজ্
আমারো মাঝে মাঝে অদৃশ্য হতে ইচ্ছে করে । কেউ যদি এভাবে লিখতো তাহলে নিশ্চিত এতোদিনে অদৃশ্য হয়ে যেতাম ।
মেহেরী তাজ
হয়তো আপনাকে নিয়েও কেউ লেখার আছে যা আপনি জানেই না। আমার এই বড় আপুর মত। একবার অদৃশ্য হয়েই দেখেন হয়তো সেই জন আমার যেতেও অনেক ভালো ভাবে লিখে ফেলবে আপনাকে নিয়ে।
স্বপ্ন
আপু,ভাইয়াটা এত মায়াবান ছিলেন যে তাকে ভুলতে পারছেন না। হয়ত তিনিও আপনাকে মনে করেন।
মেহেরী তাজ
না না না উনি ভাইয়া নয় উনি একটা আপু।
উনাকে ভুলি কি করে বলেন ভাইয়া…?
সেই আকাশ,বেলকনি,ব্রেঞ্চ,সেই গল্পের টপিক, সব কিছুতেই আমি শ্রেষ্ঠ বলে উৎসাহ দেওয়া….
তবে উনি আমাকে মনে রাখেন নি। তাই আমিও উনাকে ভুলে যাওয়ার অভিনয় করছি। অভিনয় টা তো নির্ভুল হচ্ছে তাইনা ভাইয়া….?
প্রজন্ম ৭১
এমন মানুষ থাকে দু একজন। কষ্ট ধরে রাখবেন না।
মেহেরী তাজ
ঠিক বলেছেন,উনি তো আমায় ভুলে গিয়ে কষ্ট পাচ্ছেন না তবে আমি কেনো কষ্ট ধরে রাখবো? বাদ বাদ বাদ সব বাদ…..
মোঃ মজিবর রহমান
কি জানি কি হয়ে যায় মানুষের মন।
চাইলেই সব করা জায়না। চাইলেই বলা যায়না।
মন ভলা মানুষ !!!!!!
মেহেরী তাজ
আপনার কথাটা ও ঠিক হতে পারে। হয়তো চাইছেন কিন্তু পারছেন না। কিংবা ভুলোমন হওয়ার জন্য ভুলে গেছে সাময়িক ভাবে, পরে মনে পরলে ঠিক যোগাযোগ করবেন!!!
ব্লগার সজীব
এভাবে কেউ হারিয়ে যাওয়া কষ্টের।আমারও এমন একটি অভিজ্ঞতা আছে।
ওস্তাদ আমাদের ভুলে গেছেন 🙁 দেখিই না আপনাকে 🙁
মেহেরী তাজ
তাইলে তো বুঝই শিষ্য কেমন খারাপ লাগে!!
আমি তোমাদের ভুলে যাবো তা কেমনে হয়? পরীক্ষা যে আমায় ছাড়ে না। ভাবছি পরীক্ষা কে অজ্ঞান করে রাখবো। তা না হলে উপাই নাই….