প্রেম

নীলাঞ্জনা নীলা ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ১০:২৩:২১অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

হাহাকার করা তীব্র যন্ত্রণার সাথে মিশিয়ে টুকরো টুকরো আবেগ
তোমাকে দেবো।
সঙ্গে দক্ষিণা বাতাসের প্রশান্তিমাখা আদর,
আর জড়িয়ে নেবো কোমলতর আহ্লাদী মায়ায়।
উষ্ণতা, আদর, মায়া-ভালোবাসা সবই তো পেয়েছো
কোথাও না কোথাও
আজ সেসব তোমাকে আমি দেবো,
কেন জানো?
ধ্যৎ বোকা বলতে হবে?
তোমার নিখাঁদ সত্যি তোমাকে পেতে চাই বলে,
দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে
মিশে যাবে চেয়ে না-পাওয়ার দীর্ঘশ্বাস—
ভালোবেসে দেখো আমায়,
পূর্ণ অধিকার এখানে তোমার।

হ্যামিল্টন, কানাডা
১৯ এপ্রিল, ২০১৫ ইং।

এটি বংলা বছরের আমার লেখা প্রথম কবিতা।বাসের মধ্যে বসেই লিখে ফেললাম আজ।
কবিতার সাথে মোবাইলে তোলা নীল ঘাস ফুলের ছবি ফ্রি…………11146231_654420361329712_400731499058260146_n1

৫৫৩জন ৫৫৩জন

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ