ইচ্ছেরও খুব ইচ্ছে করে
দিনশেষে কেউ বলুক-
এবার থামো,
অনেক হয়েছে অভিমান।
এবার নাহয় একটু হাসো।
দম নিয়ে নয় মন নিয়ে আজ
প্রাণটা ভরে খানিক বাঁচো।
ইচ্ছেরও খুব ইচ্ছে করে
কেউ থাকুক-
সময়ে বা অসময়ে
নিশ্চুপ সাথী হয়ে।
না খোঁজে শঙ্খ বরণ গোলাপ
ঘাসফুলেই বাড়তো অবুঝ প্রলাপ।
বলতো হেসে দস্যুরানী
তোমায় দিলাম আশয়খানি,
সাতরঙ্গা সব অনুভবে
আমায় নিয়ে বাঁচো।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কোন মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন?
সমস্যা কীথায় ? আমাদের জানান।
আবু জাকারিয়া
ভাল লাগল
নওশিন মিশু
দারুন তো কথাটা “ইচ্ছেরও খুব ইচ্ছে করে” …. (y)
স্বপ্ন নীলা
সুন্দর ও সাবলীল — কত ইচ্ছে মনে হয় —-আপনার ইচ্ছা পূরণ হোক
তামান্না
কারো মন্তব্যের ঠিকমত জবাব না দিতে পারার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত।
সাময়িক সমস্যার কারণে আমি আলাদা আলাদা ভাবে জবাব দিতে পারছি না।
যাইহোক,সবার সুন্দর সুন্দর মন্তব্যের জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। 🙂 (3
ব্লগ সঞ্চালক
এই পোষ্টে আপনার মন্তব্য আশা করেছিলাম আমরা।যেহেতু আপনি মোবাইল দিয়ে জবাব দিতে পারেন না।লেখাটি পড়ার অনুরোধ করছি।
https://sonelablog.com/archives/27974
খেয়ালী মেয়ে
ইচ্ছের ইচ্ছেগুলো পূরণ হোক 🙂
ব্লগার সজীব
ইচ্ছের ইচ্ছে !! নতুন শিখলাম আপু (y)
নুসরাত মৌরিন
ইচ্ছেরও ইচ্ছে হয়!!বাহ্ ভাল বলেছেন তো!!
খসড়া
ভাল লাগল।