ইচ্ছের ইচ্ছে

তামান্না ২ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ০৯:০৫:০৪পূর্বাহ্ন বিবিধ ১০ মন্তব্য

ইচ্ছেরও খুব ইচ্ছে করে
দিনশেষে কেউ বলুক-
এবার থামো,
অনেক হয়েছে অভিমান।
এবার নাহয় একটু হাসো।
দম নিয়ে নয় মন নিয়ে আজ
প্রাণটা ভরে খানিক বাঁচো।

ইচ্ছেরও খুব ইচ্ছে করে
কেউ থাকুক-
সময়ে বা অসময়ে
নিশ্চুপ সাথী হয়ে।
না খোঁজে শঙ্খ বরণ গোলাপ
ঘাসফুলেই বাড়তো অবুঝ প্রলাপ।
বলতো হেসে দস্যুরানী
তোমায় দিলাম আশয়খানি,
সাতরঙ্গা সব অনুভবে
আমায় নিয়ে বাঁচো।

৮৪০জন ৮৪০জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ