তুই কি ভেবেছিস তুই আমায় আইসক্রিম না খাওয়ালে আমি একা একা খেতে পারবো না?
তুই বুঝি ভাবিস তুই ছাড়া আমি একা একা কোথাও যেতে পারবো না?
তুই কি ভাবিস তোকে ছাড়া আমি হাসতে ভুলে গেছি?
তুই কি ভাবিস তোকে ছাড়া আমার দাবা খেলার কেউ নাই?
তুই কি ভাবিস তোর সাথে খুনসুটি আমি খুব মিস করবো?
কি ভাবিস তোর পাগলের মত চিন্তাগুলো খুব মিস করবো?
আরে যা ভ্যাগ….. যার *তুই* নাই আমি তাদের মত হয়ে যাবো।
লাগবে না তোর ফ্রেন্ডশিপ।
২৬টি মন্তব্য
অরণ্য
পারছেন তো না! এই ফ্রেন্ডশিপই লাগবে। যত্ন নেওয়া উচিৎ এই বন্ধুত্বের। এ বন্ধুত্বের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। 🙂
মেহেরী তাজ
তাকে লাগবেনা আমার 😀 ধন্যবাদ আপনাকে -{@
নিশিথের নিশাচর
আচ্ছা আমার ও একা একা ভালো লাগেনারে খুব একাকীত্বে ভুগি যা তোর সাথে বন্ধুত্ব করলাম কোন শর্ত ছাড়া ….
মেহেরী তাজ
শর্ত ছাড়া বন্ধুত্বই ভালো ভাইয়া 🙂
ব্লগার সজীব
ওস্তাদ ঝাড়িটা খুব ভালো হয়েছে।্লাগবেনা এমন ফ্রেন্ডশীপ।আইচক্রীম খাওয়াক আগে এর পর বিবেচনা করা যাবে :p
মেহেরী তাজ
কয়টা আইচ ক্রীম খাওয়ালে বিবেচনা করা যায় শিষ্য ? 😀
ব্লগার সজীব
কম পক্ষে দশটা ওস্তাদ। আপনার কাছে পৌছাতে হলে আগে আমাকে খাওয়াতে হবে পাঁচটা :p মোট পনেরোটা 😀
মেহেরী তাজ
আচ্ছা ১০+৫ 😀
হৃদয়ের স্পন্দন
পারবেন না, আক্ষেপের জন্ম না পাওয়া থেকে
সম্ভবত
মন্তব্য টি আমার না, অন্য কারো
মেহেরী তাজ
মন্তব্য আপনি যখন করেছেন,তখন এটা আপনার। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ বন্ধুত্ত্ব গভীর হলে মান অভিমান চলে আসে আবার পরক্ষনে নিজের মনে অনুশোচনা জাগে…ও ভাবে না বললেও পারতাম।
মেহেরী তাজ
ভাগতে বলেছি তাকে ……… 😀
ছাইরাছ হেলাল
যা ভাগ,ওকে ছাড়াই আমরা চলতে পারব।
ভাল হয়েছে লেখা।
মেহেরী তাজ
ঠিক ঠিক ভাইয়া, ভেগে যাক সে 🙂
নুসরাত মৌরিন
হুম, থ্রেট ভাল হয়েছে আপু।
শুড়শুড় করে দু’দিন পরই দেখবেন আপনার বন্ধু আবার ভাব করতে চলে আসবেন।
বন্ধুত্বে যতই ভাগ বলেন,আসলে ভাবই হয়ে যায় সবশেষে! 🙂
মেহেরী তাজ
আর একটু কঠিন দিতে চেয়েছিলাম, পারিনি 🙂 ধন্যবাদ আপু -{@
শুন্য শুন্যালয়
যার তুই নেই আমি তাদের মতো হয়ে যাব, দারুণ বলেছেন কিন্তু। থ্রেট লাইক লাইক 🙂
মেহেরী তাজ
থ্রেট চলবে :)। আপু আপনি তো আমাকে তুমি বলেন :p এখন আবার আপনি কেনো? 🙂
মিথুন
ভেগেছে? নাকি কাছে এলো উল্টো?
মেহেরী তাজ
আপাতত দূরে আছে আপু 🙂 ভাগুক যতদুর তার সিমানা,ততদুর।
স্বপ্ন নীলা
এত অভিমান !!!
জয় হোক বন্ধুত্বের
মেহেরী তাজ
থ্রেট চলছে আপু 🙂
বনলতা সেন
অতি দ্রুত ঝেঁটিয়ে ভাগানো হোক।
মেহেরী তাজ
ভেগেছে আপু 🙂
ব্লগার সজীব
ওস্তাদ,তুই হীন জীবন কেমন চলছে? 🙂
মেহেরী তাজ
ভালো ভালো,খুবই ভালো 🙂