তুই

মেহেরী তাজ ২৯ ডিসেম্বর ২০১৪, সোমবার, ০৬:৫০:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

তুই কি ভেবেছিস তুই আমায় আইসক্রিম না খাওয়ালে আমি একা একা খেতে পারবো না?
তুই বুঝি ভাবিস তুই ছাড়া আমি একা একা কোথাও যেতে পারবো না?
তুই কি ভাবিস তোকে ছাড়া আমি হাসতে ভুলে গেছি?

তুই কি ভাবিস তোকে ছাড়া আমার দাবা খেলার কেউ নাই?
তুই কি ভাবিস তোর সাথে খুনসুটি আমি খুব মিস করবো?
কি ভাবিস তোর পাগলের মত চিন্তাগুলো খুব মিস করবো?

আরে যা ভ্যাগ….. যার *তুই* নাই আমি তাদের মত হয়ে যাবো।
লাগবে না তোর ফ্রেন্ডশিপ।

৫৯০জন ৫৯০জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ