পার্থক্য আইডেন্টিটির

জিসান শা ইকরাম ১৬ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ১২:৫৮:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

আজ বাঙ্গালীর বিজয়ের দিন
আজ আমাদের বিজয়ের দিন
আজ রাজাকারদের পরাজয়ের দিন
আজ পাকিদের পরাজয়ের দিন।

একজন রাজাকার এবং তার বংশধরেরা আজ পর্যন্ত বলেনি
এবং আগামীতেও পারবেনা বলতে যে সে বা তাদের পূর্বপুরুষ রাজাকার ছিলো।
সংকট আইডেনটিটির।

বীর বিজয়ী বাঙ্গালীদের এই সংকট নেই। আমরা বুক ফুলিয়ে বলি এবং বলবো
আমরা মুক্তিযোদ্ধা
আমরা মুক্তিযোদ্ধার সন্তান
আমরা জয় বাংলার লোক।

পরাজিত রাজাকার, আজীবন বেঁচে থাকবে ইঁদুরের কলিজা নিয়ে।
বাংগালীর ঘৃনা নিয়ে
পরিচয়ের সংকট নিয়ে
এটিই আমাদের আর তোদের মাঝের পার্থক্য।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা -{@

রাজাকারকে রাজাকার বলুন,
অধ্যাপক এবং মাওলানা শব্দের পবিত্রতা বজায় রাখুন।

৩৮৪জন ৩৮৪জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ