ভেসে যায় মেঘের শাবক,
ভেসে যায় আবেগের দল,
ভেসে যায় শরতের ঘ্রাণ,
প্রাণহীন প্রজাপতি- জীবনের জল।
পাখি অবিচল-
আকাশ কি লাশকাটা ঘর?
নেউলে’রা ইতি-উতি চায়,
ঝাউবনে অগোছাল- ফড়িং বাসর।
হেসে খুন বোকা ঈশ্বর!
হেসে ওঠে ফেলে আসা সুখ,
বালিকা সে নারী হবে আজ,
কুড়ে ঘরে ভালবাসা অনাথ -বিমুখ।
ভীষণ অসুখ
ঝিঙেফুল অত:পর ফোঁটে,
কোল জুড়ে হাসে ঈশ্বর
শুকিয়েছে স্তন, অনাহারী তটে।
মোহিনী’র পটে
উনুন যে ভাদ্রে’র ছবি,
কিষাণ সে ঋণের প্রেমিক
ভেসে যায় সভ্যতা –
ভেসে যায় কবি।
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আবু জাঈদ ভাই অনেক দিন পরে এলেন।
মোহিনী’র পটে
উনুন যে ভাদ্রে’র ছবি,
কিষাণ সে ঋণের প্রেমিক
ভেসে যায় সভ্যতা –
ভেসে যায় কবি।
ভাল লাগা রইল।
আবু জাঈদ
শুভেচ্ছা ভাই
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভীষণ অসুখ
ঝিঙেফুল অত:পর ফোঁটে,
কোল জুড়ে হাসে ঈশ্বর
শুকিয়েছে স্তন, অনাহারী তটে। -{@ (y)
জিসান শা ইকরাম
প্রায় এগারো মাস পর লিখলেন
শুভ প্রত্যাবর্তন।
সোনেলার প্রথম থেকে ছিলেন এখানে
সোনেলাকে পরিচিত করতে, এই অবস্থানে আনতে আপনার ভূমিকা অনেক।
সোনেলার শুন্য অবস্থায় হাল ধরেছিলেন আপনি।
আবার দেখে ভালো লাগলো আপনাকে।
অনেক স্মৃতি মনে পরে গেলো।
কবিরা ভেসে যায়না,
তাঁদের হাতে যে নৌকার হাল।
ভালো লেখেন বরাবরই আপনি।
বনলতা সেন
আপনার সাথে আড়ি দেয়া উচিৎ। দিলাম না। প্রায় এক বছর পর এলেন।
সভ্যতা ও কবি ভেসে যেতে পারে না।
ছাইরাছ হেলাল
বহুদিন পর দেখলাম আপনাকে।
লেখালেখি তো চালুই মনে হচ্ছে লেখা পড়ে। আবার পালাবেন না তো?
ওয়ালিনা চৌধুরী অভি
ভালো না লেগে পারে এমন লেখা ?
হৃদয়ের স্পন্দন
মোহিনী’র পটে
উনুন যে ভাদ্রে’র ছবি,
কিষাণ সে ঋণের প্রেমিক
ভেসে যায় সভ্যতা –
ভেসে যায় কবি।
আহ হারিয়ে গেলাম যে অনেক দিন পর, শুভ কামনা রইলো
আবু জাঈদ
ভালবাসা রইল সবার প্রতি, আপনাদের মন্তব্যে সত্যি আমি আপ্লুত ও গর্বিত। আপনারা আমাকে মনে রেখেছেন এইত অনেক বড় প্রাপ্তি।
বন্য
কিষাণ সে ঋণের প্রেমিক**
লাইনটি খুব ভালো লাগলো, শুভেচ্ছা কবিকে।
শুন্য শুন্যালয়
অনেক অনেক সুন্দর কবিতা । বাস্তবতার কাছে অলীক আবেগ তুচ্ছ আসলে।
আবু জাঈদ
ধন্যবাদ সবাই কে