মেঘের শাবক

পাগলা জাঈদ ২৭ অক্টোবর ২০১৪, সোমবার, ০৩:১৯:১৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

ভেসে যায় মেঘের শাবক,
ভেসে যায় আবেগের দল,
ভেসে যায় শরতের ঘ্রাণ,
প্রাণহীন প্রজাপতি- জীবনের জল।

পাখি অবিচল-
আকাশ কি লাশকাটা ঘর?
নেউলে’রা ইতি-উতি চায়,
ঝাউবনে অগোছাল- ফড়িং বাসর।

হেসে খুন বোকা ঈশ্বর!
হেসে ওঠে ফেলে আসা সুখ,
বালিকা সে নারী হবে আজ,
কুড়ে ঘরে ভালবাসা অনাথ -বিমুখ।

ভীষণ অসুখ
ঝিঙেফুল অত:পর ফোঁটে,
কোল জুড়ে হাসে ঈশ্বর
শুকিয়েছে স্তন, অনাহারী তটে।

মোহিনী’র পটে
উনুন যে ভাদ্রে’র ছবি,
কিষাণ সে ঋণের প্রেমিক
ভেসে যায় সভ্যতা –
ভেসে যায় কবি।

১৪৬০জন ১৪৬০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ