তুমি বুঝিয়ে দিলে ভালোবাসা কারে বলে

মোকসেদুল ইসলাম ২৩ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ১২:০১:৪৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

প্রেম….
সে তো অনেক আগেই চেটে-পুটে খেয়ে নিঃশেষ করেছিা তুমি

সাহস…..
তোমাকে পেয়ে ভুলেই গেছিলাম সেটা আবার কি জিনিস।

বোকা…..
তোমায় ভালোবেসে উপাধি পেয়েছি এটা

পকেট……
তোমার সাথে ডেটিংএ গিয়ে নিত্য করেছি ফাঁকা।

সুখী…….
ভেবেছিলাম আমার মতো পৃথিবীতে আর কেউ নেই

দুঃখী……
তুমি চলে যাওয়ার পর জীবন হয়েছে ধূসর মরুভূমি।

শুন্যতা…..
তোমার অভাবে হৃদয়টা হয়েছে বোবা পাথর

গাধা……..

বন্ধুরা সব দিয়েছি উপাধি এখন।

৫১৫জন ৫১৫জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ