আবার আমি উঠে দাঁড়াই
আঁধারের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছাঁয়া
ডাকছ নতুন দিনে আমায়।।
হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে চলে তুমি আমায় ফেলে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।
গানের খাতা ধুলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি-আম।।
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।
হয়তো যাবে তুমি আমায় ভুলে
ঝাপসা হব আমি তোমার চোখে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।।
* শিল্পিঃ ফুয়াদ ফিট সুমন ও অনিলা
* এ্যালবামঃ এখন আমি
কিছু একটা লিখবো ভেবে সোনেলায় আসা আজ।আমার কাছে নাকি তাঁর আদর আহ্লাদে জমা সব প্রশ্ন । হঠাৎ পাওয়া গানটির মাঝে উত্তর আছে হয়ত।
২৬টি মন্তব্য
সাইদ মিলটন
সুন্দর তো গানের কথাগুলা
স্বপ্ন
হঠাৎ করেই আজ গানটা পেলাম, সারাদিন শুনছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি
আমরাও চাই না……..
স্বপ্ন
ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য।
কৃন্তনিকা
গানটা আমারো বেশ পছন্দের…
“ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই” এই লাইনটার সুর আমার বেশি প্রিয়…
স্বপ্ন
আমারো আপু 🙂
ছাইরাছ হেলাল
অনেক অনেক দিন পর দারুণ গান শুনলাম , আগে শুনিনি।
গানে গানে আদান প্রদানের রীতি এখনও চালু দেখে ভালই লাগে।
চলুক আরও।
স্বপ্ন
কবুতর আগে চিঠি আদান প্রদান করতো। একজোড়া তেমন কবুতর খুবই প্রয়োজন ভাইয়া আমাদের। গানটি ঐ দিন শুনলাম এক বাসায়, ভালো লেগেছে বলে পোষ্টই দিয়ে দিলাম।
মিসু
গানটি প্রথম শুনলাম, ভালো লাগলো খুব। লিংকে গিয়ে মিথুনের কিছু লেখা পড়লাম, আপনারও। শুভেচ্ছা আপনাদের জন্য। দাওয়াত যেনো পাই 🙂
স্বপ্ন
দোয়া করবেন আপু। দাওয়াত অবশ্যই পাবেন 🙂 ঈদের শুভেচ্ছা।
প্রজন্ম ৭১
গানটি ভালোই লাগলো। পোষ্ট দিয়ে বিশ্রাম নিলে চলে ? আর মিথুনাপুরই বা কি খবর ?
স্বপ্ন
আপনার মিথুন আপু ভালো আছেন। বেশ ব্যাস্ত তিনি। আপনার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ মুবারক ভাইয়া।
জিসান শা ইকরাম
গানটি প্রথম শুনলাম
কথা গুলো বেশ সুন্দর
আর ছবিটা অনেক সুন্দর।
“ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই” — দারুন
হেমন্ত আসলে কি হবে ? ঝাতি জানতে চায়
স্বপ্ন
‘ হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে চলে তুমি আমায় ফেলে ‘ এই আসংকা না আসে , যদি এমন হয়, তাই খুম পরিয়ে দিতে বলেছি তাঁকে। আমি তাঁর চলে যাওয়াটা দেখতে চাইনা ভাইয়া।
ঈদ মুবারক ভাইয়া।
বনলতা সেন
গান শুনে ঈদের শুভেচ্ছা দিলাম।
স্বপ্ন
আপনাকেঈ ঈদের শুভেচ্ছা আপু।
ঘুড্ডির পাইলট
সুন্দর ! 🙂
স্বপ্ন
ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাইয়া।
শুন্য শুন্যালয়
গানটি এই প্রথম শুনলাম, খুব সুন্দর। ছবিটা পোস্টটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকগুন।
আপনিই আবার তাকে ছেড়ে চলে যেয়েন না যেন। সময় এই শব্দতে বিশ্বাস নেই আমার। ভালো থাকুন দুজনেই।
স্বপ্ন
তাকে ছেড়ে যাবার প্রশ্নই আসেনা আপু।আমার স্বপ্ন সে,এজন্যই নিজের নামই রেখেছে সপ্ন।আমি যাবোনা,যদি কোনোদিন সে যায়,তখন এই স্বপ্নের মৃত্যু হবে। গানটি আমার অত্যন্ত প্রিয়।
শুন্য শুন্যালয়
গানটি খুব সুন্দর। তবে এক গান এতোদিন ধরে শোনাবেন? শিঘ্রই নতুন পোস্ট দিন।
স্বপ্ন
কিছু গান নতুনই থাকে।তবে শ্রোতার চাহিদা মত থাকে।নতুন পোষ্ট দেবো।আপনাদের সামনে লিখতে সংকোচ লাগে।কি লেখি আমরা 🙁
সোনিয়া হক
আপনার ব্লগটি তো বেশ ইন্টারেষ্টিং। গানটি শুনছি এখন, ভালো লাগছে খুব। লিংকে গান এবং আর একজন ব্লগারের লিংক 🙂 পড়তে হবে তাঁর ব্লগও -{@
স্বপ্ন
আমারটা না পড়লেও চলবে আপু। তারটা পড়ুন।তার অস্তিত্বে আমি যে বিলীন হয়ে আছি।
মিথুন
অনেক দিন পর সোনেলায় এলাম, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না, আপনার নিকটাই চোখে এলো। এ গান টির চাইতে সুন্দর শুরু আর কি দিয়ে হবে? অনেক সুন্দর গানটি। ধন্যবাদ আপনাকে। ভালো আছেন? 🙂
স্বপ্ন
আমিও অনেক দিন ছিলাম না সোনেলায়।আমি ভালো আছি,আপনি ভালো আছেন তো? 🙂