সইলো করিসনে তুই রঙ্গ,
পরান কাঁপে হ্যাঁচকা টানে বাজে বুকে বঙ্গ।
বিষের বাঁশি বাজাস তোরা,
সুর কেনো তার ছাড়েনা মোর সংগ?
সইলো,স্বপন বুঝি করলি এবার ভঙ্গ।
তোর ছলেতে হয় যদি সে কুপোকাত,
সন্ন্যাসিনী হবোই আমি,
ভাবিস যদি চুকলো ল্যাঠা করবি বোকামি
জটাধারী মন্ত্রনাতে করবো অভিসম্পাত।
মায়াবীনি পাষন্ডিনি তুই লুটেরা মেদিনী,
বনোভূমের বিলাস স্রোতে ভাসিয়ে নিলি তরনী,
আমি এখন কাঁদি বসে, ভাবি বসে
ছলাকলায় হবোই হবো তোর মতোনই হরিণী।
সই হয়ে তুই হলি সতীন
এবার দেখিস অমরাবতীর দুয়ার হবো,
ভোর হবে মোর অংগ।
ভালোবাসায় ভাগ হবেনা, যতোই খুঁড়িস সুরঙ্গ।
৭৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
কত নাম্বার হুশিয়ারি সংকেত এটি ?
শুন্য শুন্যালয়
আপাতত এক নাম্বার দিয়ে শুরু করেছি, সম্মুখে ১০ নাম্বার আসার সম্ভাবনা আছে :Tounge-Out:
জিসান শা ইকরাম
যুদ্ধ শুরু না হয়।
সোনেলা কি রনক্ষেত্র হয়ে যাবে নাকি ?
কেমন ডর লাগতাছে।
শুন্য শুন্যালয়
ডর পরে, পক্ষ বিপক্ষ ঠিক করেন।
জিসান শা ইকরাম
এই তো একটা ঝামেলায় ফেললেন?
নিরপেক্ষও তো একটা পক্ষ 🙂
শুন্য শুন্যালয়
চান্স পাইলেই সবাই নিরপেক্ষ হইয়া যায়। এভাবে তো দেশ মানে সোনেলা চলতে পারেনা।
স্বপ্ন
ভোরকে নিয়ে যুদ্ধ শুরু হলো নাকি ? আপু আমরা নিরীহ মানুষ, যুদ্ধের ক্ষেপনাস্র আমাদের দিকে না আসে।
শুন্য শুন্যালয়
যুদ্ধে কিন্তু নিরীহ মানুষের দিকেই ক্ষেপণাস্ত্র যায় ভাইয়া। আগে ভাগে সাবধান করে দিলাম 🙂
কৃন্তনিকা
দারুণ একখানা কবিতা। প্রথমে ভেবেছিলাম কোন স্বনামধন্য কবির কবিতা আমাদের সাথে শেয়ার করছেন। শেষে এসে বুঝলাম এই অদ্ভুত সুন্দর কবিতার কবি আমাদের সোনেলার “শুন্য শুন্যালয়”।
শুন্য শুন্যালয়
আহা আমি তো ভেসে গেলাম মন্তব্যে কৃন্তনিকা। থাংকু 🙂
মোঃ মজিবর রহমান
দিদি শুরুতেই মনে হচ্ছে ৮ নম্বর ১০ শে কি হয় জানিনা।
ডর করে বুকে জাগে ভয়,
এবার কি হবে স্বপ্ন ভঙ্গ।
শুন্য শুন্যালয়
আমি নিজেই ভয়ে আছি ভাইয়া, যুদ্ধের ডাক দিয়ে পেছনে পলায়নের সম্ভাবনাও আছে 🙂
মোঃ মজিবর রহমান
দিদি আমরা যাব কোথায় তাহলে।
শুন্য শুন্যালয়
আপাতত চুপচাপ থাকুন ভাইয়া, সুযোগ বুঝে শক্তিমতীর দলে ভিড়ে যাবেন। দিদি হয়ে ভাইকে তো আর খারাপ বুদ্ধি দিতে পারিনা 🙂
মোঃ মজিবর রহমান
তা অবস্যই দিদি।
আগুন রঙের শিমুল
বাঃ
শুন্য শুন্যালয়
ধন্যবাদ শিমুল 🙂
মেহেরী তাজ
ঠিক তাই। ভালোবাসার ভাগ হবে না যতই খুরিস সুরংগ। কঠিন প্রমিস। :Disapproval:
শুন্য শুন্যালয়
আপনাকেও আমার দলের মনে হচ্ছে। থাকবেন কিন্তু সাথে 🙂
মেহেরী তাজ
হা আমি আপনার সাথে আছি আপু 🙂
শুন্য শুন্যালয়
থাংকু তাজ। এরপর কি কান্ড করলেন হোস্টেলে? নিয়মিত আপডেট চাই।
ব্লগার সজীব
শিরোনাম দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ে ভয়ে আসলাম আপনার পোষ্টে। একটি মিষ্টি যুদ্ধের আমেজ পেলাম পড়ে। এত কিউট করে লিখলে কি যুদ্ধ হয় আপু ? ভোরকে নিয়ে ভালোই টানাটানি চলছে দেখছি।
শুন্য শুন্যালয়
হয় হয়। ভালোবেসে ঘায়েল করা সহজ, আপনি এত্তো জ্ঞানী মানুষ তাও জানেন না? হুম বেচারা ভোর !!!
ব্লগার সজীব
ভোরের জন্য মায়া হয়, সে মানুষ হলে তো টানাটানিতে ছিড়ে যেতো 😛
শুন্য শুন্যালয়
কমেন্টের কি ছিরি !!!! তাহলে মায়া হয় বলেন কেনো? বলেন ভাগ্যিস।
ছাইরাছ হেলাল
সতীনের চুল যুদ্ধের অপেক্ষা করছি।
ভাই আপনাদের হবে।
বেঁচে থাকবে সোনেলা অনেক কাল।
ভাগ্যিস লিখতে পারিনা,তাই যুদ্ধেও যাই না।
শুন্য শুন্যালয়
ঠিক ঠিক আপনি একদম লিখতে পারেন না। আড়ালে বসে মজা দেখতে হলে এই তো বলা চাই। তা আপনি যা পারেন, তাই-ই না হয় করুন। সেই হেড়ে গলায় গান শোনানোর ব্যবস্থা কবে হচ্ছে?
লীলাবতী
কি হয়েছে আপু ? আমাদের এত শান্ত শিষ্ট আপুটার ভোরকে কেড়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে? সোনেলায় ভোরকে নিয়ে এসেছেন শুন্য আপু। এই ভোর তারই থাকবে। আপু অনেক ভালো লিখেছেন।
শুন্য শুন্যালয়
নিয়ে তো এসেছিলাম, কিন্তু কি আর বলবো ছোট জনের আদর আহ্লাদ একটু বেশিই হয়। ভয়ে আছি তাই। লীলাবতী দি পাশে আছে, আর নেই ভাবনা।
লীলাবতী
কার এত সাধ্য ভোরকে শুন্য আপুর কাছ থেকে ছিনিয়ে নেয় ? :Devil:
শুন্য শুন্যালয়
পারলে এইবার আসুক দেখি কেউ? হি হি লীলাবতী দি, এই মূর্তি জারি থাকুক। 😀
বনলতা সেন
উরিব্বাস! উহা আবার কী ? বক্স পার্টি নিয়ে আসেনি তো?
লীলাবতী
এই মুর্তি জারি থাকিবে, যতই করি লীলা ইহাই লীলা বতীর আসল রূপ :Superman:
লীলাবতী
বনলতাদি, সব ধরনের প্রস্তুতি নেয়া আছে :In-Love:
শুন্য শুন্যালয়
ওহ্ হো!!!! যতই করি লীলা। স্বিকার করেছেন তাহলে। যাক আসল রূপ ই আসল সুপার উইমেন।
ছাইরাছ হেলাল
আপনি এমন করে এ ও লিখতে পারেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
শুন্য শুন্যালয়
ইয়ে মানে… আমি এমন দুষ্টামি হ্যাঁ পারি তো ।
বনলতা সেন
বু’লো করিস নে এমন বুক ভাঙ্গা কান্না
সুরের তালে বুকে বইছে এখন খুশির বন্যা।
#বু’জি একটু কাজ করুন
##কী কাজ তাড়াতাড়ি বল।
#ভোর সে তো পালিয়েছে কাঁটা বিঁধিয়ে ও বুকে। কায়া হীন ছায়া হয়ে আছে তোমার পাশে।
##তো
#ভোরের ট্যাক্সি ডার্মি করে রাখলে কেমন হয়!
## কী বললে? ধাড়ি সতীন আমার!
পালাই এবার।
যেখানে বাঁশের ভয় সেখানে নাকি দিন ও হয়।
হি হি।
শুন্য শুন্যালয়
আচ্ছা এতোকিছু? এখন ট্যাক্সিডার্মি করে রাখবার খায়েস হচ্ছে? যাও কাছে আসতো, এই খুনী বাসনা শুনে ভোর এবার ত্রিসীমানায় আসবেনা। 🙂 ভয়ভীতি সব আসলেই পালাচ্ছে দেখতে পাচ্ছি।
বনলতা সেন
বু লো বু
ফেলনা কোন দীর্ঘশ্বাস
নিওনা কোন সন্ন্যাস
আমার! ভোর বু’জানকেই দেব
এ কথায় রেখ তুমুল বিশ্বাস।
আমরা এখন ডিজিটাল সতীন
দু’জনে বাজাব দু’জনের বীণ।
শুন্য শুন্যালয়
পাষাণী কইন্যা, কাউকে কাঁদিয়ে খুশি পায় 🙁
বনলতা সেন
কেদোনা সই ,বুকে নিওনা ভারী ব্যাথা
দেখে নিও হবেনা একথার আর অন্যথা।
বনলতা সেন
কেঁদোনা সই ,বুকে নিওনা ভারী ব্যাথা
কাঁদাবো না আর,
দেখে নিও হবেনা একথার অন্যথা।
শুন্য শুন্যালয়
আচ্ছা অই কথাই রইলো 🙂
ছাইরাছ হেলাল
ট্যাক্সি ডার্মি জানেন ?
শুন্য শুন্যালয়
ডেড এনিমেল স্কিন কে ডিস্প্লে করার পন্থা। আরো কিছু আছে নাকি? বুনো দির মাথায় যে আরো দুস্ট কিছু ঘুরেছে সে আমি বুঝেছি, নইলে বাঁশের ভয়ে পালাতে চাইতো না। 🙂
বনলতা সেন
আপনাকে ভোরের ছায়া নিয়ে থাকতে হবে তাই আপনাকে তখন ট্যাক্সি ডার্মির কথা বলেছিলাম।
কায়া তখন অন্যের হাওলায়।
এখন পতাকা সাদা। হবে ভোরের একটি ছবি তুলে কাছে রাখতে পারেন। বলাতো যায় না পাখা যখন গজিয়েছে তখন কী না কী হয়।
শুন্য শুন্যালয়
ঘরের লোকের দোষ কি কেউ দেয়, যত্তো দোষ পরের।
পাশাপাশি থাকুন না, মৌন যুদ্ধের আমেজ থাকবেই কিন্তু। লেখা কই?
বনলতা সেন
কথায় কথায় লেখা ? দিতে তো পারি ই।ঠিক হবে?
পাশে পাশে মানে? লেজে লেজে আছি।
শুন্য শুন্যালয়
আপনি লিখবেন এটা শুনলে অবশ্য ভয়ই লাগে এখন। অর্ধ মেলা এনেছেন। কবে যে কি করেন। কথায় কথায় লেখা ছাড়া আর আমাদের আছেই কি? 🙁
বনলতা সেন
দিলাম একখানা।
শুন্য শুন্যালয়
এজন্যই তো আপনি এত্তো ভালো। 🙂
নুসরাত মৌরিন
ভোর তো খুশিতে ডগমগ। তারে নিয়ে এমন টানাটানি…যুদ্ধ যুদ্ধ অবস্থা…চলুক।
এতে আমাদের ই লাভ আমরা আরো বেশি বেশি ভাল ভাল লেখা পেয়ে যাব,এই যুদ্ধের ডামাডোলে… 🙂
শুন্য শুন্যালয়
যুদ্ধ যুদ্ধ লেখা তো ভালো না, শান্তির লেখা চাই, এই যেমন আকাশ নিয়ে প্রেম।
মিথুন
সই থেকে সতীন? 🙂 ভোরের তো দেখি মহা কপাল 😀
শুন্য শুন্যালয়
হুম তাইতো দেখছি। :p
প্রজন্ম ৭১
মিথুন বলেছেনঃ সই থেকে সতীন? ভোরের তো দেখি মহা কপাল
শুন্য শুন্যালয়
কিন্তু আপনি তো কিছু বললেন না।
স্বপ্ন নীলা
অসম্ভব ভাল লেগেছে —- দারুন, দারুন এবং দারুন
শুন্য শুন্যালয়
অসম্ভব ধন্যবাদ প্রিয় আপু।
বনলতা সেন
আমার পিদিম জ্বালা ভোর , এসো এসো
সোনালী সকালের আলো, নির্ভয়ে।
আমরা এবারে দু’জনে যাব অমরাবতী
খেলব ছি-বুড়ী।
না না, তিন জনে এবারে যাব সুন্দর বনে
খেলতে বানর বানর খেলা।
আমি হাসছি না,মানা আছে।
শুন্য শুন্যালয়
আমি কিন্তু রেগে যাচ্ছি, গররররররররর। বান্দরনী।
ছাইরাছ হেলাল
এখনই সাদা পতাকা ওঠালে কথায় কথায় এত সুর এত ছন্দ কোথায় পাব?
শুন্য শুন্যালয়
আপনি তো বলেই ডূব। কি পরিমান ভয়ে আছি তার আন্দাজ আছে? যে রংঢং আর লেখার যাদু প্রতিপক্ষের !!! একটূ যে লিখে টিখে দেবেন তাওতো করবেন না জানি 🙁
ছাইরাছ হেলাল
চরম পরম আত্মীয় হয়ে মেকি ঝগড়া চালু রাখুন। সবই বুঝতে পারি।
শুন্য শুন্যালয়
ঝগড়া চালূ রইবে, এতো সহজে হার মানবো ভেবেছেন? কিন্তু আপনি কোন দলে তাতো বুঝলাম না। নাকি দুদিকেই অগ্নিতে ঘৃত?
খসড়া
কান্ডারী হুশিয়ার। :D)
শুন্য শুন্যালয়
ভয় পেয়েছে বলে মনে হয়নি 🙁
অপরাজিতা সারাহ
ভোরের তো দেখি কপাল হি কপাল!তারে নিয়া পুরা টাগ অফ ওয়ার চলতেছে!পিছনে আরো কেউ নাইতো/নিজেদের যুদ্ধে আবার অন্য কেউ সুযোগ নিয়ে ভোরকে সহ পালিয়ে না যায়,খিয়াল কৈরা!
শুন্য শুন্যালয়
এতদিন পর এসে ভয় দেখাচ্ছেন? কয়দিক সামলাই!! যাক তবু সাবধান করিয়ে দেবার কেউ আছে, এতেই ভরসা।
নীতেশ বড়ুয়া
আমি শুনেছি সেদিন তুমি (তুমি) নাকি… তোমার দাদীর ঘরের নানীর বংশের ছিলে…তাইতো এমন প্রতিভা পেলে :p
শুন্যাপু তখন শুন্য ভাইয়া ছিলেন :D)
কত সুন্দর করে শুরু কিন্তু শেষের দিকে এসে পুরাই সাঙ্ঘাতিক মারমূখী শব্দবিন্যাসে 🙁
শুন্য শুন্যালয়
ছন্দে পতন হয়েছে শেষের দিকে, আমি বুঝতে পেরেছিলাম, তবে লিখে অভ্যস্ত না থাকলে যা হয় আর কি।
শুন্য ভাইয়া বলে মন্তব্য করেন নি, তাইনা :@
প্রতিভাবানের নানী দাদী ছিলাম, ছিটেফোঁটা না পাইলে ক্যাম্নে চলে 🙂
হাসির জন্য সোনেলায় এওয়ার্ড সিস্টেম চালু করার সুপারিশ করতে হবে মডুদের 🙂