সাদা কাগজে জড়ো করি স্বপ্ন
গোপন খুঁতিতে জমিয়েছিলাম কিছু ভাব
উপমা রূপক কথোপকথন
শব্দে বাঁধি ঘর- আমাদের
তবু মন ভরে না
তুমি চুপিসারে আদর করে ছুঁয়ে দিলে
অভিমানী পঙক্তিরা প্রজাপতি হয়ে ওড়ে
বর্ণজোড়া প্রাসাদ গুঞ্জরিত হয়ে ওঠে
বর্ণালি ডানায়-ডানায়
সরস্বতীর দুয়ারে দাঁড়িয়ে ঘণ্টায় তুলেছি বোল
তুমি না জাগলে বৃথা অর্চনা
সান্ধ্য-উপোষ, অর্ঘ্যদান…
আমার মন ভরে না
১৪টি মন্তব্য
প্রহেলিকা
কবিতার আবেদন বেশ লেগেছে কবি, এই সন্ধ্যায় কবিতাটি যেন আরো বেশি ভাল লাগলো। শুভ কামনা।
সাদিক মোহাম্মদ
অনেক ধন্যবাদ
খসড়া
সরস্বতী বিদ্যার দেবী। দেবী বিমুখ হলে কিন্তু ব্লগিং ও বন্ধ।
সাদিক মোহাম্মদ
কৃতজ্ঞতা…
জসীম উদ্দীন মুহম্মদ
-{@ -{@ -{@ -{@ -{@
সাদিক মোহাম্মদ
ভালবাসা রইল
শুন্য শুন্যালয়
না জেগেই পারবেনা। অনেক সুন্দর।
সাদিক মোহাম্মদ
শু ক রি য়া …
লীলাবতী
ভালো লেগেছে খুব ভাইয়া ।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ @ লীলাবতী
জিসান শা ইকরাম
না জগলে কেমনে হবে ? জাগতেই হবে ।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ জিসান শা ইকরাম
অলিভার
ভালো লাগলো গুঞ্জরনের ছন্দ -{@
সাদিক মোহাম্মদ
শু ক রি য়া… অলিভার