কবিতাই সব

মোকসেদুল ইসলাম ৬ জুলাই ২০১৪, রবিবার, ১২:২৮:৪০অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

কবিতা তুমি আছো বলেই আজ আমি কবি
বেয়াড়া শব্দগুলো খুব সহজেই এখন আমার খাঁচায় বন্দি
সারা মস্তিষ্ক জুড়ে তাদের নিয়ে সাপলুডু খেলি।

বিষাদগ্রস্ত মলিন চোখে বিশ্বাসের আনাগোনা বাড়ে
প্রেয়সীর ভুলে ঘুনে ধরা হৃদয়ে আবার সজীবতা ফিরে আসে।

কবিতা তুমি আছো বলে মনের আকাশে ওড়াই স্বপ্নের ঘুড়ি
বায়োনারি পজিশনে দেখি আজব পৃথিবী।

১৬৪৬জন ১৬৪৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ