*
মিসিং
যুগে যুগে কত কি বদলায়…!
ছোটকালে বন্ধুদের যেভাবে ‘ক্যাঁচকলা’ দেখাতাম।
সালমান খান সেটাকে ‘থামস আপ’ বানিয়ে দিল।
আর এই ডিজিটাল যুগে এসে…. জুকার সেইটারে বানাইলো লাইক ।
তোর লাইক চাইনা বাবা, আমার ক্যাঁচকলা ফিরিয়ে দে ……
মিসিং ক্যাঁচকলা…. 🙁
**
চিকিৎসা বিজ্ঞান
অনিদ্রা ?
রাতে হুতুম পেঁচার মতো বড় বড় চোখ করে ফেসবুকিং করেন ?
ঘুমাতে চেয়েও ঘুমাতে পারেন না ?
বাজারের নামি দামি ঔষধ আপনার কাছে মার খেয়ে গেছে ? কোন চিন্তা নাই….
.
.
.
.
.
.
আরে কিচ্ছু না, পেট ভরে আম খান। কথা দিলাম এক্কেরে উরাধুরা ঘুম হবে, চাইলেও চোখের সার্টার খোলা রাখতে পারবেন না। বিফলে পোস্ট ফেরত……
***
ওয়ালিনা বচন
মেয়েমানুষ বোঝো, মানুষ বোঝো না।
কাদামাটি চেনো, পাথর চেনো না।
****
দৃঢ়সংকল্প
পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
আমি অন্যের জমি বর্গা নেই না ।
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
দারুন মজা পেলাম ,
এমন কিছু আনন্দময়ী লেখা দিয়েন
সবার মন ভালো হয়ে যাবে ।
ওয়ালিনা চৌধুরী অভি
আচ্ছা আব্বা দেবো -{@
ছাইরাছ হেলাল
বাহ , দারুণ ।
এমন সুন্দর লেখা মনে হয় এই প্রথম পেলাম ।
পাথরে মাথা ফেটে গেলে ঠিকই চিনে ফেলবে ।
আপনি দেখছি বিরাট জোতদার ! সব কিনে ফেলতে চান ? উপেনের দুই বিঘাও তো বাঁচবে না ।
ওয়ালিনা চৌধুরী অভি
যারা চেনে তাঁরা একবারেই চেনে , পাথরে মাথা ফাটলেও চিনবেনা । সন্ত্রাসী জোতদার আমি 😛
শুন্য শুন্যালয়
ওয়ালিনা বচন হেভভী পছন্দ হয়েছে । সবার ভাবসাব দেখে কিন্তু তাই-ই মনে হয়, বেবাক মেয়েদের বুইঝা ফালাইছে। :
আপনি এতদিন কই ছিলেন? আমরা যে চোখে আন্ধার দেখছিলাম, এইবার জোড় আসছে মনে । সাবধান…
পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
আমি অন্যের জমি বর্গা নেই না । 😀
ওয়ালিনা চৌধুরী অভি
আপনার মন্তব্যখানাও হেভভী পছন্দ হইছে । হুম – পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
আমি অন্যের জমি বর্গা নেই না 😀
মা মাটি দেশ
:Who-s-the-man: …ফাটাফাটি :Yes-Sir: পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
আমি অন্যের জমি বর্গা নেই না :Bye:
ওয়ালিনা চৌধুরী অভি
হুম – পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
আমি অন্যের জমি বর্গা নেই না ।
মোঃ মজিবর রহমান
আনন্দে ভরপুর
থই থই রসে তই টইটুম্পর
মনে লাগে দোলা
খাই দাই ফুর্তি করি
লেখা পড়ে উপভগ করি।
\|/
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপনাকে ভাই ।
মশাই
এই কি পোষ্ট দিলেন পুরাই টাসকি খাইছি আমি। অন্যের জমি বর্গা না নেওয়াই ভালো তাতে তার জমির যে বারোটা বাজবে না সেটা নিশ্চিত।
ওয়ালিনা চৌধুরী অভি
আমি অন্যের জমি বর্গা নেই না । জমিটা আমার হতে হবে 🙂
মিথুন
কাঁচকলা থাম্বস আপ হয়ে গেছে, হি হি হি আপু জোস (y) এই নিন আপনার কাঁচকলা ফিরিয়ে দিলাম ।
দারুন বচন এবং সংকল্প, আপনার সাথেই আছি ।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনাকেও দিচ্ছি আপু (y) (y)
সঞ্জয় কুমার
বিফলে পোস্ট ফেরত…… হাসতে হাসতে …. খুলে গেছে । অনেক মজা পেলাম
ওয়ালিনা চৌধুরী অভি
🙂 :D)
সাদিক মোহাম্মদ
পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
আমি অন্যের জমি বর্গা নেই না …………… কবি একেবারে মনের কথা বল্লেন……অনন্য সাধারণ। -{@
ওয়ালিনা চৌধুরী অভি
এটি আমার মনের কথা । ধন্যবাদ আপনাকে ।
আদিব আদ্নান
একেবারে সাফ কবলা করে নিতে চান ?
শুনলেও ভয় লাগে ।
ওয়ালিনা চৌধুরী অভি
একেবারে সাফ কবলা দলিল । নো হাংকি পাংকি 🙂