অথচ অন্ধ জানে

সাদিক মোহাম্মদ ১৩ মে ২০১৪, মঙ্গলবার, ০৯:২৮:২৯অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

লোকটির কথা হয় পথের সাথে
মোড়ে মোড়ে কিছু নিদর্শন-
ল্যাম্পপোস্ট
যাত্রীছাউনি
বৃক্ষ
বাতাসের গন্ধ
দোকানির হাঁকডাক…
আরও কতো কী
তাকে এগিয়ে নেয় স্বজনের মতো

কোনো রঙ নেই চোখে
ঘরেও জ্বলে না আলো
পা দুটি ধীর, অবিচল
হালের আঁধার মাড়িয়ে যাচ্ছে
প্রতিনিয়ত অনাগত গন্তব্যের দিকে

গোটা শহর যখন অন্ধ- অমাবস্যায়
হৃদয়ে তার সমস্ত বিশ্বাস সমুজ্জ্বল
পথের প্রণয় যার গতি
অন্ধত্ব সেখানে বাঁধা হতে পারে কী
লোকটি লাঠি ঠুকে ঠুকে
ঠিক এগিয়ে যায় সংকল্প দিশায়

৪৪৬জন ৪৪৬জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ