শিকাগোর ভাঙা আয়নায়

সাদিক মোহাম্মদ ১ মে ২০১৪, বৃহস্পতিবার, ১১:১২:১২অপরাহ্ন কবিতা, বিবিধ ৫ মন্তব্য

প্রতি বছরই দুর্ঘটনা, আগুন, ভবনধ্বস
কথার ফুলঝুড়িতে চাপা পড়ে
দীর্ঘশ্বাস, কণ্ঠস্বর, প্রাণ
যথারীতি শোকাহত মহাজন
দুঃখকাতর শ্রদ্ধাঞ্জলি
উদারতার আশ্চর্য মাপকাঠিতে
কখনও জীবনের ক্ষতিপূরণও নিশ্চিত মিলেছে স্বজনের
জোটে না শুধু ঘামের মর্যাদা
শ্রমের ন্যায্য দাম

কী বিচিত্র মে দিবস
তাৎপর্যের এই দিনে
বিশ্ব শোষক সম্প্রদায় কতোই না ব্যস্ত হয়ে ওঠেন
একযোগে পরিয়ে দেন বাণীমালা
হা-ভাতে কর্মী গলায়
বিদগ্ধ পঙক্তির বানে ভাসতে থাকে
সহানুভূতি-সম্মান-মানবতা

৪৭৪জন ৪৭৪জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ