প্রতি বছরই দুর্ঘটনা, আগুন, ভবনধ্বস
কথার ফুলঝুড়িতে চাপা পড়ে
দীর্ঘশ্বাস, কণ্ঠস্বর, প্রাণ
যথারীতি শোকাহত মহাজন
দুঃখকাতর শ্রদ্ধাঞ্জলি
উদারতার আশ্চর্য মাপকাঠিতে
কখনও জীবনের ক্ষতিপূরণও নিশ্চিত মিলেছে স্বজনের
জোটে না শুধু ঘামের মর্যাদা
শ্রমের ন্যায্য দাম
কী বিচিত্র মে দিবস
তাৎপর্যের এই দিনে
বিশ্ব শোষক সম্প্রদায় কতোই না ব্যস্ত হয়ে ওঠেন
একযোগে পরিয়ে দেন বাণীমালা
হা-ভাতে কর্মী গলায়
বিদগ্ধ পঙক্তির বানে ভাসতে থাকে
সহানুভূতি-সম্মান-মানবতা
৫টি মন্তব্য
খসড়া
তবুও একটি দিন ওদের।
প্রজন্ম ৭১
শুধু একটি দিন ওদের । ভালো লিখেছেন ।
আজিম
মে-দিবসে খুব ভাল একটা পোষ্ট দেওয়াতে অনেক ধন্যবাদ আপনাকে ।
এরকম আরো ভাল ভাল পোষ্ট দিন, এই কামনা রইলো ।
জিসান শা ইকরাম
সুন্দর
শুন্য শুন্যালয়
এই একটি দিনে তাদের ভাগ্যের কোনই পরিবর্তন হবেনা, খুব ভালো লিখেছেন ভাইয়া…