মিথ্যে আলো

মানিক পাগলা ২৯ মার্চ ২০১৪, শনিবার, ০২:৩২:০৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

একদিন-
অনন্ত নক্ষত্র আকাশ
আর সূর্য সীমানা পেরিয়ে
শৃংখলার শিকল ভেঙ্গে
আরো কাছে এসেছিলাম।

ভরা পূর্ণিমায়-
আকাশ ভরা মিথ্যে আলোর
রূপালী আভায়
একটু সুসময় চেয়েছিলাম।

আমার ভাল থাকার
পুরোটা প্রহর জুড়ে
একটু সুসময় চেয়েছিলাম
তোমায় মিথ্যে বলে।

৯৮২জন ৯৮২জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ