স্বপ্ন মধুর স্পর্শ

আসমাউল ২৫ ফেব্রুয়ারি ২০১৪, মঙ্গলবার, ০৯:৩৬:২৫পূর্বাহ্ন বিবিধ ৯ মন্তব্য

ভীষণ ব্যস্ত এখন
ভালবাসার সময় নেই আর;এক বিন্দুও
একটু ক্ষান্ত দাও এখন তোমার মত করে
পথিক কবির পথ চেয়ে থেকোনা আরগ
ঠিক না বলা কথার মত-

শুধু বলবো তোমায়
‘লক্ষ্মী সোনা ঘুমও এখন’
চোখের পাতা স্পর্শ কর চোখের পাতায়
তাতে যদি ঘুম না আসে স্মৃতি গুলো স্বর
তোমার লক্ষ বছর পাড়ি হবে স্বপ্ন মধুর স্পর্শে।

৫৩৭জন ৫৩৭জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ