ভীষণ ব্যস্ত এখন
ভালবাসার সময় নেই আর;এক বিন্দুও
একটু ক্ষান্ত দাও এখন তোমার মত করে
পথিক কবির পথ চেয়ে থেকোনা আরগ
ঠিক না বলা কথার মত-
শুধু বলবো তোমায়
‘লক্ষ্মী সোনা ঘুমও এখন’
চোখের পাতা স্পর্শ কর চোখের পাতায়
তাতে যদি ঘুম না আসে স্মৃতি গুলো স্বর
তোমার লক্ষ বছর পাড়ি হবে স্বপ্ন মধুর স্পর্শে।
৯টি মন্তব্য
মা মাটি দেশ
খুব ভাল হয়েছে -{@ (y)
আসমাউল
ধন্যবাদ ভাই , দোয়া রাখবেন।
ছাইরাছ হেলাল
এখনই এত ব্যস্ত হলে তো হবে না ,
এইত সময় ভালবাসার বা না বাসার ।
আসমাউল
ভাই কেও নাই তো । তাই আমার ভালবাসাও নেই ।
শিশির কনা
ভালোবাসায় কিসের এত ব্যস্ততা ?
আসমাউল
কেও নাই কেও নাই। তাই ব্যস্ততা দিয়ে নিজেকে ঢাকি।
শুন্য শুন্যালয়
এভাবে ভুলিয়ে ভালিয়ে কোথায় যাওয়া হচ্ছে?
অল্প কথায় সুন্দর (y)
জিসান শা ইকরাম
ব্যস্ততা কমাতে হবে ভাই ।
ছোট কবিতা ভালো হয়েছে ।
বনলতা সেন
ভালবাসা এমন কোন জরুরী বিষয় নয় ।
না হলে জীবন অচল যাবে ।
অনেক কাজের বিষয় আছে ব্যস্ত থাকার ।