তোমায় ঘৃণা করবো বলে
আজ খুব করে পণ করেছিলাম !
ভেবেছিলাম ভাল যেহেতু বেসেছিলাম অনেক
দেখিনা একদিন ঘৃণার রঙ মনের ভিতরে এঁকে !
কিন্তু হায় !
আজ যখন তোমার খারাপ দিকগুলো খুঁজছিলাম,
কোন টা ঘৃণার, আর কোনটা যে ভালোবাসার-আমি কুলই পাইনি !
তুমি আমায় যখন খুব বকো-আমারি কিছু ভুলে
তখন আমি তোমায় ঘৃণা করতে চেয়েছি !
তোমার সে গা-জ্বলা কথার মাঝেও যেন
কি একটা আছে ! মাদকতা ? ভালবাসা ? কি জানি !
যেভাবে তুমি আমায় তিরস্কার কর
তাতে আমি খুবই পুরস্কৃত হই !
তোমার তেজমাখা কথার আওয়াজ
আমায় তোমাকে অন্য ভাবে প্রেমে পড়ায় !
আমি ছোটলোকের মত করে খাই
এই কথা সে অনেক বছর ধরেই শুনেছি !
করেছি সে ভুল বারবার
শুধু তোমার বকুনি-ভরা মুখের অভিব্যক্তি দেখবো বলে !
ঘন্টায় ঘন্টায় একমিনিটের জন্যে ফোন করিনি বলে
কৈফিয়ত চেয়েছো সেই ফোনেই ।
ঘন্টা পর ঘন্টা ধরে রাগ ঝেড়েছো আবেগমাখা অভিযোগে !
কিন্তু তুমি তো জানো না
ফোনে ঝগড়া আর সরাসরি ঝগড়া এক নয় !
দুটিতেই তোমার ভিন্নকন্ঠ শুনতে যে পাই !
আর কন্ঠের ভিন্নতা মানে
তোমায় ভালোবাসার এক ভিন্ন দিক !
হায়, এ কি !
আমি যে তোমায় ঘৃণা করবো বলেই
আজ কবিতা লেখতে বসেছিলুম ।
যেভাবে তোমায় আমি ঘৃণা করি
সে তো ঘৃণা নয়ই-বরং ভালবাসা !
হয়তো তোমার প্রেমে পড়ে ভালবেসেছি বলেই
আজ একদিনের জন্যেও তোমায় ঘৃণা করতে পারি নি !
নাকি তুমি আমার শুধুমাত্র ভালবাসার !
ঘৃণার নও ! একমুহুর্তের জন্যেও নও !!
৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
কোনভাবেই এক মুহুর্তের জন্যও এই কবিতা ঘৃণা করতে পারলাম না..
A প্লাস .. (y)
সিহাব
যাক, ভালো তো বেসেছেন !! 😀
জিসান শা ইকরাম
ঘৃণা করা ভালো না ।
ঘৃণা আসলে করাও যায় না , ভালোবাসার মানুষকে।
ভালো লেগেছে পোস্ট ।
শুভ কামনা ।
মশাই
পরাস্ত হতে হয় সর্বক্ষণ যখন তাকে ঘৃনা করার ব্যর্থ প্রচেষ্টা করা হয় যাকে একবার ভালোবেসেছিলেন, ভাল লিখেছেন কবিতা।
সিহাব
ধন্যবাদ !!