বঙ্কিম এর জীবনিতে পড়েছিলাম , তাকে যখন ম্যাজিস্ট্রেসির জন্য মৌখিক পরীক্ষায়
একজন বিলেতী সাহেব জিজ্ঞাসা করেছিল ” হোয়াটস দা ডিফারেন্স বিটুইন আপড
এন্ড বিপড। তিনি জববে অনেকটা এমনই বলেছিলেন —একজন বাঙালী হয়ে বিলেতী র
সামনে বাংলা পরীক্ষা দিতে হচ্ছে এটা বিপদ আর যে পরীক্ষা নিচ্ছে সে আপদ।
আমি এই আপদ বিপদের আশে পাশে পড়ি কিনা বুঝি না ,বা জানি না ,তবে যার
মাঝে পরেছিলাম তাই বয়ানে বসেছি।
সময় রাত ১০:৩০।
স্থান: শোবার ঘর।টিভির সামনে মাটিতে কার্পেটের উপর বসা ১০+ ও ৭+ দুই পুত্র
কন্যা। আমি হাতে ” নট উইদয়াউট মাই ডটার ” বইটি নিয়ে সোফায় শুয়ে কেবল মন
দিতে যাচ্ছি।
টিভি চ্যানেল : ডিসকভারি, ওয়াইল্ড ভার্সের ম্যান বা ম্যান ভার্সেস ওয়াইল্ড। যাই
হোক মনে নাই মনে করার ইচ্ছাও নাই।
১০+ বাচ্চা —-মা মা
মা: বলো
বাচ্চা: দেখন না।
মা: হ্যঁা শুনছি বলো কি?
বাচ্চা: সেক্স না করলে তো বাচ্চা হয় না।
তাকালো বাচ্চার দিকে।এক সেকেন্ডের ও কম সময় ভেবে বললো –হ্যাঁ ।
বাচ্চা : তার মানে তুমি সেক্স করছ ?!
মা: এবার তিন সেকেন্ড সময় নিয়ে উত্তর দিলো, —হ্যাঁ।
বাচ্চা: ছি: ছি: ছি: !!!!!!! মা তুমি এত খারাপ!? :@ ছি আম্মু।! কার সাথে সেক্স
করছ ?
মা: ভ্যাবাচেকা মা খুব শ্মার্ট হবার চেষ্টা করে বলল —– কেন? তোমার বাবার
সাথে! ?!!!!!!!!
বাচ্চা: ছি : মা বাবাও এত খারাপ। :@ আমি ভাবতেই পারছি না। না তুমি ঠিক
করে বলো বাবা এত্ত খারাপ না।ছি: ছি: ছি: তোমরা এত পচা।
মার ইচ্ছা করছে গলা ছেরে কাঁদে । অনেক সময় নিয়ে বুঝালাম। যার সাথে বিয়ে হয় তার
সাথেই শুধু সেক্স করা যায়। অন্য কারো সাথে করা অন্যায়, পচা কাজ। তোমার বাবার
সাথে তো আমার বিয়ে হয়েছে। তাইতো তোমরা হয়েছ।—– —- —–
সব শেষে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে এসে মা তাদের বাপের মুখমুখি রুদ্র মূর্তিতে বসলো।
একটা প্রশ্নের ও জবাব দাওনি কেন বাচ্চাদের?
হি হি হি হা হা হা বাচ্চাগুলিরে বললেই পারতা তোরা আসতি কোত্থেকে যে এত
পটরপটর করে ছি: ছি: ছি: করছিস গাধা। তোদের এই পটর পটর এর জন্যই তো এত
সমস্যা। :p
৯টি মন্তব্য
লীলাবতী
ভাইয়া আমি হাসতে হাসতে মরে যাবো । আর আমার মরনের জন্য দায়ী হবেন আপনি । :D)
জিসান শা ইকরাম
আমার পিচ্চিদের নিয়ে মাঝে মাঝে অপ্রস্তুত হই , কিন্তু এই ঘটনার কাছে তা কিছুই না । আমার সোনা সেরা বাচ্চা কাচ্চা ভয়ংকর ঘটনা এটা । :v
নীলকন্ঠ জয়
:D) :D) :D)
নিশিথের নিশাচর
হা হা হা হা বর্তমান যুগের ডিজিটাল পুলাপান
মা মাটি দেশ
🙁 “পটর পটর”খুব সুন্দর আবেগী ভাষা ।ধন্য হলাম -{@
স্বপ্ন নীলা
হাসতে হাসতে জান শেষ প্রায়,,,,,,,,,,,,ওমা গো,,,,,,একেই বলে ডিজিটাল যুগ,,,,,,,,,,,,,,
ভোরের শিশির নীতেশ
এইডা কি হইলো ;?
শুন্য শুন্যালয়
ছি ছি ভাইয়া আপনারা এতো খারাপ 😀
পড়েছি গতকাল ..এখনো হাসতেছি.. :p
শিশির কনা
ছি: ছি: ছি: তোমরা এত পচা। :D) :D) :p -{@ , ভাইয়া আপনারা এত পচা কেনো ? :p