গান-১০৩

রকিব লিখন ২৪ জানুয়ারি ২০১৪, শুক্রবার, ১১:০২:২২অপরাহ্ন সঙ্গীত ১৮ মন্তব্য


সুখ নাইরে আমার সুখ
মন বেচিয়া দুঃখ কিনছি
এটাই আমার সুখ
প্রেম বিরহের বসত বাড়ি
আমারই তো বুক

মন মহলে তোমার ছবি
যতন করে সাজানো
মন বিরহী স্বপ্ন আঁকে
তোমায় নিয়ে এখনো
প্রেম কাননের ফোঁটা ফুলে
দেখি তোমার মুখ

কোন আকাশে মনের ঘুড়ি
আবার তুমি উড়াও
প্রেম কাননের পঞ্চবাণে
আবার কারে পোড়াও
প্রেম নারকীর খেলা খেলে
আর ভেঙ্গো না বুক

৬৯৫জন ৬৯৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ