আকাশ কালো আঁধার করা বৃষ্টি যদি ঝরে
মনের ছোট্ট কুটিরে নীল বিষণ্ণতা ভর করে
শ্মশানের নীরবতা নামে সকলের অগোচরে।
সেদিনও এমন আঁধারে ছেয়েছিলো ধরা
মুষলধারে ঝরেছিল উঠোন প্লাবিত বৃষ্টিধারা
যেদিন বাবাকে শেষযাত্রায় নিয়ে গেলো ওরা।
চিরকালের ঝকঝকে তকতকে দেহখানা বাবার
ক্যামন প্যাক- কাঁদায় মিশে হলো একাকার
ভাবতেই নেমে আসে হৃদয় বিদীর্ণ করা হাহাকার।
একদা তুমুল ভালোলাগার রিমঝিম বৃষ্টির শব্দ
ইদানিং শেলের মত বিঁধে হৃদয়ে, করে স্তব্দ।
বিদায় বেলায় হাতখানি রাখা হলোনা কপালে
ভিজানো হলোনা মুখখানি দু’ফোঁটা তৃষ্ণার জলে
ইট-পাথর-কংক্রিটের স্বপ্নিল প্রবাস, অনেক দিয়েছে
কিছু কি কম আমার কেড়ে নিয়েছে____???
১৬টি মন্তব্য
মা মাটি দেশ
বিদায় বেলায় হাতখানি রাখা হলোনা কপালে
ভিজানো হলোনা মুখখানি দু’ফোঁটা তৃষ্ণার জলে
ইট-পাথর-কংক্রিটের স্বপ্নিল প্রবাস, অনেক দিয়েছে
কিছু কি কম আমার কেড়ে নিয়েছে (y)
রিমি রুম্মান
কিছু পেতে হলে কিছু হারাতে হয়… এটাই বাস্তবতা। ধন্যবাদ, ভাল থাকবেন।
নীলকন্ঠ জয়
শিরোনাম দিতে ভূলে গেছেন আপু। কবিতায় প্লাস দিলাম।
ও ভালো কথা বৃষ্টি আমার অনেক ভালো লাগে। আপনার কবিতায় কষ্টের কিন্তু বৃষ্টিকে ভালোলাগার গূঢ় সত্য লুকিয়ে আছে।
রিমি রুম্মান
বৃষ্টি অনেকের মত আমারও ভালোলাগতো একসময়। বাবার কবরটা যখন বৃষ্টির পানিতে প্যাক কাদায় নষ্ট হল, বুকের ভেতরটা হুহু করে কেঁদে উঠলো। ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
আদেগ পুর্ন লেখায় ভালোলাগা জানালাম ।
রিমি রুম্মান
ভালোলাগায় ভাল থাকুন।
এই মেঘ এই রোদ্দুর
লেখা খুব সুন্দর । দীর্ঘশ্বাস ছাড়া বলার কিছু নাই । আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন
রিমি রুম্মান
শেষ সময়টাতে বাবা-মা’রা যেন সন্তানের সেবা থেকে বঞ্চিত না হয়, এই দোয়া সব বাবা মায়ের জন্য। ভাল থাকবেন।
ছন্নছাড়া
আমার বৃষ্টি অনেক ভালো লাগে ……………
আমার ভালো লাগার বৃষ্টি আর আপনার কবিতার বৃষ্টির রুপ অনেক ভিন্ন ………।
কবিতা অনেক ভালো লেগেছে (y)
রিমি রুম্মান
বৃষ্টির ভালোলাগা থাকুক সবার অনুভবে।
শুন্য শুন্যালয়
বৃস্টিতে তার স্মৃতি …এভাবেই থাক বেচেঁ বৃষ্টি বৃষ্টি ..
লেখা খুব ভালো লাগলো .. (y)
রিমি রুম্মান
বৃষ্টির রিমঝিম শব্দ ভালোলাগার আবেশ ছড়িয়ে দিক সবাইকে। আমার মত কষ্ট না-ই বা পেল কেউ।
খসড়া
এই ঠান্ডায় বৃষ্টি আমার ও ভাল লাগে না।
রিমি রুম্মান
ধন্যবাদ, ভাল থাকবেন।
তন্দ্রা
এত কষ্ট কেন ভালবাসায়?
রিমি রুম্মান
পিতা-কন্যা’র ভালবাসার চেয়ে শক্তিশালী ভালবাসা আর আছে কিনা জানা নেই। ভাল থাকবেন।