বৃষ্টি ভালোলাগে না

রিমি রুম্মান ১০ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ১১:০২:৪৯পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আকাশ কালো আঁধার করা বৃষ্টি যদি ঝরে
মনের ছোট্ট কুটিরে নীল বিষণ্ণতা ভর করে
শ্মশানের নীরবতা নামে সকলের অগোচরে।

সেদিনও এমন আঁধারে ছেয়েছিলো ধরা
মুষলধারে ঝরেছিল উঠোন প্লাবিত বৃষ্টিধারা
যেদিন বাবাকে শেষযাত্রায় নিয়ে গেলো ওরা।

চিরকালের ঝকঝকে তকতকে দেহখানা বাবার
ক্যামন প্যাক- কাঁদায় মিশে হলো একাকার
ভাবতেই নেমে আসে হৃদয় বিদীর্ণ করা হাহাকার।
একদা তুমুল ভালোলাগার রিমঝিম বৃষ্টির শব্দ
ইদানিং শেলের মত বিঁধে হৃদয়ে, করে স্তব্দ।

বিদায় বেলায় হাতখানি রাখা হলোনা কপালে
ভিজানো হলোনা মুখখানি দু’ফোঁটা তৃষ্ণার জলে
ইট-পাথর-কংক্রিটের স্বপ্নিল প্রবাস, অনেক দিয়েছে
কিছু কি কম আমার কেড়ে নিয়েছে____???

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ