খাবো খাবো হ্যা খাবোইতো!প্রথমে,
তোমার তুমিকে;তোমার সরলতা,বিশ্বাস আর নীতিকে
ভুভূক্ষ আমি সমাজের সুবিদা বঞ্চিতদের কাতারে
নীতি আর সততার মাঝে আমি চিড় ধরাবো বলে।

খাবো খাবো দুনিয়াই খাবো!
আজ নেই ভাত মাছের ভেতো বাঙ্গালীর অহংকার।
রূপসী বাংলার নদ নদীতে লুণ্ঠিত হয় বালু,জলে মিশ্রণে বিষ।।
নেই কারো ক্রন্দন প্রতিবাদ সমাধান ধ্যানে,
নদ নদীরা মৃত্যুর মিছিলে;বাংলা হারালো নদী মাতৃ দেশের অহংকার।
ক্ষমতার গুণে!তাই তোমাদের বিবেকেও খাবো ।

আমি খাবো,হ্যা খাবোইতো!দুনিয়াই খাবো!
আমি এ দেশের এক মহান নেতা;নেতার নেতার;উত্তরসূরীর নেতা
মেরামতে রড খাবো,বিদ্যালয়ের পড়াও খাবো প্রশ্ন ফাসের বানে আবার
শিক্ষকতার উসুল নিবো,
পরীক্ষা পাশ রক্ষায় পাচশ টাকা হারে
আমিই খাবো,সবিই খাবো যা পাবো ভাই,তা তাই খাবো।

আমি খাবো খাবোইতো!
লাল ফিতার ফাইল আর খোলবে নাগো আমার হিস্যা বিনে
ঘোষ বানিজ্যে চাকুরী নিয়োগের উসুল নিবো,
মানি লন্ডারিন,টাকা পাচার সবিই আমি করবো
নেই দেখার কেউ যে দেখবে সেওতো আমারি মতন,
মন্ত্রী বলো আমলা বলো সবিই আমার দলে
শুধুই বলে,খাবো!খাবো!দুনিয়া খাবো,যা পাবো তার ভাগও দিবে।

খাবো খাবো সারা দুনিয়াটাই খাবো!
রাষ্ট্র খাবো রাজনিতী খাবো,খাবো আরো সরল প্রান,
পুলিশী নিয়োগ বানিজ্যে দিয়েছি লক্ষ টাকার বলিদান
খাবো এবার প্রশাসনের তন্ত্র-মন্ত্র;সাতান্ন ধারায় করবো জবাই
খাবোরে ভাই প্রতিবাদের ভাষা খাবো;
দেশটা যে ভাই মগের মুল্লুক;দেখি,ঠেকায় এবার কোন শালায়।

খাবো খাবো দুনিয়াই খাবো!
রাষ্ট্রীয় অকর্মা বুলি;ভাতের বদলে আলুই খাবো।।
পচা ঘম বিতরণে রাষ্ট্রীয় টাকা খাবো,
মাগো!আল্লার দোহাই দেই তোরে,আমায় ভুল বুঝিস নারে
রক্তে আমার বিষের ভরা!
কি দেবো তোমায়!
ভুভুক্ষ আমি!এক মুঠো ভাত দেবে আর কেডায়?।

খাবো খাবো শুধুই খাবো!,
সৎ পথের সততা খাবো,ভালো মানুষের মনুষত্ব খাবো
ভরসার স্থান খাবো,দুনিয়াকে অপরাধীর রাজ্য বানাবো,
জন্ম থেকে জ্বলছি মাগো ক্ষুদার জ্বালায় মরছি মাগো
কর্ম দেয়নি,দেয়নি সহায়,উচু তলার সাহেব বাবুরা,
আজ শপথের হাত বাড়ালাম সাহেবজাদের টেনে নীচে নামাবো,
খাবো খাবো এবার খাবো অধিকারটি ছিনিয়েই নেবো।

খাবো!খাবো!দুনিয়া খাবো যা পাবো ভাই তাই খাবো!
ডাক্তার খাবে রোগ ভুগিয়ে রোগী,কমিশন আসে গন্ড মুর্খ টেষ্ট রিপোর্টে,
সাধু খায় ধর্মশালা,রাষ্ট্র সমাজ করে ধন্য ধন্য,
আমি অধম কি করি আর বড়দের দেখানো পথেই যে চলি
কে মরল কে বা বাচল করবো না চিন্তা নেতাদের মতন আর
তাই খাবো এবার খাবোরে ভাই,
খাদকে আমি যে বিশ্ব চ্যাম্পিয়ণ হতে চাই।

 

৯২৯জন ৯২৮জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ