কষ্ট দুঃখ বর্ণনা করা আমার সাধ্যে নেই। জন্মধাত্রী মা নিল বিদায় চলতে চলতে। খুব কষ্ট পেয়েছি মা যাওয়াতে,তবে ভাল লাগে মা কারো পানে না চেয়ে চলে গেল, কারো রঙ্গিন কাল মুখটি আমার গর্ভধারিণী মাকে দেখতে হয়নি। বাবা অসুস্থ , আমি সময় পেলেই যাই কিন্তু কাউকে তো জোর করে সেবা করায়ে নেওয়া যয় না। কারো মনে জোর করে আবেগ সৃষ্টি করাও যায় না। আমি যা ভাবি অন্য তা ভাবেনা, আমি যা উপলব্ধি করি অন্যে তা করে না।
গত বৃহস্পতিবার বাবাকে নিজ হাতে খাওয়াতে খাওয়াতে কেঁদে ফেলি। বাবা আমাকে ছোটবেলায় এভাবেই কোলে তুলে আদর করে বিভিন্ন কায়দায় খাইয়ে দিতেন। আমার কান্না বাবা টের পায় বল, তুমি কাঁদলে আমি কি করে থাকব? কি বলব বুঝতে পারি না! অনুভূতিও লোপ পায়। তাঁর স্বরণ শক্তি এখন প্রখর। কোমর থেকে তাঁর শরীরের কার্যকারিতা হারিয়েছে কিন্তু পায়ে তাঁর অনুভুতি আছে মোটামুটি। জীবিকার কারণে বাবার পাশে থাকা অসম্ভব হচ্ছে কি করব তাও বুঝতে পারিনা।
যে মা বাবা সন্তানের জন্য আদর, দোয়া, যত্ন দু’হাত তুলে করেছে। আজ সন্তান কেন অবুঝ। বুঝতে চাইনা। হে আল্লাহ পৃথিবীর সকল সন্তান যেন তাঁদের বাবা মায়ের সেবা করতে পারে সেই মন মানসিকতা দাও। আমিন।
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আসলে বাবা মায়ের ঋণ আমাদের পক্ষে শোধ করা অসম্ভব।
তবুও যেটুকু সাধ্য আমাদের আছে তার মধ্য থেকেই আমাদের তা করা উচিৎ।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন বস।
অনিকেত নন্দিনী
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়া’নি সাগিরা।
সবাই যেনো তাদের বাবা-মাকে সেবা করার সুযোগ পায়। আল্লাহ্পাক তাঁর বান্দাকে কতোভাবেই না পরীক্ষা করেন! আমরা যেনো সেসব পরীক্ষায় সফলতালাভ করি। 🙂
মোঃ মজিবর রহমান
সকল সন্তান যেন থাকে নিমগ্ন
পিতা-মাতার সেবায় এই হোক পণ।
জিসান শা ইকরাম
আপনার বাবাকে আল্লাহ যেন রহম করেন। সুস্থ্য হয়ে যাক আপনার বাবা।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সুস্থ করে দিক এই কামনায় করি।
জিসান শা ইকরাম
আমীন………
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মা বাবা যার জীবিত আছেন তার মত ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নয়…..সন্তানের এমন আক্ষেপ কেবল একজন ভাল সন্তানই করতে পারেন -{@মা বাবা সন্তানের কাছে এমন একজন যোগ্য সন্তান পৃথিবীতে বিচরণ করুক তাই চান তাদের সেবা নয় বরং তাদের মতের মতো সন্তান হয়েছেন তাই তাদের পরম পাওয়া।আল্ল্াহ মাকে যেন বেহস্তবাসি করেন সেই কামনাই করছি….আমিন -{@
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ মনির ভাই।
-{@
আবু খায়ের আনিছ
আপনার বাবার সুস্থতা কামনা করি।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আনিছ ভাই।
-{@
মেহেরী তাজ
আপনার বাবাকে আল্লাহ ভালো রাখুক দোয়া করি!
খসড়া
বাবার হাতের আঙুল ধরে
প্রথম জলে নামা
কোমর জলে ভিজিয়েছিলাম
আমার রঙিন জামা
দৃষ্টি ছিল দূরের দিকে, দিগন্তটার পানে
জলটা কত গভীর ছিল?
সে তো বাবা জানে।
ব্লগার সজীব
বাবার সেবা করুন। আল্লাহ্ চাহে তো সুস্থ্য হয়ে উঠবেন উনি।
নাসির সারওয়ার
বাবা মায়ের কারনেই তো আমাদের এই জীবন। ওনাদের ঋণ শোধ দেবার কার সাধ্য আছে! যত টুকু সামর্থ্য, সেবায় তার কার্পণ্য করা যাবেনা।
দোয়া রইলো।
মৌনতা রিতু
বাবা সুস্থ হোক তাড়াতাড়ি।অন্তত বেঁচে থাক,মাথায় হাতটা তো দিতে পারবে।
এই দুটো সম্পর্ক নিয়ে আসলে কি বলব জানিনা।আমার অস্তিত্বই যে এই দুটি ডাক আব্বা মা।
ভালো াখুন শক্ত থাকুন।
ইলিয়াস মাসুদ
যতটুকু সম্ভব তাঁর কাছে থাকুন, বাবা ছাড়া চরম শুন্য ঐ বিশাল পৃথীবি
বাবার জন্য অনেক অনেক দোওয়া রইলো
শুন্য শুন্যালয়
ইচ্ছে থাকলেও সন্তানরা সবসময় সবকিছু করতে পারেনা। আল্লাহ্ সন্তানদের এই অক্ষমতাকে ক্ষমা করুন। মন খারাপ করবেন না ভাইয়া। বাবার সেবা সাধ্যাতীত চেষ্টা করছেন এটকুই শান্তি। বাবা সুস্থ হয়ে উঠুক শীঘ্রই, শুভকামনা।
নীলাঞ্জনা নীলা
আমার সকাল শুরু হয় বাবা-মায়ের মুখ দেখে। ওখানেই যেনো আমার ঈশ্বর।
অনেক দূরে আছি, কিন্তু অনুভবে খুব কাছে।
আর সবাই জানে আমার জীবনের প্রথম priority ওই দুজন মানুষ। তারপর সব।