প্রিয়তমা কাছে এসো, ভালোবাসো।
এক অগ্নিস্ফুলিঙ্গের মতো জীবন তোমার
এক অগ্নিপতঙ্গের মতো জীবন আমার
বাতিঘরের উঁচু বারান্দা থেকে চুরুট ধরিয়ে ছুঁড়ে ফেলা
কত দেশলাই কাঠি নিভে যায় সমুদ্রের জলে আর ফেনায়,
তবু যে কাঠি, যে স্ফুলিঙ্গ নিভে যেতে যেতে
আঘাত করে যায় সোরা গন্ধক ঠাসা বারুদাগারে।
শতাব্দীর ঘুম ভেঙে মরিয়ম ফুলের মতো
জেগে ওঠে যেই আগ্নেয়গিরি ভিসুবিয়াসের আকাঙখা নিয়ে
তোমার এক ফোটা জলের মতো স্ফুলিঙ্গের ঘষায়।
প্রিয়তমা বলোতো কে, কাকে জ্বালায়?
সেখানে তোমার,আমার অমরত্ব লেখা রয়।
উল্লেখিত কবিতাটি সম্প্রতি বই মেলায় প্রকাশিত কবি আসিফ ইকবালের বই ২১শে ডিসেম্বরের “ প্রিয়তমা ” কবিতার অংশ বিশেষ। বইটিতে মোট পঁচিশটি কবিতা আছে।
আসিফ ইকবাল, পুরো নাম মুহাম্মাদ আসিফ ইকবাল রাসেল। ঢাকার ছেলে, শৈশব, কৈশোর,পার করেছেন ঢাকার মোহাম্মদপুরে। পড়াশোনা করেছেন সরকারি ল্যাবরেটরি স্কুল,ঢাকা কলেজ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে পেশায় তিনি একজন ব্যাংকার। শিক্ষয়িত্রী মা আর সরকারি কর্মকর্তা বাবার আদর স্নেহের ছায়ায় বড়ো হয়েছেন,পেয়েছেন কাব্য_কবিতা, সাহিত্য জগতে বিচরনের অবাধ সুযোগ। ছোটো বেলা থেকে শুরু করে প্রাপ্তমনষ্ক হয়ে উঠার প্রতিটি ধাপে কাব্য প্রতিভার চমক দেখিয়েছেন অবিরত হয়ে। পত্র–পত্রিকা,লিটল ম্যাগাজিন আর সোস্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন তার সাহিত্য অনুরাগের কারনে।
আসিফ ইকবাল আমার খুব কাছের বন্ধুদের একজন। সদাহাস্যজ্বল, চমৎকার ব্যাক্তিত্বের অধিকারী একজন সু–শিক্ষিত মানুষ। তার ২১শে ডিসেম্বর বইটা পেতে আমাকে বই মেলায় যেতে হয়েছে তিনবার। প্রথমবার বইটির স্টক শেষ হয়ে গিয়েছিলো,দ্বিতীয়বার বৃষ্টির কারণে চলে আসতে হয়েছে। শেষবার বইটা হাতে পেয়েছি। বলা চলে এই বইটির কারনে আমার বইমেলা ঘোরাঘুরি স্বরনীয় হয়ে গেছে। আর মজার ব্যাপার হলো তিনবারের কোনো বারেই শ্রদ্ধেয় লেখক সাহেবের সাথে আমার দেখা হয়নি।
আসিফের কবিতা নিয়ে অনেক কিছু লেখার সামর্থ আমার নেই। যতটুকু পড়ে বুঝেছি তাতেই আমার ভালো লাগা কাজ করেছে। লিখতে পারলে হয়তো আরো কিছু যোগ করা যেতো। বই হাতে নিয়ে প্রথমেই যে লেখাটি নজর কেড়েছে তা দিয়েই শেষ করছি…
★ সময় যেতে থাকে, যেতে যেতে রঙ বদলায়,ঋতু বদলায়, ফিরে ফিরে আসে। মাথার উপর সূর্য, সূর্যের দিন ☀ ব্যস্ত কোলাহল। তবুও একটা সময় সে ডুবে যায়। প্রশান্তি নিয়ে আসে মায়াবী চাঁদ। রাত গড়িয়ে যায়, ভোর হয়। ঘটে চলে ঘটনা। জীবন এগোতে থাকে। রাতের স্বপ্ন ফিঁকে হয়ে আসে দিনের আলোয়। মানুষ তবু হেটে যায়। সময়ের আবর্তনে একসময় স্বপ্নরাও ফিরে ফিরে আসে। হয়তো নতুন রুপে,নতুন আঙ্গিকে এইসব দোলাচাল…. ★
আসিফ ইকবাল আর তার ২১শে ডিসেম্বর সফল হোক, শুভকামনায় শুভাকাঙ্ক্ষী সাবিনা ইয়াসমিন।
_বই সম্পর্কিত তথ্য_
লেখক– আসিফ ইকবাল
প্রচ্ছদ– আকীল আকতাব
মূল্য– ১৫০/– টাকা
প্রকাশক– স্বরচিহ্ন
পরিবেশক– রাইটার্স গিল্ড
★ অনলাইনে বইটি পেতে হলে যোগাযোগ –
www.rokomari.com / swarchinnho
১৫টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
শুভ কামনা থাকলো কবির জন্য ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মেহেদী ভাই।
মনির হোসেন মমি
জানলাম।এমন সুখবরটি আরো আগে বললে হয়তো আমাদের কারো হাতে না কারো হাতে এই বইটি সংগ্রহ হত।যাক শেষ কথাটা মনের সাথে মিলে গেল।শুভ কামনা আপনার বন্ধুটির জন্য।
সাবিনা ইয়াসমিন
আমি বইটি পেয়েছি হাতে পেয়েছি মেলার শেষ মূহুর্তে মমি ভাই। পর্যাপ্ত সময় না থাকায় বইটি তাৎক্ষনিক পড়তে পারছিলাম না। আবার বই না পড়ে কিছু লিখতেও পারিনি তাই পোষ্ট দিতে দেরি হয়ে গেলো। আপনারা চাইলে বইটি রকমারি ডট কম থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
আপনার শুভ কামনা তাকে পৌছে দিবো। আপনিও ভালো থাকবেন।
বন্যা লিপি
শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ বন্যা, ভালোবাসা নিও ❤❤
তৌহিদ
শুভকামনা জানবেন । লেখাটি ভালো লেগেছে।
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা লেখক পেয়ে যাবেন আশা করি।
ধন্যবাদ তৌহিদ ভাই, ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
সোনেলায় একজন-ই শুধু বইয়ের রিভিউ দেয়,
এখন আপনিও যুক্ত হলেন, শুভেচ্ছা আর একটি পালক যোগ হওয়ার জন্য, আমরা দেখতেই আছি, দেখতেই থাকব।
আপনার এই কবি সম্পর্কে জেনে ভাল লাগল, এবারে বুঝতে পারলাম সবাই কেন কবি হতে চায়!! সেটি অবশ্যই ভাল।
চেষ্টা জারি থাকুক,
তবে ‘পড়েছি সব গুলোই। কিছু বুঝেছি আর বাকি গুলো বোঝার চেষ্টা করছি’ এই অংশে একটু আপত্তি জানাচ্ছি।
আমাদের ভাগ দিলে মন্দ হতো না।
সাবিনা ইয়াসমিন
আপত্তিকর অংশটা বাদ দিয়েছি।
ভাগ পাবার ব্যবস্থা করতে পারবো, আশা রাখছি।
ভালো থাকবেন মহারাজ, শুভকামনা।
ছাইরাছ হেলাল
কী আবার বাদ-ফাদ দিলেন।
আপনি একা একা পড়ে ফেলছেন!! তা পড়ুন, কিন্তু কী পড়লেন, পড়ে কেমন অনুভব হলো
সেটি আমাদের মাঝে ভাগাভাগি করে দিন।
নিত্য–নূতন লেখা কৈ!!
জিসান শা ইকরাম
বিশ্বস্ত সুত্রে জানতে পেরেছি যে আপনি প্রচুর বই পড়েন।
কেবল মাত্র বই নয়, যে কোনো লেখাই আপনি গভীর মনযোগ দিয়ে পড়েন,
যার প্রমাণ পাওয়া যায় সোনেলার লেখা গুলোতে আপনার মন্তব্যে,
লেখার ভিতরে গিয়ে উপলব্দি করেই আপনি মন্তব্য করেন।
এটি আপনার প্রথম রিভিউ, বেশ ভালোই লিখেছেন,
প্রথম রিভিউ স্মরণীয় করে রাখলেন প্রিয় বন্ধুর বই রিভিউ লিখে।
বই মেলায় যাবার পূর্বে এই রিভিউ পেলে বইটি অবশ্যই সংগ্রহ করতাম।
আপনার বন্ধুকে বলুন সোনেলায় তার নতুন কিছু লেখা দিতে, আমরা কিছু শিখি।
শুভ কামনা।
প্রহেলিকা
প্রবাসী হবার দরুন আপাতত বইটি সংগ্রহ করতে পারছি না, তবে আপনার পাঠ প্রতিক্রিয়াতে আগ্রহ জন্মেছে বইটি পড়ার। অবশ্য আপনি চাইলে মাঝে মাঝে শেয়ার করতে পারেন।
রিভিউ লেখা সহজ কাজ না, অন্তত আমার কাছে। একজন লেখকের লেখার ভাবটাকে তুলে আনা হয়, নিজের অভিব্যক্তির মাধ্যমে। অবশ্যই তা কঠিন, আর এজন্য আপনি সাধুবাদ প্রাপ্য।
শুভ কামনা রইল, পরবর্তী বইয়ের পাঠ প্রতিক্রিয়া পড়ার অপেক্ষায় রইলাম।
সাবিনা ইয়াসমিন
দিবো প্রহেলিকা। সময়োভাবে অনেক পড়ার সময় করতে পারি না। ভালোলাগার মতো নতুন বই পড়লে চেষ্টা করবো রিভিউ দিতে।
শুভ কামনা অবিরত।
শুন্য শুন্যালয়
আপনার বন্ধু কবির জন্য শুভকামনা রইলো। কবিতাটা ভালো লেগেছে। আপাতত পড়ার সুযোগ পাচ্ছিনা, ভবিষ্যতে কখনো পরে ফেলবো, হয়তো আপনার কাছ থেকে নিয়েই 🙂