
শাপলা ঝিলে ঘুড়তে যাবি ? চল-
কার্তিকের ঐ হাঁটু জলের বিলে,
পদ্ম দেখেই হাত বাড়াস না যেন
পা পিছলে পড়বি গভীর খালে।
ভাঙ্গা ডিংগি; ডানে বায়ে দুলে
বলিস যদি, আনবো টেনে তুলে,
শেওলা ভরা পিচ্ছিল ছোট মাঁচা
পা পিছলে- পড়িস না তুই ভূলে।
নীল শাড়িতে বসবি পাটাতনে
বাইবো নৌকা ভাটির টানে টানে,
উড়বে আঁচল হৈমন্তি বাতাসে
নাচবে নোলক ভাটিয়ালি গানে।
শালুক তুলিস, শাপলা কয়েক গোছা
দুই চারটে নীলচে পদ্ম ফুল,
সাঁজের আগে ফিরতে হবে নীড়ে
জল কাননে কেমনে করিস ভুল !!
ঐ যে দুরে, সুপাড়ি গাছের ডগা
ফিরতে হবে তিনশ বিঘা পথ,
ডুবছে সুরুজ, তাম্বু হলো লাল
থাকিস দুরে, সবাই কি আর সৎ !!
সখি, টোক্কা দিসনা মরা নদীর বুকে
শেষে, ঢেউ হাসবে বুকখানি ফুলিয়ে,
যদি, পাগলা ঝড়ে উড়ে আঁচলখানি
তখন, লজ্জাটুকুন সামলাবি কি দিয়ে !
-০-
২১/১০/২০১৯
ছবি- নেট থেকে
৩৫টি মন্তব্য
মনির হোসেন মমি
নীল শাড়িতে বসবি পাটাতনে
বাইবো নৌকা ভাটির টানে টানে,
উড়বে আঁচল হৈমন্তি বাতাসে
নাচবে নোলক ভাটিয়ালি গানে।
চমৎকার হেমন্তের বন্দনায় কবিতা নিয়ে সোনেলায় অভিষেক। অভিনন্দন এবং স্বাগতম সোনেলা পরিবারে। আজ থেকে আপনিও এ পরিবারের একজন সদস্য। ভাল মন্দ মন্দের ভাল সব মিলিয়েই সাথেই থাকুন।ধন্যবাদ।
এস.জেড বাবু
শেষ লাইনটা ভাল লেগেছে ভাই।
“ভাল মন্দ মন্দের ভালো”
তাহলেই হয়ত কেউ হারাবেনা সোনেলা ছেড়ে।
ভালো লাগলো ভাই আপনাকে দেখে।
হৈমন্তি শুভেচ্ছা রইলো
মনির হোসেন মমি
সাথেই আজীবন আপনাদের সাথে। আপনাকেও শুভেচ্ছা ।
তৌহিদ
বাবু ভাই, দারুন লিখেছেন। সোনেলায় স্বাগতম ভাই। প্রোফাইলে আপনার ছবি দিয়েন কিন্তু।
হেমন্তবন্দনার কবিতা দেবার জন্য আপনাকে অভিনন্দন।
এস.জেড বাবু
তৌহিদ ভাই, আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো। পিসিতে বসলেই ছবি আপলোড করে দিবো।
হেমন্তের শুভেচ্ছা রইলো
বন্যা লিপি
সোনেলা উঠোনে স্বাগতম। ছান্দিক কাব্যে হেমন্তবন্দনা ভালো লাগলো। আরো লিখুন।
নিতাই বাবু
সোনেলা উঠোনে হেমন্তের বাতাস বইতে শুরু করেছে। শুভেচ্ছা জানবেন।
এস.জেড বাবু
আপনাকে ও একগুচ্ছ কাশফুলের শুভেচ্ছা। হৈমন্তি শব্দের ঝড় বয়ে যাক সোনেলায়।
শুভ কামনা ভাই
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়,
নিয়মিত লেখুন, অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা।
এস.জেড বাবু
হৈমন্তি শুভেচ্ছা ভাই,
যতটুকু সময় পাই চেষ্টা করবো।
ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
আপনাকেও শুভেচ্ছা অনেক অনেক।
জিসান শা ইকরাম
আপনি তৌহিদ ভাইর এই পোষ্টটি পড়ুন,
একটি মোবাইল এপ্লিকেশন লিংক দেয়া আছে,
মোবাইলেই ছবির সাইজ ছোট বড় করা যায় এটি দিয়ে,
নিজের চাহিদা মত।
এখানে ক্লিক করুন।
এস.জেড বাবু
ধন্যবাদ ভাইজান,
তৌহিদ ভাইয়ের চমৎকার পোষ্ট পড়ে নিলাম।
জিসান শা ইকরাম
প্রফাইলে একটি ছবি দিন।
এস.জেড বাবু
ইনশাআল্লাহ
আকবর হোসেন রবিন
কবিতা মনে ধরেছে।
এস.জেড বাবু
সৌভাগ্য আমার ।
হেমন্তের শুভেচ্ছা রইলো ভাই
ইঞ্জা
প্রথমেই জানাই সু-স্বাগতম সোনেলার উঠোনে, আসবো আসবো করে চলেই এলেন দেখে খুব আনন্দিত হলাম ভাই, অনুরোধ করবো আপনার প্রোফাইল পিকচার দেওয়ার জন্য।
চমৎকার হেমন্ত বন্ধনা, মন্ত্রমুগ্ধ হলাম ভাই।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
এস.জেড বাবু
আমার লিখা ব্লগের উপযুক্ত না। তবুও আপনি বলেছেন, আপনার কথা রাখতে হবে প্রিয় ভাই।
আন্তরিক ধন্যবাদ আপনাকে
নৃ মাসুদ রানা
বাহ!!
এস.জেড বাবু
শুভেচ্ছা ভাইজান
প্রদীপ চক্রবর্তী
হেমন্ত বন্দনার কাব্যকথনে একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
শুভকামনা দাদা।
এস.জেড বাবু
এক রাশি কৃতজ্ঞতা রইলো ভাই
আরজু মুক্তা
হৈমন্তী শুভেচ্ছা।
এস.জেড বাবু
আপনাকেও অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা আপু
সুরাইয়া পারভিন
ওরে শব্দে ছন্দে কি চমৎকার হেমন্ত বন্দনা!
দারুণ প্রকাশ
এস.জেড বাবু
শুভেচ্ছা রইলো আপু।
মুগ্ধ আর অনুপ্রাণিত হলাম।
শিরিন হক
হেমন্তের শুভেচ্ছা
এস.জেড বাবু
শুভেচ্ছা নিরন্তর আপু
রেহানা বীথি
ছন্দে ছন্দে হেমন্ত বন্দনা বেশ লাগলো। সুস্বাগতম।
এস.জেড বাবু
অনুপ্রাণিত হলাম আপু
আন্তরিক ধন্যবাদ
সাখিয়ারা আক্তার তন্নী
ভালো লাগলো লিখাটা,
এস.জেড বাবু
সহস্র কৃতজ্ঞতা রইলো আপু
সঞ্জয় মালাকার
দাদা হেমন্ত বন্দনায় এক রাশ ভালবাসা, হেমন্ত শুভেচ্ছা অফুরন্ত দাদা।
এস.জেড বাবু
হৈমন্তি শুভেচ্ছা দাদা-
অসংখ্য ধন্যবাদ।