
শিশির-বেলা দিঘলতর সোনা-ফসলের
ক্ষেত জুড়ে, ঢেউ বয়ে যায়, মুহূর্ত-উৎসবের
অবিস্মৃতিপ্রবণ মশগুলতায়; পরীদের সাথে,
এ যেন প্রতীতি হেমন্তের উত্তরাধিকার।
সংশয়ী স্বাপ্নিক মগ্নতার সন্তাপহীন আনন্দ-স্রোত
অনবরত ছুঁয়ে যায় কৃষকের সোনালী শয়ান,
অপারঙ্গমতার আত্ম পরিচয় ভুলে একান্নবর্তী
হেমন্তের-কৃষক পরিবারে আজ বিজেতার সচ্ছলতা।
নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।
ছবি… নেট থেকে নেয়া।
২৬টি মন্তব্য
বন্যা লিপি
ভিন্ন ভিন্ন রূপ আপনার শব্দচয়নে হেমন্ত, বসন্ত,বর্ষা সব ঋৃতুর। প্রতিটা লাইনের শব্দে মোহময়তা জড়িয়ে থাকে। মুগ্ধতা।
ছাইরাছ হেলাল
আপনি নিয়মিত পড়ছেন, সুন্দর করে করে সুন্দরতম প্রশংসা করছেন,দেখতে ভালই লাগে।
লেখা পাচ্ছি না তো আপনার।
কামাল উদ্দিন
কবিতা এবং ছবিতা দুটোই অনবদ্য
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ আপনাকে, ছবি তো হাওয়া থেকে পাওয়া।
কামাল উদ্দিন
যেখানেই পান, সৌন্দর্য্য তো ঠিকই অসাধারণ
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, নিজের তোলা ছবি নেই যে।
এত লিখলে কত আর নিজের ছবি থাকবে!
অনন্য অর্ণব
নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।
খুব ভালো লাগলো কথাগুলো।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ, সব সময়-ই আপনি উৎসাহ দেন অকৃপণ ভাবে।
মাহবুবুল আলম
“অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।”
পুরোটাই সুন্দর। তবে ওপরের দুইটি লাইন বেশি সুন্দর।
ছাইরাছ হেলাল
যাক লেখাটির গতি হলো,
আমার কাছে এই লাইন দু’টো-ই ভঙ্গুর লাগছিল।
ভাল থাকুন সারাক্ষণ।
সুরাইয়া পারভিন
সত্যিই যেনো হেমন্ত ঋতু এসেছে কৃষকের দ্বারে প্রণয়নীর বেশে। ভালোবাসার বাসা বেঁধেছে কৃষকের অন্তরে।
চমৎকার প্রকাশ
ছাইরাছ হেলাল
হেমন্ত আসে কৃষকের কাছে কৃষকের হয়ে আনন্দের উচ্ছলতায়।
ধন্যবাদ মনযোগী পাঠক।
সাবিনা ইয়াসমিন
যেদিন খোলস ভেঙে হেসেছিলো সুপ্ত ফসলি-বীজ,
ফসিল পরীর গুঞ্জনে ঘুম-ভাঙা ঋতু শয্যা ছেড়েছিলো..
শরতের বিদায়ে শিশিরে ভিঁজেছিলো সবুজ প্রান্তর,
সোনালী সূর্যের মায়ায় হেমন্ত এলো শুভক্ষণে,
সোনালী ফসলের অবারিত আলোকে
ভালোবাসা বাসা বেঁধেছে কৃষাণ-কৃষানীর অন্তরে..
ছাইরাছ হেলাল
এ ক্লাসিক মন্তব্যের উত্তর দেয়ার সাধ থাকলেও সাধ্যে কুলাচ্ছে না।
তরজমা চাচ্ছি না।
তবে এটি ঠিক, শরৎ পেরিয়েছে বলেই কৃষক হেমন্ত পেয়েছে।
হেমন্ত-শিশিরে গা-ভিজিয়ে সোনালী ধান ক্ষেত উচ্ছল হয়ে হাসে।
কবিতা কোলাহলে কৃষক হাসে।
সঞ্জয় মালাকার
নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।
ভালো থাকুন সব সময় শুভ কামনা দাদা।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, মন দিয়ে পড়ছেন বলে।
এস.জেড বাবু
নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।
নবান্ন প্রেম”
সুন্দর, সুন্দর, সুন্দর হয়েছে
ছাইরাছ হেলাল
এত এত এতগুলো সুন্দর এক সাথে!
ভারী ভারী লাগছে তো!
অবশ্যই নবান্ন প্রেম, নবান্নের প্রেম।
শুভকামনা আপনার জন্য।
এস.জেড বাবু
একবার সুন্দর বলে পোষায় নাই-
যা বলার- উজার করিয়া ই বললাম।
অনেক ভাল থাকবেন ।
ছাইরাছ হেলাল
মেরে ফেলতে চান বুঝি!
রেহানা বীথি
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।
সত্যিই তাই। ভালো লাগলো খুব।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ছেন, এটাই তো অনেক।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
খুব বড় ফসলী জমির পাকা ফসলে যখন বাতাসে ঢেউ তোলে তার অপরূপ দৃশ্য থেকে চোখ ফেরানো যায় না।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ঢেউ খেলানো সোনালী ধান ক্ষেত সত্যিই অপরূপ।
ধন্যবাদ।
রুমন আশরাফ
“নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।”
বাহ কি দারুণ কথাগুলো! ভাল লাগলো বেশ। পড়ে বেশ তৃপ্তি পেলাম।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।