
হেমন্ত আজ পণ করেছে খুবলে খাবে কবিতার হৃৎপিণ্ড,
ছড়ানো-জড়ানো এলেবেলে শব্দদের
বারোটা-তেরটা বাজিয়ে তাণ্ডবে মত্ত হবে সে;
হারালে হারাক নাকের নোলক
বিদিশায় পথ হারিয়ে উদ্দেশ্যহীনতায় কাঁদুক পাঁচালী কবি,
তাতে কি! কবিতা তার চাই-ই চাই;
রাতের অন্ধকার ফুঁড়ে,
মায়া-কাঁথা-কাঞ্চনের উষ্ণ আমন্ত্রণ-কে নিকুচি দিয়ে
আধ-চোখে, কাদা-ঘুমে পড়বেই সে, এক মহাকাব্য..
হায়, কবিতা
এবার এসো অ-কবিতায়,
অবগুণ্ঠন মুক্ত হয়ে, লাজ-ভাঙা নিদারুণ বৈভবে
ছলা-কলা নির্বাসিত করে।
৩১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অনেক অনেক দিন পর কবিতায় আপনাকে দেখে
আনন্দিত হচ্ছি! তবে এত কঠিন কঠিন লাগে কেন ঠিক বুঝতেছি না!
সাবিনা ইয়াসমিন
টানা-হ্যাঁচরার লেখা আর কত নরম হবে? নিজের ইচ্ছায় তো আসেনি। তাই এমন হয়েছে। পড়ুন, কষ্ট করে কটমট করে পড়ে নিন।
তৌহিদ
কবিতা অকবিতায় হলেও আসুক। লেখকের এই বিরহবেদনার অবসান চাই। দারুণ একটি লেখা পড়লাম আপু। মাঝেমধ্যে কই হাড়িয়ে যান? আরও কবিতা চাই ☺
সাবিনা ইয়াসমিন
হাহাহা, আপনি ঠিক ধরেছেন তৌহিদ ভাই। কবিতা সংকটের অবসান চাই। আসুক নাহয় অ-কবিতা হয়ে 🙂
শুভ কামনা 🌹🌹
রেজওয়ান
অনেকদিন পর ব্লগে এসেই আপুর দুইটা লেখা পড়লাম🥰অসাধারণ অভিব্যক্তি❤ভাল থাকুন সব সম..
সাবিনা ইয়াসমিন
আচ্ছা থাকবো,
নিজে ভালো থেকে আমাদেরও ভালো রাখুন রেজওয়ান। নিয়মিত ব্লগে আসুন।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
হারালে হারাক নাকের নোলক
বিদিশায় পথ হারিয়ে উদ্দেশ্যহীনতায় কাঁদুক পাঁচালী কবি,
তাতে কি! কবিতা তার চাই-ই চাই;
চাই-ই চাই, হোক তা প্রেমে, বিরহের কিংবা বিদ্রোহের কবিতা।
কবিতা হয়ে ধরা দিক, তবুও দিক।
চমৎকার লিখেছেন আপু
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ সুরাইয়া,
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
রাতের অন্ধকার ফুঁড়ে,
মায়া-কাঁথা-কাঞ্চনের উষ্ণ আমন্ত্রণ-কে নিকুচি দিয়ে
আধ-চোখে, কাদা-ঘুমে পড়বেই সে, এক মহাকাব্য..
তবে হউক না শুরু আর এক ডাইরির বুকে আঁচড় কাটা। বর্নের আঁকিবুকি হয়ে যাক নতুন এক মহাকাব্য।
কি সুন্দর লিখেন- সব বুঝিনা, বোঝার ক্ষমতা কম- তবু ভাল লেগেছে।
সাবিনা ইয়াসমিন
এই লেখাটি মুলত মহারাজের ( ছাইরাছ হেলাল) লেখার জবাব পোস্ট। ব্লগে অনেক আগে থেকেই জবাব পোস্ট প্রচলিত। যে কারো লেখার উত্তরে কমেন্ট ছাড়াও আমরা আলাদা পোস্টে জবাব দেই। এটি উপভোগ্য বটে 🙂
* মহারাজের লেখা
https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/
ধন্যবাদ ও শুভ কামনা বাবু ভাই। 🌹🌹
নৃ মাসুদ রানা
হারালে হারাক নাকের নোলক.
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
ভাল লাগা জানিয়ে গেলাম।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 🙂
অনন্য অর্ণব
আপু এতো ঝাঁঝালো শব্দগুলো কোথায় চাষাবাদ করেন হুঁহ
সাবিনা ইয়াসমিন
চাষাবাদ করি নাতো,,,,, চুরি করে আনি ☺
হাহাহা,
জিসান শা ইকরাম
হেমন্ত কবিতা লিখেছে,
আপনার কবিতাও যেন জেল থেকে মুক্তি পেয়ে সঠিক পথে এসেছে।
অনেক দিন পরে কবিতায় ফিরলেন।
খুবই ভাল হয়েছে কবিতা।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
পথে আনার চেষ্টা করছি।
অনেক ধন্যবাদ আপনাকে 🙂
সঞ্জয় মালাকার
রাতের অন্ধকার ফুঁড়ে,
মায়া-কাঁথা-কাঞ্চনের উষ্ণ আমন্ত্রণ-কে নিকুচি দিয়ে
আধ-চোখে, কাদা-ঘুমে পড়বেই সে, এক মহাকাব্য..
তবে হউক না শুরু আর এক ডাইরির বুকে আঁচড় কাটা। বর্নের আঁকিবুকি হয়ে যাক নতুন এক মহাকাব্য।
কি সুন্দর লিখেন দিদি, তবে গুলো শব্দ বুঝার মত মেধা কম।
ধন্যবাদ দিদি ভালো লাগলো খুব।
সাবিনা ইয়াসমিন
লেখাটা একটু শক্ত হয়ে গেছে।
তবুও কষ্ট করে পড়ার জন্যে অনেক ধন্যবাদ দাদা। 🙂
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
কবিতায় লিখি, কবিতায় ভাবি,
কবিতার ছলাকলায় কবিতায়-ই জাগি;
কবিতা বেঁচে থাকুক হেমন্ত-পণে
অ-কবিতার কবিতা নৈপুণ্যে;
সাবিনা ইয়াসমিন
মহারাজের দোয়ায় আল্লাহ তায়ালা বরকত দিন। কবিতারা ছুটে আসুক খেয়াল-খুশির আড়াল ভুলে।
ব্যাপক ধন্যবাদ সহ শুভ কামনা নিন মহারাজ
🌹🌹
নিতাই বাবু
আপনার এই আমন্ত্রনে অ-কবিতারা সাড়া দিলেই হয়!
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ঠিক বলেছেন। সাড়া দিলেই হয়, ডাকা-ডাকি তো আর কম করলাম না। 🙂
রেহানা বীথি
হারালে হারাক!
দারুণ লাগলো।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপু।
ভালো লাগা টুকু যতনে তুলে রাখলাম।
শুভ কামনা 🌹🌹
শফিক নহোর
ভাল লাগলো প্রিয় দিদি ।
সাবিনা ইয়াসমিন
শুধু ভালো লাগলে হবেনা শফিক ভাই। আপনাকেও লিখতে হবে। কতোদিন হলো লেখায় আসছেন না, গুনে দেখেছেন?
নতুন লেখা দিন।
আপনার লেখা এবং আপনাকে মিস করছি 🙂
শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
সাবিনা, সত্যি বলেছ। মাঝে মাঝে কবিতা ঠিক জেদী মেয়েটার মতোই এমন আবদার ধরে বসে যে, হাতে-পায়ে ধরেও পার পাবার উপায় থাকে না। হৃদয় খুঁড়ে হলেও শব্দের যোগান দিতে হয়। নিরন্তর শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
হৃদয় খুঁড়ে শব্দের যোগান দিতে হয়!
বাহ, একদম ঠিক বলেছেন।
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
হুম একদম! ভালো থেকো।