হুঁশিয়ারি।

শুন্য শুন্যালয় ১৮ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৩:১৫:১০অপরাহ্ন বিবিধ, রম্য ৭৩ মন্তব্য


সইলো করিসনে তুই রঙ্গ,
পরান কাঁপে হ্যাঁচকা টানে বাজে বুকে বঙ্গ।
বিষের বাঁশি বাজাস তোরা,
সুর কেনো তার ছাড়েনা মোর সংগ?
সইলো,স্বপন বুঝি করলি এবার ভঙ্গ।

তোর ছলেতে হয় যদি সে কুপোকাত,
সন্ন্যাসিনী হবোই আমি,
ভাবিস যদি চুকলো ল্যাঠা করবি বোকামি
জটাধারী মন্ত্রনাতে করবো অভিসম্পাত।

মায়াবীনি পাষন্ডিনি তুই লুটেরা মেদিনী,
বনোভূমের বিলাস স্রোতে ভাসিয়ে নিলি তরনী,
আমি এখন কাঁদি বসে, ভাবি বসে
ছলাকলায় হবোই হবো তোর মতোনই হরিণী।

সই হয়ে তুই হলি সতীন
এবার দেখিস অমরাবতীর দুয়ার হবো,
ভোর হবে মোর অংগ।
ভালোবাসায় ভাগ হবেনা, যতোই খুঁড়িস সুরঙ্গ।

৫৬৩জন ৫৬৩জন
0 Shares

৭৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ