হিংসা যুদ্ধ

সঞ্জয় মালাকার ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০১:০২:০৪অপরাহ্ন এদেশ ১৮ মন্তব্য

চিত্রবিচিত্র……..কাঁদে বিশ্ব মানবাতা…
রক্তাক্ত শরীরে…শুধু’ই শূন্যতা,

এবিশ্ব এজাতি মারিয়া, মরিয়া চায় রাজত্ব রাজধানী
হিংসায় হয়েছে কান্ত, নিজ পরিবা করেছে খুন, নিজ সার্থে হয়েছে মগ্ন,
বিবেকে নেই মানবিক চিন্তা চেতনা,নিরহ মানুষ মারছে পশুর মতো?

যুদ্ধ,,

মাগো হিংসা যুদ্ধে মরেছি আমরা
দেশ রক্ষার নামে,
মাগো দেশ রক্ষা কি হয়ে গুলি বোমাবাজি করে!
মাগো আমরা তো এখনো নিষ্পাপ,দুধের শিশু,
মাগো ওরা তো করেছে আমাদের শিখার
আমরা যে বলতে পারিনা কিছু,
গুলির আগাতে বুকটা করেছে রক্তাক্ত,,
মাগো বোনটি ও পরে আছে মৃত।

মাগো আমি বেঁচে আছি বহু কষ্টে
বোনের লাশ’টি পাইনি তো খুঁজে,
মাগো শুনেছি বোমা ফেঁটেছে ঘরে
ছোট ভাইটা রয়েছে ওখানে পরে?
কেউ নেই মা ভাইয়ের পাশে…
তুমি রেখো মা তারে যত্নে!

মাগো সময় নেই হাতে বেশি….
নিশ্বাস টা বন্ধ হয়েছে আসছে..
গুলাবারুদের গন্ধ?
মাগো মিডিয়া দেখেনি আমাদের,
জাতিসংঘে হয়নি কোন সমাবেশ,
মগো কবরে শ্মশান হয় শেষ।

মাগো বাবাকে নিয়ে গেছে ধরে,
তুমি চলে গেছ পরোপারে,
ভাই বোন নিয়েছে মুক্ত?
আমি যে মা একান্ত…
আমার জীবনটা হয়েছে শ্মশানের পরিণত।

৮১৩জন ৭০১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ