আমার সাধের প্রিয় বিড়ালটি হারিয়ে গেছে। অপেক্ষা করে বুঝলাম হয়ত আর ফিরে আসবে না। এই মিনি নামের প্রাণীটিকে ঘিরে অজস্র গল্প। অনেক ভালোবাসা। এটি সত্যি সত্যি ভাঁজা মাছ না উল্টিয়ে ও খেত না। পরীক্ষা করবে দেখেছি। আমার মন খারাপ। শুনেছি এই বিড়াল হারানোর কথা অনেক কে বললে বিড়াল নাকি আবার ফিরে আসার সম্ভবনা থাকে।আমার অনেককে বলার জায়গা নেই।এখানে সবাইকে বললাম অপরিচিত হয়েও। তাও যদি আমার বিড়াল ফিরে আসে।
৪৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
বিড়াল হারিয়ে গেলে মানুষকে বললে আবার ফিরে আসে, এটা এই প্রথম শুনলাম।
মিমিকে নিয়ে গল্প জানার অপেক্ষায় আছি।
এখানে বলে ভালো করেছেন, শোনার মত অনেক মানুষ আছে এখানে।
নিজে লিখুন
অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা, শুভ ব্লগিং —
সায়ন্তনু
এই জন্যই বললাম সবার কাছে যদি মিনি ফিরে আসে।চেষ্টা করব মিনির কথা বলার। ভাল লিখতে না পারলেও।অন্যদের লেখা অবশ্যই পড়ার চেষ্টা করব। কোনটা রেখে যে কোনটা পড়ি।
সঞ্জয় কুমার
আমার ও একটা বিড়াল ছিল মিনি নামে । । একবার হারিয়ে গিয়েও সে ফিরে এসেছিল । পড়ে দেখতে পারেন সেই গল্প । মিনির ছবি সহ । https://sonelablog.com/archives/16501
সায়ন্তনু
পড়ে দেখার চেষ্টা করব।
খেয়ালী মেয়ে
হারানো বিড়াল খুঁজে পাওয়ার এই পদ্ধতির কথা নতুন শুনলাম :@
শুভকামনা রইলো আপনার জন্য 🙂
মিনি তুই ঘরের বিড়াল ঘরে ফিরে যা কইলাম :p
সায়ন্তনু
হারিয়ে গেলে তখন যে যা বলে তা ই শুনতে হয়। আপনি আরো কষে ধ্মক দিয়ে দিন।যদি ফিরে আসে তাহলে আমার খুব আনন্দ হবে।
নুসরাত মৌরিন
🙂
মিনি ফিরে আসুক।
সোনেলায় স্বাগতম।
সায়ন্তনু
সবাই চাইলে ফিরে আসবে আমি তাই জানি। আচ্ছা।
ব্লগার সজীব
আপনার সাধের বিড়াল মিমিকে ফিরে পান দোয়া করছি। তবে মিমিকে ফিরে পান বা না পান, মিমিকে নিয়ে গল্প আমরা পড়তে চাই। আগমনী বার্তাটি পছন্দ হয়েছে।
আমার ব্লগবাড়িতে আমন্ত্রন আপনাকে।
সায়ন্তনু
আমার মিনিকে চাই আপনাদের দোয়ায়। আমি ভাল লিখতে পারিনা। আমন্ত্রণ পেয়ে খুশি লাগছে।
ব্লগার সজীব
মিনির কোন খবর পেলেন আপু? কোন আসার বানী ?
সায়ন্তনু
না কোন খবর পাইনি। তবে আমি খবর পাবই সবাই যখন জানে গেছেন।
ব্লগার সজীব
আপনি আপনার প্রিয় বিড়ালকে খুঁজে পান, আন্তরিক ভাবে চাচ্ছি তা।
সায়ন্তনু
আচ্ছা।তবে অপেক্ষা খুব বিরক্তিকর।
মেহেরী তাজ
আপনাকে সোনেলায় নতুন দেখছি।
সোনেলায় স্বাগতম।
আপনার বিড়াল খানা ফুরে আসুক।
সায়ন্তনু
আমি নতুন। বিড়াল হারিয়ে এখানে এসেছি।বিড়াল চাই।
বন্য
ঠিক আছে আমিও যাকে পাবো আপনার বিড়ালের কথা বলবো যাতে ফিরে আসে, আশা করি ফিরে আসবে তবে বিড়াল চলে আসলে আবার আপনি চলে যাবেন না সেটা কিন্তু বলতে হবে। সোনেলায় স্বাগতম।
সায়ন্তনু
সবাই যে ভাবে বিড়ালের ফিরে আসা চাচ্ছে তাতে এখানেই থেকে যেতে হবে মনে হয়।
শুন্য শুন্যালয়
বিড়াল হারালে যে মানুষ পাওয়া যায়, এটা আজ দেখলাম। এই যে সোনেলায় আপনাকে পেলাম। স্বাগতম আপনাকে এবং অবশ্যই মিনিকে। সে ফিরে আসবেই।
সায়ন্তনু
কী করব বলুন? আমাকে যে পাঠিয়েছে তার কথা মত বিড়ালের কথা সবাইকে বলছি। আর কিছু যানি না। ফিরে আসুক শুধু এইটুকু চাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আহা!বেচারা এখন কোথায় কি করছে কে জানে।
সায়ন্তনু
আমিও তাই ভাবছি ,কোথায় আছে খেয়ে না খেয়ে কে জানে।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে। লিখুন ও পড়ুন নিয়মিত।
এ পদ্ধতি অজানা, তাও যদি আপনার ফিরে আসে সে অপেক্ষা আমাদেরও।
কতই অজানা আমাদের।
সায়ন্তনু
আমি অবশ্য লেখক নই।তবে লিখতে চাই মনের কথা।পড়া শুরু করেছি।আরও পড়তে হবে। আমিও জানিনা অনেক।তবে জানতে চাই।
জিসান শা ইকরাম
বিড়াল কাহিনী কবে পাবো ?
সায়ন্তনু
লিখতেছি ।লেখা শেষ হলেই দিয়ে দেব।কিন্তু আপনি নাকি মডু? মডুদের নাকি ভয় পেতে হয়?তারা নাকি যাদু জানে?গায়েব করে ফেলতে পারে?এটা কি ম্যাজিকের স্কুল? আমি শিখতে চাই। এখানেই পড়লাম ।তবে ভাল করে সব কিছু বলে না।
মোঃ মজিবর রহমান
মিনি ফিরে আসুক
তার সাথে আপনি সোনেলার।
সায়ন্তনু
মিনির হারানোর কথা বলতেই এখানে এসেছি।
লীলাবতী
মিনি ফিরে আসুক এই কামনা করি।
সায়ন্তনু
আমিও তা চাই কিন্তু এখনও ফিরে আসেনি।
সোনিয়া হক
আচ্ছা, এখান থেকে মিনি পর্বের শুরু তাহলে 🙂 (y)
সায়ন্তনু
আমি তেমন লেখক না। যা মনে আসে তাই লিখি।লেখার চেষ্টা করব।
শিশির কনা
বিড়াল হারালে কেউ ব্লগে পোষ্ট দিয়ে খুঁজে এই আমি প্রথম দেখলাম। হারানো বিজ্ঞপ্তি একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনের বিল পরিশোধ করা হয়েছে কিনা ঝাতি জানতে চায় :p
সায়ন্তনু
কিছু হারালে মানুষ খুঁজবে এটাই স্বাভাবিক। আপনার প্রিয় কিছু হারালে আপনি বুঝতেন কত কষ্ট লাগে।
ফিরে পেলে বিল জাতিকে জানিয়েই পরিশোধ করা হবে। আমার মিনিকে দেখলে জানাবেন আমাকে।
শিশির কনা
সেকি হারিয়েই গেলো তবে? কোন খোঁজ কি পেয়েছেন?
সায়ন্তনু
নাহ কোন খোঁজ নেই। বাস্তবতা মেনে নেয়ার চেষ্টা করছি।
শিশির কনা
ফিরে না পাওয়াটা কষ্টের। মিনিকে নিয়ে লিখুন তবে।
সায়ন্তনু
তেমন লিখতে পারি না। তাও লিখব।
অরণ্য
নিজে আগে বিশ্বাস রাখুন বিড়াল ফিরবে। দেখবেন বিড়াল একদিন ফিরবেই। আপনি তৈরি তো?
সায়ন্তনু
এত দিনে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। ফিরুক তা চাই।
অরণ্য
একটু হাসি পেল আমার, হাসলামও। অনেক বছর আগে আমার এক বন্ধুকে লিখেছিলাম ক’টা লাইন। আপনাকে শোনাতে ইচ্ছে করছে।
…………………………………………
যে যেতে চায়
তাকে যেতে দিতে হয়।
পিছু ডেকে তাকে থামিও না কভু
এভাবে সে যাবে জানে তা প্রভু।
সায়ন্তনু
প্রভুর সবই জানা।আমারা যেহেতু জানি না তাই ফেরার অপেক্ষা করি।
সাইদ মিলটন
আঃ বিড়াল হইয়া কেন জন্মাইলাম না প্রভু হে 🙁
সায়ন্তনু
প্রভু ঠিক কাজই করেছেন। মাছেদের ও আছে বাঁচার অধিকার ও ইচ্ছা।
বেশ পাকা মন্তব্য পেলাম।