হলদে সমুদ্র-সূর্য

ছাইরাছ হেলাল ২৬ জুন ২০১৮, মঙ্গলবার, ০২:৩১:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

নাহ্‌, নাতো!
এ-নয় কোন বিগত/বিগতার হরিৎ বিস্মরণের অফুরন্ত নিঃশ্বাস
এমন আগুন আলোয়;
পাহাড়ি বেড়ালের মুহূর্তের নখর আস্ফালন বা
অতৃপ্ত টাট্টু-ঘোটকীর তড়পানো ক্ষুরের আঘাতের আগুন-আলো!
তা কিন্তু নয়;
অশরীরীর হলুদ আলোর হাতছানি!
তাও নয়।

রত্তির হিসেবে নয়, অজস্রতায় টায়ে-টায়ে ভরা
উপচে-উপচে পড়া, এক দঙ্গল সোনেলা;
টই-টই করে, পিয়াস-গন্ধে অহর্নিশ খুঁজে খুঁজে ফেরে;
অনন্তর অনন্ত অনন্তে ছুঁয়ে-ছুঁয়ে যাওয়ার উদ্দীপ্ত উচ্ছলতা,
আহা জীবন! আহারে জীবন!
সুগন্ধ সঞ্চারে সহিষ্ণুতায় আত্মহারা,
লাফানো-হৃদপিণ্ড-অভিসার-স্ফুলিঙ্গের উষ্ণ সমুদ্র-সূর্য…

—————————————-
শুনুন, শুনুন একটুখানি………
আপনাদের অতি প্রিয় ফেবুর সামান্য একটি মন্তব্যের বর্ধিতাংশ
বা এই লেখাটির-ই সংক্ষিপ্তাংশ যা ফেবুর মন্তব্যে দিয়েছি।

অযুত ভালবাসা সব্বাইকে!

৫৪১জন ৫৩৯জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ