স্মৃতি

প্রিন্স মাহমুদ ১২ জানুয়ারি ২০১৪, রবিবার, ০৫:১৩:৪৫পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

তুমি বলেছিলে তুমি চলে গেলে
নতুন কাউকে পাবো ..
মোমবাতি বাতাসে নিভে যাবেনা
তুমি বলেছিলে তোমার চেয়ে ভালো কেউ
এসে ওম দেবে নীরব রজনীতে ..
নির্ঘুম সারারত কাটবেনা ।

আমার যৌবন যায় ফুরিয়ে
তোমার কথামতো কেউ আসেনা
আসেনি কেউ , আসে নাই ..
অপেক্ষাতে অপেক্ষাতে
আমার জীবন তৈলচিত্রের
পোকার মতো হারায় ..

৬০৪জন ৬০৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ