তুমি বলেছিলে তুমি চলে গেলে
নতুন কাউকে পাবো ..
মোমবাতি বাতাসে নিভে যাবেনা
তুমি বলেছিলে তোমার চেয়ে ভালো কেউ
এসে ওম দেবে নীরব রজনীতে ..
নির্ঘুম সারারত কাটবেনা ।
আমার যৌবন যায় ফুরিয়ে
তোমার কথামতো কেউ আসেনা
আসেনি কেউ , আসে নাই ..
অপেক্ষাতে অপেক্ষাতে
আমার জীবন তৈলচিত্রের
পোকার মতো হারায় ..
১৪টি মন্তব্য
প্রজন্ম ৭১
ওম ভালোনা (y)
প্রিন্স মাহমুদ
হতে পারে 🙁
মোঃ মজিবর রহমান
কেউ কথা রাখেনি
ভাই।
সব চলে যায় মরিচিকা ধরে অন্তরে
আসেনা কেউ আঁখিপাতে।
প্রিন্স মাহমুদ
;(
মা মাটি দেশ
ওভাবে বলোনা প্রেম এক বার এসেছিল জীবনে…. (y)
প্রিন্স মাহমুদ
আমার আসেনি :@
শুন্য শুন্যালয়
যে চলে গেছে তার কথা বিশ্বাস করা ঠিক হয়নি…
প্রিন্স মাহমুদ
আর করবো না :p
খসড়া
সমস্যা একটাই আর একটা কপি পাওয়া যায় না। 🙂
প্রিন্স মাহমুদ
(y)
জিসান শা ইকরাম
আহারে 🙁
লীলাবতী
আচ্ছা , ডাউনলোড করে নিয়েন ভাইয়া , হুবহু এক
:p
হলুদ পরী সাদা নাকফুল
আর অপেক্ষা ভালো লাগে না , আহারে কি কষ্ট 🙁
নীলকন্ঠ জয়
এ যে মনের কথাই বলে দিলেন (y)