
শেষবার তোকে কবে দেখেছিলাম
ঠিক মনে নেই, তবে তোর
শেষ কথাটা আজও আমার
খুব কানে বাজে, ঠিক যেভাবে
মন্দিরের সবকটি ঘন্টা
একসাথে বেজে ওঠে আর
চারদেয়ালে প্রতিধ্বনিত হয় দীর্ঘ সময়।
আজকাল তুই আমার স্বপ্নেও আসিস।
দিবাস্বপ্ন থেকে নিশীতে ট্রান্সফার।
ভালোই হলো, এখন আর আমি
কখনোই একা নই, অষ্ট প্রহরের
ষড়ভাগ আমার পার্থিব আর
দ্বিভাগ তোর দখলে ।
তুই করে বলছি বলে রাগ করিসনিতো?
যখন তুই আমার ছিলি
তোর সমস্ত স্বত্বা জুড়ে ছিলো
আমার অবাধ বিচরণ, তখনো আমি
তোকে তুই করে বলার সুযোগ পাইনি,
প্রাণ উজার করে ভালোবাসতে না
পারলে কখনোই অন্তরের অন্তঃস্থল
থেকে সম্বোধন করা যায় না ।
তুই নেই বলে
আজ তোকে ভালোবাসতে আমার আর কোন সীমাবদ্ধতা নেই।
আজ আর কোন কৈফিয়ত নেই,
নেই অশ্রুবিলাস,
আজ আমি তোর ভালোবাসার প্রতিটি
শিরা উপশিরায় বিচরণ করে
প্রাণভরে সে প্রেমের স্বাদ আস্বাদন করবো
আর সে জলের অবগাহনে নিজের
প্রেমের পঙ্কিলতা দূর করে বিশুদ্ধ হবো।
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
তুই নেই বলে
আজ তোকে ভালোবাসতে আমার আর কোন সীমাবদ্ধতা নেই…. অসাধারণ একটা লাইন! অনেক সময় কাছে থাকা মানুষটা সীমাবদ্ধ ভালোবাসায় প্রেমটাই সমাপ্ত হয়ে যায়। শর্ত, নিয়মের যাতাকলে নিষ্পেষিত ভালোবাসা আত্মহত্যা করে।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
স্কেচটা সুন্দর হয়েছে। কে এঁকেছে?
ত্রিস্তান
এ এক অচ্ছ্যুৎ দুঃস্বপ্নের চিত্রায়ন। স্কেচ টা সফটওয়্যার দিয়ে করা আপু। আমি আঁকতে জানি না।
কামাল উদ্দিন
দিবা স্বপ্ন থেকে রাতের স্বপ্নে পুনর্বাসিত হয়েছে, তুমি থেকে তুইয়ে চলে এসেছে। তাহলে তো মনে হয় আগের থেকে ভালোবাসার ঘনত্ব বেড়েছে।
ত্রিস্তান
দূরে সরে যাওয়া কখনো কখনো আরো বেশি কাছে আসার উপলক্ষ হয়ে উঠে। ধন্যবাদ প্রিয় ভাই।
কামাল উদ্দিন
হুমম, হয়তো তাই।
সুপর্ণা ফাল্গুনী
স্বপ্নরা আজকাল ট্রান্সফার হয়। তুমি থেকে তুই এ নামে সম্পর্কের আহ্বান। সুন্দর হয়েছে কবিতা। শুভ কামনা রইলো
ত্রিস্তান
শুভেচ্ছা নিরন্তর আপু ❤️
সুপায়ন বড়ুয়া
“শেষবার তোকে কবে দেখেছিলাম
ঠিক মনে নেই, তবে তোর
শেষ কথাটা আজও আমার
খুব কানে বাজে, “
প্রিয়জনরা আসে ফিরে বারে বারে
শেষ কথাটা বাজে কর্ণকুহুর্
নিয়ত জানাই আমন্ত্রন
আমার এই শুন্য ঘরে।
ভালই সাগলো। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
কর্ণকুহুরে
ত্রিস্তান
আর এভাবেই প্রেম পরিপক্ক হয়, চির অমরত্বের পথে। ধন্যবাদ দাদাভাই 😍
ফয়জুল মহী
বেশ ,মন ছুঁয়ে গেল লেখা।
ত্রিস্তান
অশেষ ধন্যবাদ প্রিয় ❤️
ছাইরাছ হেলাল
যদি অবগাহনেই আনে শুদ্ধতা!
হোক সে ডুব-সাঁতার সবার অগোচরে, অকপটে!
শিরাময় শরীরের প্রতি প্রান্তে!
ত্রিস্তান
হাই সিকিউরিটি এলার্ট ছিলো… তবুও 😄
আরজু মুক্তা
ভালো লাগলো।
ত্রিস্তান
কৃতজ্ঞতা অনিমেষ 😍
তৌহিদ
বিশুদ্ধ প্রেম ভালোবাসা এখনো আছে বলছেন!! কি জানি হবে হয়তো।
আমিতো খালি বেয়াইত্তা ভ্যাজাল দেখি ভাই☺
ত্রিস্তান
আপনিতো দেখি মাওলানা ভাসানী গ্রুপের লাস্ট পিস ভাইয়া😄😄
তৌহিদ
হা হা হা 😃😃
নৃ মাসুদ রানা
প্রাণভরে সে প্রেমের স্বাদ আস্বাদন করবো
ত্রিস্তান
করুন করুন, প্রেম সে তো যৌবনের অহঙ্কার বার্ধ্যক্যের অলঙ্কার।
রেহানা বীথি
ভালোবাসায় কোনও সীমাবদ্ধতা নেই।
খুব সুন্দর লিখেছেন।
ত্রিস্তান
কৃতজ্ঞতা অনিমেষ আপু😍
ইসিয়াক
ছবি খুব সুন্দর। কবিতাও ভালো লেগেছে।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍