স্মৃতিচারণ

অনন্য অর্ণব ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১০:৩৩:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

শেষবার তোকে কবে দেখেছিলাম
ঠিক মনে নেই, তবে তোর
শেষ কথাটা আজও আমার
খুব কানে বাজে, ঠিক যেভাবে
মন্দিরের সবকটি ঘন্টা
একসাথে বেজে ওঠে আর
চারদেয়ালে প্রতিধ্বনিত হয় দীর্ঘ সময়।

আজকাল তুই আমার স্বপ্নেও আসিস।
দিবাস্বপ্ন থেকে নিশীতে ট্রান্সফার।
ভালোই হলো, এখন আর আমি
কখনোই একা নই, অষ্ট প্রহরের
ষড়ভাগ আমার পার্থিব আর
দ্বিভাগ তোর দখলে ।

তুই করে বলছি বলে রাগ করিসনিতো?
যখন তুই আমার ছিলি
তোর সমস্ত স্বত্বা জুড়ে ছিলো
আমার অবাধ বিচরণ, তখনো আমি
তোকে তুই করে বলার সুযোগ পাইনি,
প্রাণ উজার করে ভালোবাসতে না
পারলে কখনোই অন্তরের অন্তঃস্থল
থেকে সম্বোধন করা যায় না ।
তুই নেই বলে
আজ তোকে ভালোবাসতে আমার আর কোন সীমাবদ্ধতা নেই।
আজ আর কোন কৈফিয়ত নেই,
নেই অশ্রুবিলাস,
আজ আমি তোর ভালোবাসার প্রতিটি
শিরা উপশিরায় বিচরণ করে
প্রাণভরে সে প্রেমের স্বাদ আস্বাদন করবো
আর সে জলের অবগাহনে নিজের
প্রেমের পঙ্কিলতা দূর করে বিশুদ্ধ হবো।

৬৫৬জন ৫৪৪জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ